পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট র্যাহাদিগকে লইয়। বঙ্গভাষা, র্যাহারণ বঙ্গভাষাকে ভাষামধ্যে গণ্য করিয়াছেন ও করিতেছেন, উপসংহারে উtহাদিগের বিষয় সমালোচনা করা নিতান্ত আবশ্যক ও কৃতজ্ঞতার উপদেশ । কিন্তু এই ক্ষুদ্র পুস্তকে তাহণ সাধ্যাতীত | তথাচ একবারে পরিত্যাগ করাও অবিধেয় বিবেচনায় যথা সাধ্য নিম্নে সংক্ষিপ্ত বিবরণ গ্রহণ করিলাম। এই বিষয় পৰ্য্যালোচনা করিবার প্রথমেই পণ্ডিতবর শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমাদিগের বরণীয় হইতেছেন। বিদ্যাসাগর মহাশয়ের নামোচিারণ মাত্রেই আমাদিগের অন্তঃকরণ এক অপূর্ব ভাবে আপ্নত হয়। বস্তুতঃ তাহার করপল্লবনিঃস্থত বেতাল পঞ্চবিংশতি, বিধবাবিবাহ, সীতার বনবাস, শকুন্তলা, ভ্রান্তিবিলাস, জীবনচরিত, চরিতাবলী, বোধোদয় প্রভৃতি এবং সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, যিনি একবার পাঠ করিয়াছেন, তিনি কখনই র্তাহাকে বিস্মৃত হইতে পরিবেন না। উৎকৃষ্ট রচনা, উৎকৃষ্ট বিদ্যানুরাগ, সমাজসংস্করণ ও দানশীলতাদি दइदिष नातू इंशङ्ग भांडामग्न अनकांद्र। ७३