পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্তম আখ্যাঙ্ক পাটুলির দত্তবংশকারিক কবিদণ্ডের দ্বিতীয় পুত্র দামোদর, তংপুত্র হরিহর ও হরিহরের পুত্র ঈশ্বর । ঈশ্বর দত্ত্বের দুই পুত্র কৃষ্ণ বা কেশদত্ত এবং বিষ্ণু বা বিশু দত্ত । এই কেশদত্ত হইতে পাটুলির দত্তবংশ এবং বিশু দত্ত হইতে দিনাজপুর-রাজবংশের পূর্বপুরুষের জন্ম হয়। কেশদত্ত সম্বন্ধে ঘটক কারিকায় লিখিত আছে--- “কেশেতে দ্বারকনাথ, শ্ৰীমুখ জন্মিল৷ তাথে । সহস্রাক্ষ উদয় মূল, পাটুলি গমনে কুল । কেশে উদয় বংশ ভসি, জয়ানন্দ রূপ কাশী । শিবরাম সভার অনু, জয়ানন্দ পঞ্চ তনু । সৰ্ব্বজ্যেষ্ঠ রা নাথ, তাথে লিখি বংশপাত । রাজীব রাঘব ভূবিখ্যাত, মহাদেব গোপাল সাত। রাজীবকুলে ভবানন্দ, ধারা বেদ ছিল বন্দ রামশরণ কাশীশ্বর, হব কল্প তার পর । ভূ রাঘবে বাঢ়ে পুণ্য, তাথে যুগল বংশ ধন্ত । রামেশ্বর বাসুদেব, রামেশ্বরে রঘুদেব । মুকুন্দ রামকৃষ্ণ পরে, গোবিন্দদেব রঘুর ঘরে । মুকুন রাষে তিন জন, কৃষ্ণচন্দ্র বৃন্দাবন । BBBBB BBB BggS gBBBg gg ggBS BBB BB BBS gBB BBB শেষে দেখি । BBBBB BBBBS BB BBB BB BBBS BBBB BBYSBBBB BBBB S BBggD BBBBBS BB BB BBBBBS BBBBB BB BBS BBBBBB BB BBS রঘুনন্দন অগ্রগণ্য, কল্যাণ রাঘব খংশ"ন্ত । রঘুনননে কৃষ্ণরাম, পূৰ্ব্ব পক্ষে রাজারাম। কৃষ্ণে শূন্ত রাজীব স্বত্র, গৌরী ভবানী যুগল পুত্র । গোপালে কেবল রঘুনাথ, তাথে পঞ্চ বংশজাত । রামদেব চানাপায়, বিনোদ নবু দেবু রায়। রামদেবে বিদ্যtধর, রামনাথ তার পর । চান্দ পরাণে শূন্ত দেখি,বিনোদ রায়ে দুই লিখি। দুর্গারণ দুলাল ডাকে, রামহরি নরুর পাকে। রামকুমার দেবুর অংশ, কয়্যা দিল গোপাল বংশ। রূপে এক রামচন্দ্র, তাথে নেত্র ধারা বন্দ। দেবিদাস ভূণাদইস, লক্ষ্মীকান্ত জগদীশ। দুই দুই তিনে পাই, পুতি অনুজে বংশ নাই। বিশ্বনাথ রামানন্দ, বীরেশ্বর রামগোবিন্দ * রাম রাম গোপাল দাত, অন্নদানে যার কথা । বিশ্বনাথে বংশ থুই, কৃষ্ণজীবন কমল দুই । বীরেশ্বরে দুই খ্যাত, জগন্নাহরি উভয় মাথ । রাম রামে দুই কায়, রামকান্ত কৃষ্ণ রায় । কাশীনাথে বিশ্বেশ্বর, বৈদ্যনাথ তার পর । ব্ৰহ্মশাপে বংশহত, কয়া দিল শ্রত মত ॥” ঘনশুমে লিঘিয়াছেন,--- 拳》 "কেশে উদয় দেশে ডাক, শেষে উদয় কুলে পাক। পাটুলি গমন কুল, শঙ্কর সবার মূল।