পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBBBBB BBBB S BBBBYDBB BBBB BB SBBBBSBB র্তাহার সহোদরগণ উক্ত সম্পত্তির রকম ৮০ জানা মাত্র প্রাপ্ত হইয়াছিলেন । . বদন মিত্রের জ্যেষ্ঠ দৌহিত্র মদনচন্দ্র ঘোষ মিত্রবংশের যাবতীয় সম্পত্তির রকম loy০ তাহার সহোদরগণ সহ প্রাপ্ত হন। মদন ঘোষ বৰ্দ্ধমান কালেকটার সাহেবের দেওয়ান বা সেরেস্তাদার ছিলেন। এই স্বত্রে সেকালে তাহার ষথেষ্ট প্রতিপত্তি ছিল। কিন্তু উক্ত মদন ঘোষের দুৰ্ব্বদ্ধি বশতঃ স্বীয় সহোদর ভ্রাতৃগণকে ফাকি দিবার দূরভিসন্ধিতে লাট কুলহাস্তার কালেকক্টরীর রাজস্ব না দিয়া নীলাম করেন এবং উক্ত সম্পত্তি নীলামে বৰ্দ্ধমানরাজ খরিদ করেন। বদন মিত্রের স্থাপিত শ্ৰীশ্ৰীy রাধামোছন জীউ ঠাকুরের যে সমস্ত দেবোত্তর সম্পত্তি ছিল তাহীও বেনামী করিতে গিয়া ক্রমশঃ ঐ সমস্ত সম্পত্তি বেনামদারগণের হস্তগত হয়। এইরূপে উক্ত মদন ঘোষের শেষ আমলে তিলি ও তাহার সহোদরগণ একেবারেই নিঃস্ব হইয় পড়েন । প্রাণকৃষ্ণ মিত্র ও তাহার সহোদরগণ ধৰ্ম্মপথে চলিতেন বলিয়াই উক আর যে কারণেই হউক MBBBBB BBB BBB BBS BB BBB BBB BBBBB BB BBBS BBBB KKS ভারাক্রান্ত হইয়াছিলেন এবং ঐ সমস্ত ঋণ পরিশোধের পরও তাহদের অনেক টাকা অায়ের সম্পত্তি অবশিষ্ট ছিল | প্রাণকৃষ্ণ মিত্র মহাশয় অত্যন্ত সদাশয় ও স্বধৰ্ম্মপরায়ণ ব্যক্তি ছিলেন । বৈষয়িক যাবতীয় কৰ্ম্ম তাহার কনিষ্ঠ সহোদয় জীবনকৃষ্ণ মিত্র করিতেন। জীবনকৃষ্ণ অতি বুদ্ধিমান ও সুচতুর লোক ছিলেন। তাহার একমাত্র পুত্র কৃষ্ণচন্দ্র একমাত্র কল্প রাখিয়া লোকান্তরিত হরেন। এই কন্তীর সহিত রাইপুরনিবাসী সত্যেন্দ্রপ্রসন্নসিংহের (যিনি পরে লর্ড সিংহ নামে প্রখ্যাত হন ) বিবাহ হয়। প্রাণকৃষ্ণের দ্বিতীয় পুত্ৰ শ্ৰীনারায়ণ পারসী ও বাঙ্গালী ভাষায় বিশেষ ব্যুৎপন্ন এবং অনেক সম্পত্তি অর্জন করিয়াছিলেন । শ্ৰীনারায়ণের তৃতীয় পত্নীর গর্ভজাত দুই পুত্র গোপেন্দ্র ও নগেন্দ্ৰ বৰ্দ্ধমান জজ আদালতে ওকালতি করিতেন। গোপেন্দ্র ওকালতিতে বিশেষ লব্ধপ্রতিষ্ঠ হুইয়াছিলেন । শ্রীনারায়ণের কনিষ্ঠ পুত্র শ্ৰীকৃষ্ণগোপাল মিত্র এক্ষণে জীবিত আছেন। তিনি বীরভূমে মুখ্যাতির সহিত ওকালতি করিতেছেন । শ্ৰীনারায়ণের তৃতীয় পত্নীর গর্ভজাত প্রথম কস্তার সহিত রাইপুরনিবাসী চন্দ্রনারায়ণ সিংহের বিবাহ হইয়াছিল। চন্দ্রনারায়ণ বহুকাল ডেপুটী ম্যাজিষ্ট্রেটের কাৰ্য্য করিয়া অবশেষে কলিকাতার ষ্টীম্প কালেক্টর হইয়াছিলেন এবং গভর্ণমেণ্ট হইতে রায় বাঙ্গাচুর উপাধিও প্র প্ত হইয়াছিলেন । ৮ ও ৯ পৃষ্ঠায় বংশলত দ্রষ্টব্য ।