পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

gSల ৰঙ্গের জাতীক্স ইতিহাস [ ०ा चक्षriश्च । দর্পনারায়ণ একজন মুচতুর ও কৰ্ম্মদক্ষ লোক ছিলেন। নবাব মুর্শিদকুলিখা তখন বাঙ্গল, বেহার ও উড়িষ্যার দেওয়ান এবং পরে সুবাদার নিযুক্ত হইয়াছিলেন। বাঙ্গলার ইতিহাসে এই মুর্শিদকুলিং ও দর্পনারায়ণ রায়ের নাম চিরস্মরণীয় রহিয়াছে ও রহিবে। উভয়েই প্রতিভাসম্পন্ন ও স্বচতুর ছিলেন । অপর দিকে বহুদশী বৃদ্ধ সম্রাট আরঙ্গজেব এই দুই জনের কার্য্যেই সন্তুষ্ট ছিলেন। দর্পনারায়ণ এই সময় ‘মহারাজা’ উপাধি লাভ করিয়াছিলেন । নান। কারণে বাঙ্গল, বেহার ও উড়িষ্যার রাজধানী ঢাকা হইতে মুক্মুদাবাদে আনীত হইল এবং নবাবের নামানুসারে মুক্মুদাবাদ মুর্শিদাবাদে পরিণত হইল। প্রধান কামুনগোর সেরেস্তাও ঐ সঙ্গে মুর্শিদাবাদে অসিল। প্রথম কানুনগো দর্পনারায়ণ রায় গঙ্গার পশ্চিম পরে ডাহাপাড়ায় ও দ্বিতীয় কামুনগো জয়নারায়ণ ভট্টবাটতে স্ব স্ব বাসভূমি ও কাৰ্য্যালয় নিৰ্ম্মাণ করিলেন। দর্পনারায়ণ ডাহীপাড়ায় দুইশত পাচবিঘ ভূমির উপর প্রকাও ও সুদৃপ্ত বাড়ী নিৰ্ম্মাণ করিলেন । এই বাড়ীটিও গের্দা হাবেলী নামে খ্যাত। এই বাটীতে ৮ভুবনেশ্বরী বিগ্রহ, yলক্ষ্মীনারায়ণ শলিগ্রাম ও vগোবিন্দজীর মন্দির ও শিলমন্দির প্রতিষ্ঠা করা হয় । বহির্বাটীতে চণ্ডীমণ্ডপ নিৰ্ম্মিত হয় । পরিখা খনন করায় বাড়ীটি গড়বাড়ী নামে খ্যাত রহিয়াছে। ডাছাপাড়া হইতে কিছু উত্তরপশ্চিমে ৮কিরীটেশ্বরীর মন্দির নিৰ্ম্মাণ ও তথায় ১০৮টি শিবমন্দির ও ভৈরবের মন্দির প্রতিষ্ঠা ও কালীসাগর নামক বৃহৎ জলাশয় দর্পনারায়ণের কীৰ্ত্তি। এতদ্ব্যতীত বড়সাকো নামে একটা বৃহৎ সেতু একরাত্রি মধ্যে নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । এই সমস্ত কীৰ্ত্তি স্থাপনে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় হইয়াছিল। মুর্শিদাবাদে আসিবার প্রায় এক বৎসর পরে বাদশাহের নিকট দাখিল করিবার জন্তু নিকাশী কাগজ প্রস্তুত করিয়া মুর্শিদকুলিখা কানুনগোদ্বয়কে তাহ সহী করিতে অনুরোধ করেন। বাদশাহের BBBBBBB BBB BBBB BBB BBBBS BB BB BBBBBBB DDD BB DDS রসুমের দশ অান দপনারায়ণের ও ছয় আনা জয়নারায়ণের প্রাপ্য ছিল । আরঙ্গজেবের দরবারে এই দস্তুরির ক্রটি হইবার উপায় ছিল না। দর্পনারায়ণ রসুম বাবদ প্রাপ্য তিন লক্ষ টাকা না পাইলে নিকাশী কাগজে সহী করিতে সন্মত হইলেন না। মুর্শিদকুলিখ বলিলেন, এখন টাকা নাই, বাদশাহের নিকট হইতে ফিরিয়া আসিয় রসুমের একলক্ষ টাকা দিৰ । কিন্তু দর্পনারায়ণ ভাহাতে সন্মত হইলেন না। দ্বিতীয় কানুনগে। জয়নারায়ণ কোনরূপ প্রতিশ্রুতি না করাইয়া নিকাশী কাগজে দস্তখত করিলেন। সুচতুর মুর্শিদকুলিখা তখন দর্পনারায়ণ রাষ্ট্রের দেওয়ান বা নাক্সব কানুনগো নাটোর রাজবংশের পূর্বপুরুষ রঘুনন্দনকে নানু প্রলোভনে বশীভূত করিয়া নিকাশী কাগজে কানুনগোর মোহর দিয়া লইলেন । দপনারায়ণ নিকাশী কাগজ দস্তখং করিতে অসম্মত হওয়ায় মুর্শিদকুলিখা উস্থিার উপর জাতক্রোধ হুইয়াছিলেন। অপর দিকে ১৭০৬ খৃষ্টাব্দে মহারাজ দুপনারায়ণ রায় মহাশয় বাঙ্গল,বেঙ্গার ও উড়িষ্যার রাজস্ব বৃদ্ধি করিয়া এক কোটি ত্রিশ লক্ষ হইতে এক কোটি পঞ্চাশ