পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভজুদশ `ਣਜੋੜ কাশ্যপগোত্র দ{সবংশ ষে চারিজন গোঁড় কায়স্থ উত্তর রাঢ়ীয় কায়স্থ শ্রেণীভুক্ত হইয়াছিলেন তন্মধ্যে রামদাস অন্ততম ছিলেন । তিনি ঐশ্বৰ্য্যশালী ছিলেন এবং একটা স্বর্ণনিৰ্ম্মিত গজ দান করায় সাধারণতঃ তিনি গজদানী রামদাস নামে পরিচিত হইয়া আসিতেছেন। গজদান বহুলোকেই করিরাছেন এবং এখনও অনেকে পিতৃ-মাতৃ-শ্রাদ্ধ উপলক্ষে হস্তী দান করিয়া থাকেন, কিন্তু র্তাহাদিগকে কেহও গজদানী বলে না রামদাসের বিশেষত্ব এই যে তিনি একটা সজীব হস্তীর দ্যায় উচ্চ কলেবরবিশিষ্ট স্বর্ণনিৰ্ম্মিত গজ দান করিয়া ছিলেন বলিয়া গজদানী বলিলে উত্তররাঢ়ীয় সমাজে এখনও রামদাসকেই বুঝায় চৌরীগাছা রেলষ্টেশনের নিকটবর্তী গঙ্গা সমীপ একটী স্থান এখনও দানীর তলা’ নামে বিখ্যাত রহিয়াছে। কেহ কেহ উক্ত স্থানে গজদানী রামদাসের উদ্দেশ্রে প্রণাম করিয়া থাকেন । উক্ত দানীর তলা হইতে প্রায় এক ক্রোশ পশ্চিম-দক্ষিণে মাসল গ্রামে রামদাসের বাস স্থান। উক্ত গ্রাম হইতে অনতিদূরে আমলাই গ্রাম ভরদ্বাজ সিংহের এবং তাহার পশ্চিমে আলুগ্রাম মোগল্য গোত্ৰ সৰ্ব্বাঙ্গমুন্দর বা কেবলরাম করের বাস স্থান ছিল । কেহ কেহ বলিয়া থাকেন রামদাসের আদিবাস কুণিয়া গ্রামে ছিল। কিন্তু মাসল গ্রাম হইতে অনতিদূরে SBBB BBS BB BBBB BBB BBBB BBB S BBBB BBBB DD BBBB BBS গোত্রীয় রামদাস, অমিলাই গ্রামের ভরদ্বাজ সিংহ এবং আলুগ্রামের কেবলরাম কর পরম্পর নিকটবৰ্ত্তী গ্রামেই বাস করিতেন এবং দক্ষিণখণ্ডবাসী শাণ্ডিল্য গোত্রীয় প্রবুদ্ধ ঘোষের সহিত পরামর্শ করিয়া এক যোগে উত্তররাঢ়ীয় কায়স্থসমাজে মিলিত হইয়াছিলেন : উত্তররাঢ়ের উত্তরসীম। “পাগলান্ত উত্তর প্রদেশ” বলিয়া নির্দেশ করা হইয়াছিল। হিলোড় গ্রামের উত্তরে এই পাগল। নদী প্রবাহিত হইতেছে, হিলোড়া ও যাজিঞ্জাম বরেন্দ্র কায়স্থপ্রধান স্থান ছিল । উত্তররাঢ়ীয় কায়স্থ সমাজের দক্ষিণ সীমা গুম্বা গ্রাম “দক্ষিণ কপাট” বলিয়৷ ঘটককারিকায় নির্দেশ, করা হইয়াছে। হিলোড়ার দক্ষিণ ও চুম্বার উত্তর রাঢ় দেশের এই অংশে ঐকর্ণ সম্প্রদায়ভুক্ত কায়স্থগণের বাস ছিল। বারেক্স, দক্ষিণরাঢ়ীয়, বা বঙ্গজ শ্রেণীর কায়স্থ এই স্থান মধ্যে বাস করিতেন না । এই নিমিত্ত্ব উক্ত চারিজন গৌড় কায়স্থ শ্ৰীকৰ্ণ সম্প্রদায়ভুক্ত হওয়াই সুবিধা বোধ করিয়াছিলেন। বলিতে কি সদাচারে আকৃষ্ট হইয় তাহারা নবাগত কায়স্থ সম্প্রদায়ের সহিত মিলিত হইয়াছিলেন । মসলা প্রভৃতি গ্রামগুলি নদীবেষ্টিত এবং হিজোল নামে খ্যাত একটী বিলের দক্ষিণে অবস্থিত । সম্ভবতঃ এই প্লাবন জন্ত রামদাস মাসল হইতে