পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্ৰগোত্র মিত্রবংশ। ] উত্তররাষ্ট্রীক্স কাঞ্জস্থ-কণ এa a> গোকর্ণের মিত্রবংশ গোকৰ্ণ উত্তররাঢ়ের মধ্যে একটা গণ্ডগ্রাম, কান্দী হইতে বহরমপুর যাইবার পথে অবস্থিত । প্রাচীন কর্ণসুবর্ণ হইতে অধিক দূর নহে। উত্তররাঢ়ীয় কায়স্থ মধ্যে অনেকেই পুৰ্ব্বে এখানে বাস করিয়াছিলেন। মিত্রবংশ মধ্যে পুরুষো ওম মিত্রের তৃতীয় পুত্র এবং কোচমিত্র ও বটমিত্রের ভ্রাত বাচস্পতি মিত্র প্রথম এখানে বাস করেন । কুলগ্রন্থে লিখিত রহিয়াছে—“গোকৰ্ণগ্রামমায়াতে বাচস্পতি রুদণরধীঃ ” তাহার পুত্র বামনের বংশধর গণ কেহ কেহ গোকর্ণে রহিলেন এবং কেহ বা স্থানান্তরে গমন করিলেন । কেহ বলেন, রঙ্গমিত্রের পঞ্চম পুত্র গরুড় মিত্রও গোকর্ণে বাস করেন । এই দুই বংশই গোকর্ণের মিত্র বলিয়া পরিচয় দিয়া থাকেন। কিন্তু অনেকে পরিচয়ে গোল করিয়াছেন। একই ধারা কোনও কাগজে বামনের বংশ এবং কোথাও বা গরুড়ের বংশ বলিয়া লিখিতেছেন । এই দুই বংশের অধিক কাগজ পাওয়া যায় নাই। যাহা পাওয়া গিয়াছে, তাহা হইতে বংশলত। দেওয়া হইল। গরুড় মিত্র কুড় মগ্রামে বাস করিয়াছিলেন ও র্তাহার বংশধরগণ তথায় বাস করিতেছেন। সুতরাং গোকর্ণের মিত্রগণ সকলেই বাচস্পতি মিত্রের বংশধর এ বিষয়ে সন্দেহের কারণ থাকিতে পারে না । কামু (কিমু ) রামের বংশধর নবকান্ত মিত্র কার্য্যোপলক্ষে পৈতৃক বাসস্থান গোকৰ্ণ হইতে মালদহ জেলায় হাসিয়া বিষয়সম্পত্ত্বি অর্জন করিয়া এখানে বাস করিতে থাকেন। র্তাহার কনিষ্ঠ পুত্ৰ কালীপ্রসাদের ৬ গঙ্গার প্রতি প্রগাঢ় ভক্তি ছিল । সেকালে খরস্রোত গঙ্গানদী বর্ষাকালে দুকূল ভাঙ্গিঃ গ্রামগুলি নিজগর্ভে নিমজ্জিত করিতেন, সেই সময় কালীপ্রসাদের পৈতৃক বাড়ী গঙ্গাগৰ্ভগত হওয়া সত্ত্বেও তিনি পুনঃ পুনঃ একাদিক্রমে সাত বার স্থান · ইতে স্থানান্তরে, এ গ্রাম সে গ্রাম করিয়াও গঙ্গাতীরেই পাড়ী নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। সাতবারই তাহার বাড়ী গঙ্গাগৰ্ভগত হওয়ায় বহু অর্থ নষ্ট হইয়াছিল, তখন তাহার জ্যেষ্ঠ পুত্র কুঞ্জবিপ্লর পিতার ইচ্ছার বিরুদ্ধে গঙ্গাতীর হইতে ৭ ক্রোশ দূরে খিদিরপুরে বাসস্থান নিৰ্ম্মাণ করাইয়। কতক আত্মীয়স্বজনকে আনাইয়া বাস করাইবার সুব্যবস্থা করায় বৃদ্ধ কালীপ্রসাদ পুত্রে বিষয়বুদ্ধির ও দূরদর্শিতার প্রশংসা না করিয়া বরং অসন্তুষ্টই হইয়াছিলেন। তিনি নুতন বাড়ীতে বাস না করিয়া বৎসরাবধি গঙ্গাবক্ষে বজরাতে বাস করিতে থাকেন । সেই সময় তাহার দ্বিতীয় পুত্র রাসবিহারী দিনাজপুর ম্যাজিষ্ট্রেট আদালতে উচ্চপদস্থ কৰ্ম্মচারী ছিলেন, তিনি ফার্সিও সংস্কৃত ভাষায় বিশেষ অভিজ্ঞ ছিলেন, ইংরেজ রাজপুরুষেরা তাহার নিকট ফার্সি ও বাঙ্গল ভাষা শিক্ষা করিতেন। রাসবিহারী পরম বৈষ্ণব ছিলেন। র্তাহার তৃতীয় পুত্র যাদবচন্দ্র দিনাজপুরে ওকালতী কুরিতেন, ইহাদের সনিৰ্ব্বন্ধ অনুরোধে’ কালীপ্রসাদ দিনাজপুরে আসেন। কিন্তু হঠাৎ ੇ হওয়ায় কুঞ্জবিহারী তাহাকে খিদিরপুর লইয়া গেলে পীড়াবৃদ্ধি হইয় তাহার মৃত্যু হব । মৃত্যুর সময় তিনি প্রকাশ করিয়াছিলেন যে