পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীক্স ইতিহাস [ ১৬শ অপ্যায়। من براد কিছুকাল এইরূপ সেবা করিবার পরে সীতাদেবী তাহাঞ্জিকে যথাইচ্ছা গমন করিতে আদেশ করিলেন। নন্দিনীকে বলিলেন, “তুমি ব্রজে বীরাদেবী ছিলে এবং জঙ্গলীকে বলিলেন তুমি বৃন্দাবনে বৃন্দাদেবী ছিলে ।” : “বৃন্দাবনে বীরাদেবী বৃন্দাখ্যা মা চ সংস্থিত । কলেী ভূতলমাগত্য জন্ম লব্ধ ততঃ পরম্। নন্দিনী জঙ্গলী নামী শিস্তুেতি পরিকীৰ্ত্ততে ॥” এক্ষণে তোমরা বন!শ্রয় বা বনিতাশ্রয় করিতে পাের।” গেীরগণোদে দীপিকা নন্দিনী ও জঙ্গলীকে কৈলাসে পাৰ্ব্বতীর সহচরী জয় ও বিজয়ী বলিয়া উল্লেখ করিয়াছেন। যথা-- “নন্দিনী জঙ্গলী জ্ঞেয় জয় চ বিজয়ী ক্ৰমাৎ ॥" শ্ৰীচৈতন্যচরিতামৃতে নন্দিনীকে শ্ৰীঅদ্বৈত প্রভুর শাখা মধ্যে বর্ণন করিয়াছেন। যথা— আদিখণ্ডে দ্বাদশ পরিচ্ছেদে-- 'নন্দিনী আর কামদেব চৈতন্ত দাস। ফুল্লভ বিশ্বাস আর বনমালী দাস।” ভক্তমালা গ্রন্থে তৃতীয় মালা— “নন্দিনী জঙ্গলী দুই সীতা সহচরী। পূৰ্ব্বে যেই শ্ৰীজয়া বিজয়া অনুচরী। যোগমায়া প্রতিবিম্ব উমা মায়া শক্তি। অভেদ করিয়া কহেন যোগমায়া উক্তি ॥" প্রেম বিলাস -- চতুৰ্ব্বিংশ বিলাসে— “সীতা দেবীর দুই দাগী জঙ্গলী নন্দিনী । কৃষ্ণমন্ত্রে দীক্ষণ সীতা দিলেন আপনি ॥ নন্দিনী সেবয়ে খ্রীসীতার শ্রীচরণে । জঙ্গলী তপস্ত করিতে গেলা বনে ॥” ইত্যাদি উক্ত গ্রন্থে—অৰ্দ্ধ বিলাসে “সীতার দাসী জঙ্গলী নন্দিনীর কথা ।

  • জঙ্গলীর তপ মাহাত্ম্য রাজার উদ্ধার সৰ্ব্বথা ॥”

যাহা হউক বৈষ্ণব গ্রন্থগুলি নন্ধিনীfপ্রয়া বা নদরাম সিংহকে সীতাদেবীর শিব ও দাগী বলিয়। বর্ণন করিয়াছেন। পূৰ্ব্ব পূৰ্ব্ব জন্মে নন্দিনী ও জঙ্গলী ব্রজধামে বীর ও বৃন্দ এবং কৈলাসে জয় ও বিজয়ী রূপে প্রকট ছিলেন, কিন্তু গেরিলীলা অনুষঙ্গী হইয়। তঁহার কেন পুরুষ রূপে জন্ম গ্রহণ করিলেন তাহার কোথাও উল্লেখ নাই, বরং পুরুষ রূপে জন্ম अइ१ कब्रिब डैशद्रl खेउरग्र छौश् गाङ कब्रिब्राझिशन cन दिषरब श्रडूङ खै”itथान दर्भिङ ब्रश्म्निttझ् ।