পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\', V) বঙ্গ ভাষার ইতিহাস । ভাষায় মহাপণ্ডিত মধ্যে গণ্য হইতে পারেন। এক ব্যক্তির বিদেশীয় ভাষা বহুকাল শিক্ষ করিয়া এক পংক্তি রচনা করিতে হইলে, বারম্বর অভিধান ও ব্যাকরণের সাহায্য গ্রহণ করিতে হয়, কিন্তু অপর এক ব্যক্তি স্বদেশীয় ভাষায় তাহ অপেক্ষ অলপ ব্যুৎপত্তি লাভ করিয়া বৃহৎ বৃহৎ সুললিত কাব্য সমূহ রচনা করিতেছেন। দেশীয় লোক স্বদেশের ভাষা যত্বপূর্বক শিক্ষা না করিলে কখনই দেশের ভাষায় উত্তমোত্তম গ্রন্থের স্বষ্টি হয় না । অস্মদেশীয়দিগের মধ্যে অনেকেই ইংরাজী ভাষায় কাব্যাদি রচনায় প্রবৃত্ত হইয়াছেন, কিন্তু কেহই ইংরাজ জাতিকে পরাজিত করিতে সক্ষম হন নাই। কোন স্থলে কিরূপ শব্দ প্রয়োগ করা উচিত, দেশীয় লোক যেমন সেটা বুঝিবেন, বিদেশীয়ের কখনই ততদুর পারদর্শিতা লাভ করিতে পারিবেন না। দেখুন! যখন ইংলণ্ড দেশে নর্মাণ ফেঞ্চ ভাষা প্রচলিত ছিল, তখন ঐ দেশে কোন সুবিখ্যাত কবি আবি