পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশ্যপ গোত্র দত্তবংশ ] উত্তল্লাল্লাষ্ট্রীষ্ম কাজস্থ-কাণ্ড 소 প্রাণনাথ ভগবান। দুই পুত্র গুণবান। দুহে দুই রাজ্যপাট । উত্তর দক্ষিণে হইল সাট। প্রাণনাথ গৌড়ে গেল। ভগবান উত্তরে রহিল। প্রাণনাথের উভয় নন্দ । পুরুষোত্তম আর কৃষ্ণানন্দ ॥ গৌড়েশের প্রধান মন্ত্রী । পুরুষোত্তম বিষম তন্ত্রী ॥ তাহার পুত্র ধন্ত সন্তোষ। সদাই যার পরিতোষ ॥ কৃষ্ণপুত্র কানু নরু। ধনে দানে কল্পতরু ॥ কামুরামে বংশ পাই । নরোত্তমে বংশ নাই ॥ কামুরামে রাজ্য নাশ । ভগবানে সুপ্রকাশ ৷ অশ্বঘাটের অধিকারী। রাজা ভগবান নামধারী ॥ তার পুত্র রূপরাম। সকল গুণের ধাম ॥ তস্ত পুত্র শ্ৰীমন্ত দত্ত। তৎপুত্র হরিশ্চন্দ্রে সমাপ্ত | শ্ৰীমন্তের কন্যা বিভা করি । ঘোষবংশ দণ্ডধারী ॥ ধন্ত রাজ শুকদেব রায় । দেশ বিদেশে মহিমা গায় ॥” রবিদত্তের অনুজ দামোদর, তৎপুত্র হরিহর ও তৎপুত্র ঈশ্বর। ঈশ্বর দত্তের দুই পুত্র কেশব (কৃষ্ণ) দত্ত এবং বিশু (বিষ্ণু ) দত্ত । ঘটকের কাগজে তাহাদিগের নাম কিগু বা কেশ ও বিশু বলিয়া একাধিক স্থানে লিখিত দেখা যায়। এই কেশ দত্ত হইতে সুবিখ্যাত পাটুলিরাজবংশ উদ্ভব। কালে এই কেশ দত্তের বংশ পৃথক হইয়া বাশবেড়িয়া, সেওড়াফুলী, বালি, শিবপুর ও রাজহাটবাসী হইয়াছিলেন। বিষ্ণুদত্ত হইতে দিনাজপুর-রাজবংশের উৎপত্তি। শ্ৰীল নরোত্তম ঠাকুর এই বংশে জন্ম গ্রহণ করিয়া কুল পবিত্র করিয়ছিলেন। কবি দত্তের তৃতীয় পুত্র বামনের জ্যেষ্ঠ পুত্র থাক দত্ত ভাগলপুর প্রদেশের কানুনগো নিযুক্ত হইয়াছিলেন । তাহার বংশধরগণ পুরুষানুক্রমে থাক সেরেস্তার কৰ্ম্ম করিয়া থাক দত্ত মজুমদার উপাধি লাভ করিয়াছিলেন। এই বংশের শেষ পাক দত্ত ছিলেন লস্কর দত্ত । র্তাহার জামাত শ্রীরা ঘোষ উক্ত পদ লাভ করিবার পর হইতে শ্রীরামের বংশধরগণ মহাশয়" উপাধি ধারণ করিয়া আসিতেছেন। ক দিকে ঐশ্বৰ্য্য ও অধিপত্যে, অপর দিকে ত্যাগ ও ভক্তি শিক্ষায় যে দত্তবংশ এক কালে দেশের অগ্রণ হইয়াছিলেন, যাহাদিগের কীৰ্ত্তি এখনও দেশের বহু স্থানে বিরাজমান রহিয়া অতীত গৌরবের স্মৃতি রক্ষা করিতেছে, র্যাহাদিগের প্রদ স্তু দেবোস্তুর, ব্রহ্মোস্তুর ও মহত্তর ভূমি লাভ করিয়া এদেশের বহু শত ব্রাহ্মণ ও কায়স্থ পুরুষানুক্রমে সংসারযাত্রা নিৰ্ব্বাহ করিয়া আসিয়াছেন এবং কেহ কেহ এখনও দিনপাত করিতেছেন, সেই পুণ্যশ্লোক দৰ্ত্তবংশেরবিস্তৃত ইতিহাস লিখিতে হইলে এই ক্ষুদ্র পুস্তকের কলেবর বৃদ্ধি হইবার আশঙ্কার অনিচ্ছসত্বেও লেখনী সম্বরণ করতে হইল। যথাসম্ভব স্থানে স্থানে কিঞ্চিৎ আভাস দেওয়া হইবে মাত্র ।