পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গেভুর জাতীক্স ইতিহাসন [ ৬ষ্ঠ অধ্যায় । به دوb গৌড়েশ্বর গণেশ দত্ত খান (প্রভাকর দত্ত-পুত্র সোমদত্ত খানের ধারা) ষে সময়ে সমগ্র আর্য্যাবর্তে মুসলমানপ্রভাব, যে সময়ে সমস্ত গোঁড়বঙ্গে অপ্রতিহত মুসলমান শাসন, যে সময়ে মুসলমান রাজপুরুষগণ হিন্দুর প্রভাব ধ্বংস ও হিন্দুর যথাসৰ্ব্বস্ব আত্মসাৎ করিবার জন্য লোলুপদৃষ্টি করিতেছিলেন, দীর্ঘকাল মুসলমান-শাসনে হিন্দুগণ নিগৃহীত ও নিপীড়িত হইয়। মুসলমানদিগের মুখাপেক্ষী হইয়াছিল, যে সময়ে সম্ৰান্ত, নিষ্ঠাবান, ধনশালী হিন্দুমাত্রেই মুসলমানের নিগ্ৰছ ভয়ে সতত সন্ত্রস্ত ছিলেন, হিন্দুর সেই দুদিনে একজন মহাপুরুম হিন্দুসমাজরক্ষার জন্য, হিন্দুধৰ্ম্মরক্ষার জন্য মস্তকোত্তোলন করিয়াছিলেন। হিন্দুকুলতিলক ছত্রপতি শিবাজী যাহা করিতে পারেন নাই, হিন্দুকুলগৌরব মহারাজ প্রতাপাদিত্য বী রাজা সীতারাম রায় যাহা করিতে পারেন নাই, রাজা গণেশ সেই অসাধ্য-সাধন করিয়া গৌড়দেশে হিন্দুসমাজে চিরস্মরণীয় হইয়াছেন । যে মহাপুরুষ নিজ ভুজবলে অসাধারণ বুদ্ধি ও প্রভাবের পরিচয় দিয়া মুসলমানের করাল কবল হইতে গৌড়রাজ্য অধিকার করিয়া স্বাধীন বাদসাহরূপে গোড়ের সিংহাসনে প্রতিষ্ঠিত হইয়াছিলেন, রিয়াজ-উস্-সলাতীন, ফেরিস্তা, লাউরিয়া কৃষ্ণদাস রচিত সংস্কৃত বাল্যলীলাসুত্রে ও ঈশান নাগরের অদ্বৈতপ্রকাশে সেই মহাবীর গণেশের রাজ্যাধিকারের কথা উল্লিখিত থাকিলেও এই মহাপুরুষের আভিজাত্য ও কুলশীলের পরিচয় উক্ত গ্রন্থসমূহে বিবৃত হয় নাই। কেবলমাত্র নাম লক্ষ্য করিয়া নানা ব্যক্তির লেখনীতে নানা প্রকার কবিকল্পনার সৃষ্টি হইয়াছে । রাজা গণেশ সম্বন্ধে যে সকল ভ্রান্ত মত প্রচলিত হইয়াছে, তন্মধ্যে এখানে দুই একটির উল্লেখ করিতেছি । ভ্রান্ত মত ১। রিয়াজ-উস্-সলাতিন গ্রন্থে পারসী লেখার দোষে রাজা গণেশ ‘কস’ বা ‘কানিস' নামে পরিচিত হইয়াছেন । তাহ দেখিয়া কেহ কেহ রাজা গণেশ ও তাহিরপুরের রাজা কংসনারায়ণকে অভিন্ন ব্যক্তি বলিয়া প্রকাশ করিয়াছেন । ২ । রিয়াজ হইতে জানা যায়, রাজা গণেশ্ন প্রথমতঃ ভাতুরিয়ার জমিদার ছিলেন। ভাতুরিয়া শব্দের উপর নির্ভর করিয়া কেহ কেহ লিখিয়াছেন, ভাতুরিয়ার প্রকৃত নাম ভাদুড়িয়া বা চাকুল ভাদুড়িয়া ! তাহদের মতে ভাদুড়ীবংশীয় জমিদারের নাম হইতে ভাদুড়িয়া নাম হইয়াছে। এই ভাগুড়ির মত সমর্থক কেহ কেহ লিখিয়াছেন, ইলিয়াস শাহ যখন দিল্লীর সম্রাটের বিরুদ্ধে যুদ্ধবিগ্রহে লিপ্ত হইয়া স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন, সেই সময়ে গোঁড়াধিপ বঙ্গের প্রধান প্রধান হিন্দু জমিদারদিগের সহিত মিলিত হইয়াছিলেন। তৎকালে উত্তরবঙ্গে কুলীন বারেন্দ্র ব্রাহ্মণদিগের মধ্যে ভাদুড়ী ও সাম্যাল বংশ বিশেষ