পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

": o বঙ্গের জাতীক্ষ্ম ইতিহাস [১ম অধ্যায় । গয়তার রাজা রামরায় চৌধুরী কেশমিত্র বা কেশব মিত্রবংশে কৃত্তিবাসের ধারায় মুন্দররামরায় চৌধুরী একজন বিখ্যাত লোক ছিলেন। তাহার পুত্র রঘুনাথ রায় চৌধুরী বীরপুরুষ’ বলিয়া খ্যাত ছিলেন। গঙ্গাতীরে এলাহিগঞ্জে তাহার একটা বাড়ী ছিল। রঘুনাথের সহিত ৫০ ০০ বাদশাহী সৈন্ত থাকিত, কিন্তু তিনি কোন পদে কাৰ্য্য করিতেন তাহার পরিচয় কোথাও পাওয়া যায় না । শুনা যায় তিনি জমিদারদিগের নিকট হুইতে রাজস্ব আদায় করিয়া সরকারে দাখিল করিতেন । রসড়ার সানন্দ ঘোষের কনিষ্ঠ পুল্ল রামজীবন ঘোষের কস্তার সহিত রঘুনাথের বিবাহ হইয়াছিল । তাহার এই পুত্র –রামরাম রায় চৌধুরী ও ভবানী রায় চৌধুরী । বালিয়ার শ্ৰীধরসিংহ ব"শের বিখ্যাত রঘুনাথ সিংহের কন্যার সহিত রামরাম রায় চৌধুরীর এবং কান্দী জীবধর বিষ্ণুদাস বংশে দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহের খুল্লপিতামহ মধুসিংহের BBB BBB BBB BBB BBB BBS BB BBBBB BBB BB BBB S “কুলে ভবানী গয়তাবাসী । মধুর কুলে মধুর হাসি ॥” উক্ত কারিকায় দেখা যাইতেছে, বিবাহকালে ভবানী রায় গয়তায় বাস করিতেছিলেন । কেহ কেহ বলিয়া থাকেন, রামরায় বেলুন হইতে গয়তায় আসিয়াছিলেন । কিন্তু রঘুনাথ রায়ের বেলুন বাস ত্যাগ করিয়া গীতায় লাস করার প্রবাদই ঠিক বলিয়া মনে হয় । এ সম্বন্ধে মিত্রবংশের কারিকায় দেখা যায়-- “বেলুন হ’তে গয়ত লিখি দুই একই ঘর ” যাহা হউক, গয়তাবাসের কারণ বেলুন মধ্যে রঘুনীপ রায়ের যে বাসভূমি ছিল যাহা এক্ষণে সেরেস্তায় চকমুরারিপুর নামে লিখিত হয় তাহার পরিমাণ তাহার অবস্থার সহিত তুলনায় গৃহাদি নিৰ্ম্মাণের পক্ষে যথেষ্ট ছিল না। জ্ঞাতিগণের সহিত বিরোধ করিয়া বলপূৰ্ব্বক তাহদের বাসভূমি অধিকার করা অপেক্ষ অন্তর গিয়া প্রশস্ত বাস ভবন নিৰ্ম্মাণ করা যুক্তিযুক্ত বিবেচনা করি রঘুনাথ গয়তায় বাস করেন । i রঘুনাথের পুত্র রামরায় বাঙ্গালী সন ১০৪৬ সালে অর্থাৎ ইংরাজী ১৬৩৯ সালে জন্মগ্রহণ করিয়াছিলুেন। তিনি স্বনামখ্যাত পুরুষ ছিলেন। সুদীর্ঘ ১১৫ বৎসর জীবিত থাকিয়া তিনি বহু কীৰ্ত্তি রাখিয়া গিয়াছেন । বাদশাহ তরঙ্গজেবের সময়ে তিনি কয়েকট পরগণার কানুনগোই নিযুক্ত হইয়াছিলেন ও উত্তররাঢ়ের জমিদারগণের নিকট হইতে রাজস্ব আদায় করিয়া সরকারে দাখিল করিতেন। তৎকালে বাঙ্গালার রাজধানী ঢাকায় স্থানান্তরিত BBBBBBS BB BBBB BBBBBBKKBB BBBS BBB BBB gBBB BBBS করিতে লাগিণেম এবং কেই কে বা স্বাধীন রাজা হইবার চেষ্টা করিতে লাগিলেন। বীরকিটি বা বীরখেতির রাজা উদয়নারায়ণ অত্যন্ত প্রবল হইয়া উঠিলেন । লগরের রাজাও কম শক্তিশালী ছিলেন মা। তাহণদের আদশে অনেক ক্ষুদ্র জমিদার রাম রাকে অগ্রাহ করিতে