পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্ৰগোত্র মিত্রবংশ । ] উত্তররাষ্ট্রীষ্ম কাক্সস্থ-কাণ্ড Հ)c; গুমতার মিত্রবংশ রঙ্গ মিত্রের কনিষ্ঠ পুত্র কুলপতি মিত্র বেলুন হইতে গিয়া গোমতী বা গুস্থত। গ্রামে বাস করেন । এই গ্রাম বীরভূম জেলার অন্তর্গত সাইপিয়া ষ্টেশন হইতে প্রায় তিন মাইল উত্তরপুৰ্ব্বে এবং কুণ্ডল গ্রামের নিকটে অবস্থিত । এই বংশে সুবিখ্যাত কুলজ্ঞ ঘনশ্যাম মিত্রের জন্ম হয় । ঘনঙ্গম সম্বন্ধে প্রবাদ রছিয়াছে যে একদা মাড়কোলার চৌধুরীদের বাড়ীতে কোনও বজ্ঞ উপলক্ষে কান্দী, পাঁচখুপী প্রভৃতি স্থান হইতে বহু কুটুম্ব সমবেত হইয়াছিলেন । এই উপলক্ষে ঘনগ্রামও তথায় গিয়াছিলেন । কৰ্ম্মকৰ্ত্ত বিশ্বনাথ চৌধুরী ভোজনার্থ উপবিষ্ট স্বজাতিগণের প্রত্যেকের পরিচয় দিবার কালে দরিদ্র ঘনশ্যামকে দেখিয়া তাহাকে নিমন্ত্রিত কুটুম্ব বলিয়া পরিচয় দিতে লজ্জ বোধ করিলেন ও অপমানিত করিয়া পংক্তি হইতে উঠাইয়া দিলেন । এই অপমান ঘনশ্লামের হৃদয়ে শেলসম বিদ্ধ হইল । তিনি আর গৃহে ফিরিলেন না, বৈদ্যনাথধামে গিয়া এই অপমানের প্রতিকার কামনায় ধরণ দিলেন । স্বপ্নে তাহার প্রতি আদেশ হয় যে তিনি সমাজে যাহাকে বড় রাখিবেন তিনি বড় রহিবেন এবং যাহাকে ছোট করিবেন তিনি ছোট হইবেন । নিজ পরিচয় সম্বন্ধে ঘনশুমে লিখিয়াছেন— “মিত্ৰকুলে জন্ম আমার গোমতীতে বাস, ঘনষ্ঠাম নাম ধরি শ্ৰীকরণের দাস ৷ নিরাবিলের প্রাণ আমি ভঙ্গ কুলের অরি। শ্ৰীকরণের করণ কারণ তুল্য মূল্য করি ; ” সৰ্ব্বপ্রথমে তিনি মাড়কোলার চৌধুরী বংশের সম্বন্ধে লিখিলেন – “অমৃত পিয়াব বলি গেলাম মণ্ডলকুলার রস । কেনাই তাহাতে আছে কে তাহার সরস ॥ কেনাই লইল ভে জের মেলা, মোনাই লইল ছাড়ি। মোট পণে কুল খেচুড়ি মণ্ডকুলার বাড়ী । যখন মহাকুল-কুলোদ্ভব প্রবেশিলেন বাড়ী। তার মধ্যে ঘুরে বেড়ায় খড়গপুরে দাড়ী । যখন পূর্ণ দিতে পূর্ণ আইলা পূর্ণ হইল জয় । ঠাকুরস্বত্র লেখকার ভাব কিছু নয়।” ইহার অর্থ এই যে বিশ্বনাথ চৌধুরী খড়গপুরের রাজবাড়ীতে কৰ্ম্ম করিতেন। উক্ত রাজবংশ মুসলমানধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন । নিমন্ত্রণ উপলক্ষে তাহদের লোকজন বিশ্বনাথের বাড়ী আসিতেন। মুসলমানের সংসর্গ জন্ত ভঙ্গকুল’ বলিয়া ঘনশ্যাম প্রথমেই বিশ্বনাথ চৌধুরীর প্রতি এই বাণ প্রয়োগ করিলেন। পরে তিনি অন্তান্ত বংশের কী রক লিখিয়াছিলেন এবং সমাজে বিশেষ আদর পাইয়াছিলেন। বালিয়া শ্ৰীধরবংশে বলভদ্র সিংহের ধারায় রাজারাম সিংহের সহিত ঘনশ্যামের একটি কন্ঠার বিবাহ হয়। রাজারামের পুত্র শুকদেব সিংহ মাতামহের দৃষ্টান্তের অনুগামী হইয়া বহু কারিকা রচনা করিয়াছিলেম। তিনি অনেক স্থলে "ঘমুর নাতি' বলিয়া আত্মপরিচয় দিয়াছেন। যশোর চাচড়ার রাজা ঘনশ্যামকে ও শুকদেবকে বিশেষ আদর করিতেন। যশোর জেলায়ু স্বীয় অধিকার মধ্যে শুকদেবকে সংসারস্থাত্রা নিৰ্ব্বাহোপযোগী সম্পত্তি দিয়া পুডাপাড়া গ্রামে বাস করাইয়া