পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । b"(r সংগ্রহ এক্ষণে জীবিত নাই ; তাহার পরিবৰ্ত্তে “রহস্য-সন্দর্ভ প্রকাশিত হইতেছে। ১২৬৫ সালে ৫.সোমপ্রকাশগ? প্রচারিত হয়। প্রথমতঃ ইহা কলিকাতায় মুদ্রিত হইত । কিন্তু এক্ষণে উহ কলিকাতার দক্ষিণ চাঙ্গড়িপোতা নামক স্থান হইতে সাপ্তাহিক নিয়মে প্রকাশিত হইতেছে। সংস্কৃত কলেজের সাহিত্য অধ্যাপক পণ্ডিতবর দ্বারকানাথ বিদ্যাভুষণ ইহার সম্পাদক । বাবু বিপ্রদাস বন্দ্যোপাধ্যায় তাহার সহকারী। ইত্যগ্রে শ্রযুক্ত বাবু ভুবনচন্দ্র মুখোপাধ্যায় প্রায় দুই বৎসর কাল তাহার সহকারী সম্পাদক ছিলেন। সংবাদ পত্রের যে সকল গুণ থাকা আবশ্যক, সোমপ্রকাশে তাহার কিছুরই অভাব নাই ; তজ্জন্যই বঙ্গসমাজে ইহার এত মান বৃদ্ধি হইয়াছে। ১২৬৭ সালের বৈশাখ হইতে “ভারতবর্ষীয় সংবাদপত্ৰ” নামক একখানি পত্র প্রকাfশত হইয়াছিল। রত্নাবলী নাটকের মৰ্ম্মানুবাদক ঐযুক্ত তারকনাথ চুড়ামণি কর্তৃক তাহ সম্পাদিত জ