পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిరిణి বঙ্গের জাতীক্ষ্ম ইতহাস [ ১৩শ অপ্যায় অন্তক্ৰ— “শাণ্ডিল্যে সুতনাশায় ধননাশায় কণগুপে | ভরদ্ধাজে সৰ্ব্বনাশঃ করে শীলনিপাতিতঃ ” এইরূপ অভিসম্পাত সত্বেও সমাজ তাহাদিগকে গ্রহণ করিতে কুষ্ঠিত হন নাই। গ্লানিভোগ করিয়াও এই আড়াই ঘর উত্তররাটীয় কায়স্থসম্বাজে স্থান পাইবার জন্ত লীলায়িত ছিলেন । বর্তমানকাল হইলে তাহারা সমাজের নির্য্যাতন স্বীকার করিতেন না । সম্ভবতঃ আচারাদির অনৈক্য হেতু কুলীন সমাজ তাহাদিগকে হেয় জ্ঞান করিতেন। সনাতন ধৰ্ম্মের ভিত্তি আচারের উপর নির্ভর করিতেছে। বক্ষ্যমাণ আড়াইম্বর কাঞ্চস্থ কুলীন কায়স্থসমাজের সহিত সম্বন্ধ স্থাপন করিতে পরিলে ক্রমশঃ তাহাদিগের সদাচার গ্রহণ করিতে পরিবেন এই লালসায় সকল প্রকার গ্লানি এবং নিৰ্য্যাতন ভোগ করিয়াও উত্তররাঢ়ীয় কায়স্থ সমাজে থাক শ্রেয়ঃ মনে করিতেন। অর্থবলে বা তোষামোদে কুলীন কায়স্থকে নিজালয়ে আনিতে পারিলে নিজেকে কৃতার্থ মনে করিতেন । প্রবুদ্ধ বা প্রবোধ ঘোষ দক্ষিণখণ্ডে বাস করিতেন। কেহ কেহ বলিয়া থাকেন তিনি মুরুদী গ্রামে বাস করিতেন। কিন্তু গ্রামনির্ণয়ের কারিক পাঠে অনুমান হয় তাহার অধস্তন দশম পুরুষ শ্ৰীকণ্ঠ মল্লিক অথবা তৎপুত্র মল্লিক কণ্ঠস্থায় মুরুদী গ্রামে বাস করিয়াছিলেন । এতৎসম্বন্ধে ঘনশুমে মিত্রের কারিকায় লিখিত আছে— “দক্ষিণে শাণ্ডিল্য খণ্ড মল্লিকে মুরুদী । জলস্থতি জঙিলিয়া কুজুড়া তলে লোহারুন্দী ॥ শিরপাড়া পাড়খণ্ড আলুগ পৌরসে। শচী ঘর মহী সপ্ত সবিলদা বিশেষে ॥ পাচ-ভাইয় চেী-ভাইয়া জোড়খণ্ড আগ পিছে । কেদার চেী-ভায়ার তুঙ্গ জঙিলিয়াতে আছে ৷ চোঙদার চৌভাইয়ায় শেষ নিরাবিল বাছে। শচীঘর মহীসপ্ত সাবলদা বিশেষে ॥” অর্থাৎ দক্ষিণখণ্ড এবং দক্ষিণ খণ্ডের এক পাড়ার নাম শিরপাড়া, মুরুদী, কুজুড়ার মধ্যে লোহারুন্দী, জলস্থতি, জাঙলিয়া, আলুগ্রাম এই সাতখনি শাণ্ডিল্যের গ্রাম এবং সবিলদাও এক খানি গ্রাম ধরা যাইতে পারে } শাণ্ডিল্য বংশের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় নাই। মধ্যে মধ্যে কোনও কোনও ংশ প্রভাবসম্পন্ন হইয়াছিলেন। প্রবুদ্ধ ঘোষ হইতে অধস্তন ১৯ পুরুষ মনোমোহন ঘোষ কৰ্ম্ম উপলক্ষে হুগলী জেলার অন্তঃপাতী জাহানাবাদে বাস করিয়াছিলেন, পরে তথা হইতে ফিরিয়া আসিয়া মুর্শিদাবাদ জেলায় ভরতপুর থানার নিকট ভোলত গ্রামে বাস করেন। এই ংশে ২৩°পৰ্য্যায়ে বল্লভীকান্ত ঘোষ ও রামানন্দ ঘোষ বিশেয বিখ্যাত ছিলেন । বল্লভীকাত্ত ঘোষ কৰ্ম্ম উপলক্ষে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে পাটনায় গমন করেন ও তথায় ভিখন পাহাড়ী মহল্লায় বাস করেন। তাহার বংশধরগণ এ পর্যন্ত তথায় বাস করিতেছেন। বল্লভীকান্ত ঘোষের দুই পুত্র হরগোবিনা ও জয়গোবিন্দ বিশেষ প্রতিপত্তির সহিত পাটনায় বাস করিয়াছিলেন। বল্লভীকান্ত ঘোষ পাটনা জেলায় কিছু জমিদারী সম্পত্তি করিয়াছিলেন । বtষ্টীকান্ত ঘোষের একটী পৌত্র কৃষ্ণচন্দ্র ঘোষ পাটনার অহিফেন-কুঠার দেওয়ানী কাৰ্য্য