পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্র গোত্র মিত্রবংশ । ] উ গুররাষ্ট্রীক্স কাশ্লস্থ-কাণ্ড Coq ব্যাপারের বিষয় বর্ণন করিলে রাজা মোহিত হইয়া মহাপ্রভুর সেবা পরিচালন জগু যথেষ্ট ভূমি সম্পত্তি দিবার প্রস্তাব করিয়া পাঠান । ভজনসাধনের অসুবিধা হইবে বলিয়া হরেকৃষ্ণবল্লভ বিষয় গ্রহণে অসম্মতি জানাইলেন । পুনঃ পুনঃ অনুরোধের পর হরেকৃষ্ণবল্লভ সম্মতি দান করিলে রাজা ৭০০ বিঘা নিষ্কর দেবত্র দান করিলেন। এই ঘটনার পর তাহার ২৪ জন করিয়া শিষ্য হইতে লাগিল । ব্রাহ্মণ কায়স্থ সকল জাতিই তাহার শিষ্য হইল এবং তখন হইতে তাহার নাম হইল মিত্র-ঠাকুর। এখনও মিত্র ঠাকুরের বংশধরগণের অনেক শিষ্য রহিয়াছে। তবে তাহারা এখন আর ব্রাহ্মণ-শিষ্যকে দীক্ষা প্রদান করেন না। মহাপ্রভূর সেবাপূজা ও ভোগাদি এক্ষণে ব্রাহ্মণ দ্বারা নিৰ্ব্বাহ হইয়া থাকে। কায়স্থজাতির নিকট ব্রাহ্মণ-কায়স্থাদি সকল বর্ণই দীক্ষা গ্রহণ করিয়াছিলেন এবং স্বয়ং মহাপ্ৰভু প্রেমে এতই আকৃষ্ট ছিলেন যে ডাকিবামাত্র একজন কায়স্থসন্তানকে পুনঃ পুনঃ স্বপ্নে দেখা দিতেন । একথা সাধারণের বিশ্বাসযোগ্য ন হইতে পারে। কিন্তু মিত্রঠাকুরগণের এখনও বহু ব্রাহ্মণ শিষ্য রহিয়াছে এবং নগরের রাজা যে ৭• • বিষা দেবত্র ভূমি দান করিয়াছিলেন, তাহাও মিত্ৰঠাকুরগণ এখনও সেবায়ত্রপে ভোগ করিতেছেন, সুতরাং পূৰ্ব্বোক্ত ব্যাপার কখনও মিথ্য হইতে পারে না ! মহাপ্রভুর পর্ষদ কুলাই ঘোষবংশীয় বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ ও মাধব ঘোষ অসাধারণ সাধক ছিলেন। তৎপরে শ্ৰীল নরোত্তম ঠাকুর ও বড় কান্দরার শ্ৰীজয়গোপালদাসঠাকুর বহু ব্ৰাহ্মণ ও কায়স্থ শিষ্য করিয়াছিলেন । বগুড়া জেলার মেলা গোপীনাথপুরে সিংহুপ্রিয়বিংশ ও খাদরার বকশীবংশ ইঠাদের সকলেরই ব্রাহ্মণ শিষ্য ছিল। রঘুনাথ দাস গোস্বামীর তুল্য ত্যাগী সাধক কয়জন হইতে পারিয়াছেন ? ইহারা সকলেই কায়স্থ ছিলেন ও সাধনার ফলে উচ্চস্থান লাভ করিয়াছিলেন । হরেকৃষ্ণবল্লভ মিত্র-ঠাকুর ১৫৫৫ শকাব্দে একটি প্রস্তরনিৰ্ম্মিত মন্দির নিৰ্ম্মাণ করাইয়া তথায় মহাপ্রভূর শ্ৰীবিগ্রহের সেবা খুঁজার ব্যবস্থা করেন ; হরেকৃষ্ণবল্লভ মিত্রঠাকুরের অনেক অলৌকিক ঘটনার কথা প্রবাদরূপে প্রচলিত রহিয়াছে। একটি অলৌকিক ঘটনার পরে হরেকৃষ্ণ ধূমপানের অভ্যাস ত্যাগ করেন ও তাহার বংশধরগণকে ধূমপান করিতে নিষেধ করিয়া যান। * to ময়নাডালের মিত্ৰঠাকুরদের বিশেষত্ব হরিনামসঙ্কীৰ্ত্তন। একদা হরেকৃষ্ণবল্লভ মিত্রঠাকুরের প্রতি মহাপ্রভূর স্বপ্নাদেশ হয় যে নামসঙ্কীৰ্ত্তনে স্বামাব যেরূপ প্রীর্তি হয়, অন্ত কিছুতেই সেরূপ হয় না। অত ব তোমার পাঁচটী পুত্রের সহিত তুমি নামসঙ্কীর্তন ও৮ খোল বাদ্য শিক্ষা কর । এজন্ত তোমাদিগকে কোথাও যাইতে হইবে না। আমি গোপনে তোমাদিগকে শিক্ষা দিব। বাস্তবিক মিত্ৰঠাকুর ও তাহার বংশধরগণ মহাপ্রভুর কৃপায় এরূপ সুন্দর সংকীৰ্ত্তন ও খোলবাস্থ্য শিক্ষা করিলেন ষে বাঙ্গল দেশের সকল ゲ