পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণ্ডপ গোত্র দাসবংশ ] উত্তররাষ্ট্রীক্স কান্দ্রস্থ-কাণ্ড ১২০১ উঠিয়া গিয়া অপেক্ষাকৃত উচ্চ ভূমি কুণিয়া গ্রামে বাস করিয়াছিলেন। এই গ্রাম মাসল হইত্তে প্রায় ৬ ৭ ক্রোশ উত্তর-পশ্চিম ও থান খড়গ্রামের এলাকায়, সিদ্ধেশ্বরী গয়েসপুরের নিকট, এড়োয়ালি গ্রামের দক্ষিণ। এখনও তথায় রামদাসের পুষ্করিণী ও বাসভূমির চিহ্ন বিদ্যমান রহিয়াছে। ঘনশ্যাম মিত্র কাপ্তপ দাস সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন— *প্রথমে বলিব গুন কাগুপের গাই । কুণিয়া হইতে রামদাসের স্বত্র যে ষে ঠাই ॥ গজদানী রামদাস খ্যাত কুণিয়া বাস। তাহার স্বত্র করেন ছয় গ্রামে নিবাস ॥ বাতড়ি বড়ার লিখি আর ঝিকরহাট। পীলসম মাসল কুণিয় কটু ছয় বাট । ইহার পর ভাব ছাড়া আছে যত জন। কটুর কটু মহাকটু করি যে গণন ॥ প্রথমে বলিব অম্ল পরশিলে দাস । তার পর দধি গাই বিশ্বাসে প্রকাশ ॥ আটঘরিয়া কোঙরডা মহী দাসপাড়া । গোকৰ্ণ গোময়হাটী বট সব কি ছাড়া ॥ সিয়াঘরিয়া কুমুম হাতো উচিপুর। কটুর কটু মহাকটু কুল করে চুর।” অদ্য মতে-= “আটঘরিয়া কোঙরড মহী দাসপাড়া । গোময়হাট সনকপুর আর হাতোড় ॥ অম্নগ্রাম বা ভাঙা লিখি আর সিয়াঘর। কুসুমা উচিপুর আদি সকল সোণার ॥ দধিটি সমেত দেখ বিশ্বাস মহাশয় । এই সকল গ্রাম কাশুপ আলয় ॥” অভিরাম গ্রামগত কক্ষ সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন— “বাতড়ি বড়ার ঝিকরহাট পীলসম মসলা। কুণিয়া লইয়৷ এই ছয়খান কাগুপে আসল ॥ পাঁচখন লিখিয়ে তায় করণ কারণ সার । কুণিয়া শুনিয়া ভাল মতে কবিয়ে বিচার ॥ রামদাস কুঞ্জরদানী তবে গোট ঘর। ভাব সরসি মহী সপ্ত পঞ্চ খাসা দধি পর। অম্নাদি অপর কটু যুথে মাজ নয়। নিজে কুণিয়া খাসা খোলে পরে ভাসা বয় ॥ কুণিয়া সঙ্গ গিধিনা দধি গোকৰ্ণ গোময় । দাসপাড়া আটঘরিয়া কুসুমাতে রয়। র্কেীয়রড মণির বট বট সনকালয় । উচদেয়ারি ওঁছ। কোগ। কুণিয়া কয় ॥ বড়ারে নাহিক ভাব বাতড়ি বড়গাঞি । পীলসমাতে চণ্ডীদাস কুলে দিল ঠাঞি | মসলা মলিন কিছু হাল হাসিলে লিখি । ঝিকরহাট সমভাব পুরুষ নাহি দেখি । পরে শ্রবণ কটু যত ঘর কাশুপ বোলান। যুহাকে কুণে না গণেন সেও কুণে হইতে চান। কুণিয়া বড় আসল দড় না করে পরশ । করে ধরিয়া লিখে লও গাঞি একাদশ ॥ • বড়ার গোকৰ্ণ সিজা কুমুম হলদি । গোময়হাটি অন্ন গ্রাম হাতোড়া অবধি ॥ কোগ দেওয়ারপুর উচিপুর আলয় । শ্ৰীকরণে জিজ্ঞাসিলে কুণিয়াকুণিয়া কয়। কাগুণ শ্রবণ কটু পাচকুল বৈসে। মহাকটু নিষপত্র গঞ্জি একাদশে। আসল কুণিয় কর্ণ শুনিয়া না কর পরশ করে ধরিয়া লিখে লও গাঞি একাদশ ॥ কুণিয়া বড় কই গাঞি নাম মাত্র মূলে। তাথে কত কেবা মিশাইল কুলজাগ্র কুলে।