পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণ্ডপ গোত্র দত্তবংশ। ] উত্তল্লাল্লাষ্ট্রীষ্ম কাল্পস্থ-কাণ্ড ఎ8న মতাস্তরে - “দত্তবাটী ঠেঞাপুর নিরোল সিরড়ি। বামনবাটী উত্তরপাড় কুজুড়। টিকরি । আগরডাঙ্গি এরেড়া দাস ব্যাসৰাট ঘরে । বাটীর ভিতর কিছু বিগু পাড়ান ইহার পরে ॥ বড়ট্যা ছাড়িয়া বলি পাড়ানের ঠাঞি। শ্ৰীগ ঐনিধিপুর গোকৰ্ণ পাথাই ॥ মাউ গা মালতীপাড়। ঘরে । কাগাস বাসী অগ্নি ঋষি জানি ইহার পরে ॥ দৰ্ত্তবাটী হইতে হইল বলি তিন গ্রাম । তার মধ্যে ঠেঞাপুর ডাকে সরস নাম ॥ সমান ভাবে দুই গ্রাম নিরোল সিরড়ি। এই চারি খান ভাবে লিখি গণ্য দেখ খড়ি। ব্যাসবাটী আগরডাঙ্গি টিকরি কুঙ্কুড় । এরেড়া দামোদরবাট পরে উত্তরপাড় ॥ ব্যাসবাটী দক্ষিণার্ক, উদয় কণ্ঠ মিত্র পক্ষ । ঘোষ কানি বামুপাড় নিরাবিল কক্ষ ॥ দক্ষিণীক ঘোষকন্দি উদয় বামুপাড় । শ্রীকণ্ঠ বিহীন বংশ উতপৰ্য্য পাড় ॥ সে সে অগ্রগণ্য নদী বাণেশ্বর । পলিস কুলের কটু নাহি অত:পর ॥” উত্তররাঢ়ীয় কায়স্থ হিতকরী সভার গণনানুসারে কাশ্যপ গোত্র দত্তবংশীয়দিগের বর্তমান বাসস্থান ১ । বরুটিয়া দত্তবংশ জেলা হুগলী—বঁাশবেড়ে, শিবপুর, রাজহাট, শ্রীরামপুর, বালি ও শেওড়াফুলী। কলিকতা । জেল বৰ্দ্ধমান-নারায়ণপুর, গঙ্গাপুর, কোমরপুর, রাজুর,বাখুরিয়া, চাণক, কাশীয়ারা, জিয়ার ও দীননাথপুর । জেলা মুর্শিদাবাদ-কাৰ্ত্তিকপুর ভোলত, মণিগ্রাম, খৈরাট, কৃষ্ণপুর ও জোত কমল । জেলা বীরভূম-সোণার কুও, ধলাসীন, ঝিকড, জেরুলিয়া, মাড়কোল, ছাউতর, সিউড়ি, দুর্গাপুর, ভুতুরা, কুলকুড়ি, মেীরুন, তপাসপুর, সীতারামপুর, হেতমপুর, ময়নাডাল, মন্দিরে, রস, নবসন, জামালপুর, রাধানগর, রাইপুর, আদমপুর, কাকুটিয়া, ধল্লী, মুখবাজার, ভরতপুর, চকরবেত, দুর্গাপুর, মছগ্রাম, কুড় মস, বহুড়, দত্তবগ তোর, রূপপুর ও গোহালিয়ায় । জেলা বঁকুড়া-দ্বারিক, রতনপুর, গোধন, তেল্লাপাত্র, বাখরা, বৈঠল, ডিঙ্গাল ও বাকুড়া জেলা মেদিনীপুর-চন্দ্রকোণা মানপুত্ত্বও চন্দ্রকোন গোবিন্দপুর। জেলা নলদহ–বাঁচামারী। জেলা দিনাজপুর—ঘাসীপাড়। লেল। স{ওতাল পরগণ–চক্‌ ঠক্‌রে ও পাটজোড় জেলা মুদেরভারপুর। জেলা ভাগলপুৰ-ধেীর ।