পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । Woo খৃষ্টীয় উনবিংশ শতাব্দীর প্রারম্ভে মালদহ প্রদেশে ইলটন সাহেব কর্তৃক, এতদেশীয় ভাষা শিক্ষাদানার্থ, কতকগুলি বিদ্যালয় স্থাপিত হয়। মান্যবর ইলটন সাহেব বঙ্গদেশের এক জন মহোপকারী ব্যক্তি । তৎকালে তা হার যত্বে বালকদিগের পাঠ্যপুস্তকের অনেক অভাব মোচন হইয়াছিল । তাহার কিছু দিন পূর্বে মহামান্য গবর্ণর জেনেরল লর্ড ওয়েলেসলি ভাবিলেন, ইংলগু হইতে যে সকল লিবিল-স:রবেণ্ট ভারতবষে আগমন করিতেন, র্তাহার। কেহই এতদেশীয় ভাষায় ব্যুৎপন্ন ছিলেন না। তন্নিমিত্ত রাজকার্য্যের অত্যন্ত গোলযোগ হইত । লর্ড ওয়েলেসলি সেই বিশৃঙ্খলা দূর করিবার জন্য প্রয়াস পাইয়াছিলেন। সেই নিমিত্ত তিনি ১৮০০ খৃষ্টাব্দে “ফোট উইলিম কালেজ নামক” একটা বিদ্যামন্দির স্থাপন করেন। তাহাতে কেবল এতদেশীয় ভাষা সমূহ শিক্ষা প্রদান করা হইত। ইংলগু হইতে যে সকল ব্যক্তি সিবিলিয়ান হইয়া এখানে আসিতেন, তাহার উপরি