পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীক্স ইতিহাস [ ১ম অধ্যায়। بيt< দেশমিত্রের ধার কালুহার মিত্রবংশ রঙ্গ মিত্রের ৯টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ কেশব বা কেশমিত্র বেলুন গ্রামে বাস করিয়াছিলেন। মধ্যম পুত্র নারায়ণ, চতুর্থ গঙ্গাধর ও ষষ্ঠ দ্বৈপায়ন হিলোড়ায়, তৃতীয় পুত্র দেশমিত্র কালুহায়, পঞ্চম পুত্র গরুড় কুড় মগ্রামে, সপ্তম পুত্র ঈশান কাচনায় ও সৰ্ব্ব কনিষ্ঠ পুত্র কুলপতি গোমতী বা গুমতী গ্রামে বাস করিয়াছিলেন। অষ্টম পুত্ৰ শুভঙ্করের বংশধারা নাই । কোনও মতে দেশ মিত্র বেলুন হইতে মেহগ্রামে গিয়া বাস করেন ও পরে কালুহাগ্রামে গিয়াছিলেন। এই কালুহা গ্রাম মেহগ্রামের এক ক্রোশ দক্ষিণে অবস্থিত। এই গ্রামের নাম ঘটককারিকায় কোথাও কালুয়া এবং কোথাও কাম্বা লিখিত দেখা যায়। ক্রমশঃ এই কালুয়া কালুহা শব্দে পরিণত হইয়াছে। এই গ্রামে এক ব্রাহ্মণবাড়ীতে কৃষ্ণ ও বলরাম বিগ্রহের সেবা রহিয়াছে। সাধারণতঃ এই বাড়ীতে কেহ কালুয়ার পাঠ এবং কেহ বা কেলে রায়ের পাঠ কহিয়া থাকে । এই বিগ্রহের নামানুসারে গ্রামের নামকরণ হইয়াছিল কি না বলা যায় না । দেশ মিয়ের পুত্র কুতুহল মিত্র নিয়োগী উপাধি লাভ করিয়াছিলেন, তদবধি তাহার বংশধরগণ নিয়োগী উপাধি বহন করিয়া আসিতেছেন । অৰ্জ্জুন মিত্র রাজকৰ্ম্ম করিয়া ‘রায়’ উপাধি লাভ করিয়াছিলেন, এজন্য র্তাহার বংশধরগণ কেহ কেহ রায়, কেহ বা নিয়োগী ও কেহ বা মিত্র লিখিয় থাকেন । এই বংশে ব্ৰজমোহন মিত্র বিশেষ বিখ্যাত লোক ছিলেন । তিনি চাকরির অন্বেষণে বাহির হইয়। প্রথমে দিনাজপুর রাজধানীতে একটী সামান্ত মুহুরীর পদে নিযুক্ত হইয়াছিলেন ও স্বীয় প্রতিভাবলে ক্রমশঃ উন্নতি করিয়া শেষে দেওয়ান ও বিশেষ সম্মানের পাত্র হইয়াছিলেন । এই অবস্থায় তিনি ‘রায় সাহেব’ উপাধি লাভ করেন। তৎকালে দিনাজপুর রাজ্যের অধিকার বহু বিস্তীর্ণ ছিল এবং আয়ও তদনুরূপ ছিল। ব্রজমোহন এই দেওয়ানী কাৰ্য্যকালে কালুহার পাশ্ববৰ্ত্ত বহু সম্পত্তি ক্রয় করিয়াছিলেন। বাড়ীর পাশ্বে একটা দীঘিকা খনন করাইয়া স্বীয় উপাধি অমুসারে তাহার নাম ‘রায়সাগর’ রাখিয়াছিলেন । ধৰ্ম্ম বিষয়েও মিত্র মহাশয়ের বিশেষ অংস্থা ছিল । দুর্গোৎসব এবং ৮ভুবনেশ্বরী ও ৮বাশুলী দেবার পুজা স্থাপন করিয়য়ছেন । ৮লক্ষ্মীনারায়ণদেব প্রতিষ্ঠা করিয় তাহার নিত্যসেবার জন্য উপযুক্ত দেবত্র সম্পত্তির ব্যবস্থা করিয়া গিয়াছেন। এই লক্ষ্মীনারায়ণ ঠাকুর পূৰ্ব্বে দিনাজপুররাজ বাটতে গ্র তষ্ঠিত ছিলেন। ব্ৰজমোহন যে সময়ে তথায় দেওয়ান ছিলেন তৎকালে একদিন তাহার প্রতি স্বপ্নাদেশ হয় যে, “তুমি আমাকে নিজ বাটতে লইয়া গিয়া প্রতিষ্ঠিত কর।” এই স্বপ্নাদেশের পর পূজারী ব্রাহ্মণের সাহায্যে নিজ বাট কালুছ গ্রামে vলক্ষ্মীনারায়ণ শালগ্রাম জানয়ন করিয়া প্রতিষ্ঠিত করেন। কথিত আছে, রাজবাটীতে একটা দুগ্ধবতী ♥ ♥ ♥ጓ: ጭነቑofiቆስኅ: কুলপতিঃ গোমতীশ্বর ן" ( प्रशं)