পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vე तत्र डांधांज़ देङि? iन । ংস্কৃতভাষাবৎ পণ্ডিত মহাশয়েরা বিশেষ সমালোচনা দ্বার অবগত হইয়াছেন যে, ঋগ্বেদ সংহিতার ভাষাই অতীব প্রাচীন । কিন্তু তাহার সহিত মনুসংহিতা ও বাল্মীকি রামায়ণের ভাষার তুলনা করিয়া দেখিলে অনেক পরিবর্তন দৃষ্ট হয়। পরন্তু আবার ঐ সংহিতার ও রামায়ণের ভাষার সহিত মহাভারতের অনেক বৈলক্ষণ্য প্রতীতি হইয়া থাকে মহাভারত রচনার কয়েক শত বৎসর পরে, ভারতকবিকুলশেখর কালিদাস জন্মগ্রহণ করেন। র্তাহার দ্বারা ভাষার অনেক পরিবর্তন হইয়াছে। বোধ হয় কালিদাসের সংস্কৃত, তান্ত্রিক সংস্কৃতে পরিণত হইয়! থাকিবে । এস্থলে অনেকে জিজ্ঞাসা করিতে পারেন যে, এরূপ পরিবর্তনের কারণ কি ? কিন্তু স্থির চিত্তে বি ভাবনা করিয়া দেখিলে স্পটই জ্ঞীত হইতে পারা যায় যে, উচ্চারণসৌকর্য ও অধিক ভাব অলপ সময় মধ্যে প্রকাশার্থই ভাষা এইরূপ সংস্কৃত হইয়। থাকে। বৈদিক-সংস্কৃত অতীব দুরূহ ও দুরু