পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ বঙ্গ ভাষার ইতিহাস তেন। পূৰ্ব্বোক্ত পত্রদ্বয় প্রথমতঃ নানা প্রকার উৎকৃষ্ট উৎকৃষ্ট প্রবন্ধদ্বারা অলঙ্কত করা হইত, কিন্তু কিছুকাল পরে ভাস্কর সম্পাদক গৌরী শঙ্কর ভট্টাচার্য গ্রেসরাজ" পত্র প্রচার করেন। এক ব্যাবসয়ী লোকেরা কখনই মিলিতভাবে থাকিতে পারে না । সুতরাং কবিবর ঈশ্বর গুপ্ত ভাস্কর সম্পাদকের প্রতিপক্ষ হইয়া উঠিলেন। র্তাহারা প্রকাশ্যরূপে পরস্পরের কুৎসা প্রকাশ করিতে লাগিলেন । ১২৫৪ সালের ভাদ্র মাসে নামধারী সম্পাদক সীতানাথ ঘোষ পাষণ্ড পীড়নের শীর্ষক পংক্তি গোপনে লইয়া পলায়ন করেন । তাহার পর ভাস্কর যন্ত্রালয় হইতে দুই এক সংখ্যা বাহির হইয়াই লুক্কায়িত হয়। রসরাজ জীবিত থাকিয়া আর কিছুকাল উৎপাত করিয়াছিল। তাহার সমকালে “ যেমন কৰ্ম্ম তেমনি ফল’ নামক একখানি পত্রের প্রচার হয় । সংস্কৃত কলেজের একজন কৃতবিদ্য ছাত্র তাহা সম্পাদন করিতেন । এই পত্রের সহিতও