পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 বঙ্গের জাতীক্স ইতিহাস ৩য় অধ্যায় نينا8 যুদ্ধের পূৰ্ব্বে ১৭৫৭ খৃষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি তারিখে নবাবের সহিত ইংরাজের যে সন্ধিপত্র হয় সেই সময়ে প্রথম কানুনগে। লক্ষ্মীনারায়ণ রায় ও দ্বিতীয় কামুনগো মহেন্দ্রনারায়ণ । রায় উভয়েই সন্ধিপত্রের শিরোভাগে সহী করিয়াছিলেন। লক্ষ্মীনারায়ণই - বঙ্গাধিকারী বংশের শেষ কানুনগো । কান্দীর ইতিহাস বিখ্যাত দেওয়ান । গঙ্গাগোবিন সিংহ লক্ষ্মীনারায়ণের সেরেস্তায় কাৰ্য্য শিক্ষা করিতেন। লক্ষ্মীনারায়ণ” র্তাহীকে পুত্রবৎ স্নেহ করিতেন এবং সেরেস্তার সকল প্রকার- কাৰ্য্য উত্তমরূপে শিখাইয়াছিলেন। লক্ষ্মীনারায়ণের শরীর রুগ্ন হইলে স্বীয় নাবালক পুল স্বৰ্য্যনারায়ণকে গঙ্গাগোবিন্দ সিংহের হস্তে সমর্পণ করির একটি উইল করিয়া তাহীকে নাবালকের ও যাবতীয় সম্পত্তির অলি বা ট্রাষ্টি নিযুক্ত করিয়াছিলেন। লক্ষ্মীনারায়ণের মৃত্যুর পর ওয়ারেণ হেষ্টিংসের সময়ে বাঙ্গলা-বেহার-উড়িষ্যার জমি জমা সংক্রান্ত যে সকল কাগজপত্র বঙ্গাধিকারী কানুনগে। মহাশয়দের ঘরে ছিল গঙ্গাগোবিন্দ সিংহ তাহ বাহির করিয়া লইয়া যান। ওয়ারেণ হেষ্টিংস এই সুযোগে গঙ্গাগোবিন্দ সিংহকে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির দেওয়ানী পদে নিযুক্ত করেন। গঙ্গাগোবিন্দ পূৰ্ব্বোক্ত কাগজের সাহায্যে প্রথমে দশশালা বন্দোবস্ত করেন, পরে লর্ড কর্ণওয়ালিসের সময়ে চিরস্থায়ী বন্দোবস্ত করিয়ছিলেন । শেষোক্ত বন্দোবস্ত কালে গঙ্গাBBB BBB BBBBB BBBBB BBB BB BBBSBBBBS BBB BBB BB BBB BBB BBBB BBB BB BBB BB BBBBB BBBBBB BB BB BBBB BBBS লইয়াছিলেন, বাকী সম্পত্তি মধ্যে অধিকাংশই অর্থলোভে অন্তান্ত জমিদারের সহিত বন্দোবস্ত করিয়াছিলেন । স্বৰ্য্যনারায়ণ সাবালক হইয়া তাiপত্তি উত্থাপন করিয়া এক দরঘাস্ত দাখিল করিলে গবৰ্ণমেণ্ট তদুত্তরে জানাইলেন, “দেওয়ান গঙ্গাবিন্দ সিংহ দ্বারা বাঙ্গাল, বেহার ও উড়িষ্যার অীয় ব্যয়ের অনেক কাগজপত্র প্রাপ্ত হওয়ায় চিরস্থায়ী বন্দোবস্তের অনেক সুবিধা হইয়াছে এবং তাহাকে বঙ্গাধিকারী কানুনগো বংশীয় বিবেচনা করিয়া কতক সম্পত্তি তাহার সহিত বন্দোবস্ত করা হইয়াছে। আপনার পৈতৃক সম্পত্তি মধ্যে যে সকল সম্পত্তি এখনও বন্দোবস্ত হয় নাই তাহার সদর মালগুজারি কিছু কম করিয়া আপনার সহিত বন্দোবস্ত কর। হইবে। কানুনগো সেরেস্তার অন্ত যে সকল কাগজপত্র আপনার নিকট আছে তাহ দাখিল করিবেন।” এইরূপে স্বৰ্য্যনারায়ণ রায় বঙ্গাধিকারী মহাশয়দিগের অবশিষ্ট সমুদয় কাগজপত্র গবর্ণমেণ্টের হস্তে অর্পণ করিলেন। গবর্ণমেণ্ট তাহাতে বিশেষ উপকৃত হইয়'কিছু সম্পত্তি র্তাহীকে কমমূল্যে বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন । এতদ্ব্যতীত কানুনগো পদ উঠিয়া যাওয়ায় । BBBBBBB DB BBBBBBB BBBB BB BBBB BBB BBBBBS BBBBBBB মৃত্যুর সময় তৎপুল চন্দ্রনারায়ণ রায় নাবালক ছিলেন। তিনি উক্ত সম্পত্তির ও মাসস্থারার উত্তরাধিকারী হইলেন । এই সময়ে গৃহবিবাদ উপস্থিত হয়। চন্দ্রনারায়ণের জনৈক জ্ঞাতি ভ্রাতা বক্রনাথ রায় পূৰ্ব্ব হইতে এষ্ট্রেটের ম্যানেজার ছিলেন এবং সাধ্যমত এষ্টেটের অনেক হিতসাধন করিয়াছিলেন। চন্দ্রনারায়ণের মাতুল রায় রাধামাধব ঘোষ, ম্যানেজার হইবার