পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ৭৯ বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উক্ত পত্রিকার সম্পাদক ছিলেন। সময়ে সময়ে সমাচার দপণ ও চন্দ্রিকায় তুমুল সংগ্রাম হইত —যখন গবর্ণমেণ্ট সহমরণ প্রথা নিবারণ জন্য সচেষ্ট হয়েন, তখন সেই বিষয় লইয়া পূৰ্ব্বোক্ত পত্রদ্বয়ে অত্যন্ত আন্দোলন হইয়াছিল। সমাচার দর্পণ উক্ত দুনীতি সংশোধন জন্য অনেক প্রয়াস পাইয়াছিলেন, কিন্তু চন্দ্রিকায় বিপরীত মত ব্যক্ত হয়। চন্দ্রিক হিন্দু-সমাজের প্রতিপোষিক ছিলেন। খষ্টানদিগের অযথা আক্রমণ হইতে হিন্দু ধৰ্ম্মকে রক্ষা করণার্থ এই পত্রিক প্রচারিত হইয়াছিল। রাজা সর রাধাকান্ত দেব বাহাদুর ও অন্যান্য হিন্দুধৰ্ম্মানুরাগী মহোদয়গণ চন্দ্রিকার অনেক উপকার করিয়tiছলেন । যাহা হউক, দর্পণ ও চন্দ্রিক প্রায় ক্রমাগত দশ বৎসর প্রতিযোগিতা করিয়াছিল । তদন্তর প্রথমোক্তখানি জনসমাজ পরিত্যাগ করে, শেষোক্ত চন্দ্রিকা এখনো যথানিয়মে বহির্গত হইয়। স্বদেশের উপকার সাধন করিতেছে।