পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DBBBBB BBBBBS BuBu BBBBSBBB SYD প্রদান করিতেন বলিয়। কুওট প্রশস্ত করা হইয়াছিল। একদা একটা সাধু অর্থলোভে উক্ত স্থান খনন করেন। কিন্তু তিনি অর্থের পরিবর্তে রাশীকৃত ভষ্ম দেখিতে পাইয়া পুনরায় মৃত্তিকাদ্বারা খনিত স্থান পূরণ করেন ও স্বীয় দুগ্ধৰ্ম্মের প্রায়শ্চিত্ত স্বরূপ উক্ত স্থানে এক সহস্ৰ গে আনাইয়া তৃণ ও অন্নাদি খাওয়াইয়া গোসেবী করেন। রাম রায়ের দুইটা পুত্র আনন্দচন্দ্র রায় লেপুরী ও উদয়চন্দ্র রায় চৌধুরী রাম রায়ের জীবনকালেই পরলোক গমন করেন। উদয়চন্দ্র অপুত্রক ছিলেন । আনন্দচন্দ্রের এক মাত্র কস্তা ভৈরবীদেবীর জামুয়া মুলোবাড়ীর কৃষ্ণচন্দ্র সিংহের সহিত বিবাহ হয়। বাঙ্গলা সন ১১৩২ সালে একখানি দানপত্র দ্বারা রামরায় কৃষ্ণচন্দ্রকে গয়তার বাড়ীর কিয়দংশ দান করিয়াছিলেন । কৃষ্ণচন্দ্র নবাব সরকারে কৰ্ম্ম করিতেন। একখানি পুরাতন কাগজে দেখা যায়, কৃষ্ণচন্দ্রের জ্যেষ্ঠপুত্র রামকুমার সিংহ নবাব সরকার হইতে পরগণা সাহাজাদপুর দশ বৎসরের জন্ত বন্দোবস্ত লইতেছেন। ১১৪১ সালে ১৫০ • ০৯, ১১৪২ সালে ১৬০০ ০৬, ১১৪৩ সালে ১৭• • • ও ১১৪৪ সালে ১৮• • • টাকা ও তৎপরে ১১৫০ সাল পর্যন্ত প্রতি বৎসর ১৮• • • টাকা মাল গুজারি দিবার কথা উল্লেখ আছে। উক্ত রামগোপাল বা নকড়ির বংশ নাই । ভৈরবীর অপর দুই পুত্র দেবীপ্রসাদ ও রামশঙ্করের বংশধরগণ এক্ষণে গয়তার বাড়ীতে বাস করিতেছেন । সন ১১৬১ সালে রামরায় পরলোকগমন করেন। তখন র্তাহার কনিষ্ঠ পুত্রবধু রাণী পীতাম্বরী চৌধুরাণী তাহার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হইয়াছিলেন। তাহার অনুজ ভবানী রায়ের পুত্র রাজচন্দ্র চৌধুরী জ্যেষ্ঠতাতের নিকট হইতে সম্পত্তি বিভাগ করিয়া লইয়া জেন্দুরী গ্রামে বাস করিতেন । তথায় এখনও তাহার বাড়ী রাজার বাড়ী বলিয়া খ্যাত রহিয়াছে ও একটী শিবমন্দির আছে। রাণী পীতাম্বর ১১৬৮ সালে এলাহিগঞ্জের বাড়ীতে পরলোকগমন করেন । তৎকালে র্তাহার নিকটে ভৈরবীর দুই পুত্র দেবীপ্রসাদ ও রামশঙ্কর এবং রাজচন্দ্র রায়ের দুই পুত্র ফতেচাদ ও বুলচাদ উপস্থিত ছিলেন। রাণী উভয় পক্ষকে ডাকিয়া বিবাদ করিতে নিষেধ করেন এবং ষোল আন সম্পত্তির ॥• আনা ভৈরবীর পুত্রদ্বয়কে ও ॥• আনা রাজচন্দ্রের পুত্রদ্বয়কে লইতে বলেন। কিন্তু কাৰ্য্যতঃ তাহ হইল না। ফলে সদর নিজামতে মোকদম উপস্থিত হইল। দীর্ঘকাল এই মোকদ্দমা চলিতে থাকায় ক্রমশঃ সম্পত্তিক্ষয় আরম্ভ হইল। সন ১২০১ সাল পরগণা সাহজাদপুর ও কতকগুলি ভাল ভাল সম্পত্তি নীলাম হইয়া যায়। যাহ অবশিষ্ট ছিল, ক্রমশঃ নষ্ট হইতে থাকে। এক্ষণে আর কোনও সম্পত্তি নাই। ফতেচাদের পুত্ৰ বেণীচাঁদ তাহীর মাতৃশ্ৰাদ্ধে দানসাগর করিয়৷ পুরোহিতকে ৬৪ বিঘা নিষ্কর ভূম দান করিয়াছিলেন, এখনও সেই দানপত্র দেখা যায়। ক্ষত সেটেলমেণ্ট কালে রাজা রামরায়ের ও র্তাহার ভ্রাতৃবংশীয়গণের প্রদত্ত নিষ্কর দেবত্র, ব্ৰহ্মত্র, মহত্রাণ এবং পীরোত্তর ভূমির অনেক দানপত্র বাহির হইয়াছিল। * * রামরায়ের জ্যেষ্ঠ কস্তার বিবাহ কান্দী প্রভাকর বংশে হরিদাস সিংহের সহিত হইয়াছিল।