পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । &ყრc পরিশ্রম ও কেহ বা বহুল অর্থ ব্যয় করত, রোপণকারীদিগকে উৎসাহিত করিয়াছিলেন । ইহা কি সামান্য মহানুভাবত যে, এক ব্যক্তি স্বার্থের প্রতি বিশেষ লক্ষ্য ন রাখিয়। কেবল সাধারণের উপকারার্থ ভূমির উর্বরতা সাধন পূর্বক তৎসভূত উপস্বত্ব সাধারণকেই প্রদান করিয়াছেন। ধন্য বদান্যতা ! এরূপ মহাত্মা পৃথিবীর সকল স্থানে, সকল সময়ে বৰ্ত্তমান থাকিলে জগতের বিশেষ মঙ্গল সম্ভাবনা | (বঙ্গভাষার বিদ্যালয় ।) স্বদেশের ভাষা অনুশীলন ব্যতিরেকে লোকে কখনই শীঘ্র ও সহসা আত্মোন্নতি করিতে পারে না। এক ব্যক্তি বহুল অর্থ ব্যয় করিয়া কত শত রাত্রি জাগরণ পূর্বক যে বিদেশীয় ভাষা মধ্যমরূপ শিক্ষা করিবেন, তাহার ন্যায় মেধা-শক্তি সম্পন্ন অপর এক ব্যক্তি তদপেক্ষা অলপ ব্যয় ও অলপ পরিশ্রমে স্বকীয়