পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBB BB BBBB S BB BKKBB BBBSSSBBL نام فارسی সম্মানিত ছিলেন । সেই সময়ে শিকাই সান্ন্যাল ও সুবুদ্ধি ভাদুড়ী গৌড়েশ্বরের পক্ষে কাৰ্য্যভার গ্রহণ করিয়াছিলেন । শিকাই সন্ন্যালের কনিষ্ঠ পুত্র সত্যবান ওরফে প্রিয়দেব এবং সুবুদ্ধি ও র্তাহার দুই ভ্রাতা ফৌজদার পদে সম্মানিত হইয়াছিলেন। ইলিয়াস বজ্রযোগিনীর ফুলমতী নামী এক ব্রাহ্মণকন্যাকে গ্রহণ করিয়াছিলেন । ফুলমতীর গর্ভে মৈজুদীনের জন্ম । মৃত্যুকালে ইলিয়াস তাহাকেই উত্তরাধিকারী স্থির করিয়া যান। কিন্তু ইলিয়সের প্রথম পত্নীর গর্ভজাত জ্যেষ্ঠ পুত্র গিয়াস্-উদ্দীন বহু সৈন্তসামন্ত সংগ্ৰহ করিয়া কনিষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। সত্যবান সান্যালের পুত্র কংসরাম মৈজুদীনের অভিভাবক নিযুক্ত হইয়াছিলেন। কংসরাম সান্যাল ও মধু খ ভাদুড়ী মৈজুদীনের পক্ষে যুদ্ধ করিয়াছিলেন , সেই যুদ্ধে গিয়াস উদ্দীন নিহত হন। কংসরাম অভিভাবকরূপে ৭ বৎসর কাল বঙ্গরাজ্য শাসন করেন। পরে মৈজুদ্দীন বয়ঃপ্রাপ্ত হইলে কংসরাম রাজকীয় ক্ষমতা পরিত্যাগ করিতে অসম্মত হইলে মৈজুদ্দীন বিষ প্রয়োগে কংসরামকে বিনাশ করিয়৷ সেকেনারশাহ নামে সিংহাসনে আরোহণ করিলেন । পরে তিনি সান্যtলদিগের সাতোর জায়গীর বাজেয়াপ্ত করেন। সেকেন্দর শাহের পুত্র গিয়াসউদ্দীন বৈমাত্রেয় ভ্রাতৃগণকে বিনাশ করিয়া সিংহাসনারোহণ করেন। ভাদুড়ী বংশের প্রত র্তাহার বিশেষ সুদৃষ্টি ছিল । কিন্তু শেষে ভাদুড়ীদের ষড়যন্ত্রে তিনি নিহত হন । ভাদুড়ীর তৎপুত্র সৈফ উদ্দীনকে সিংহাসনে স্থাপিত করেন । সৈফ-উদ্দীন রাজকাৰ্য কিছুই দেখিতেন না, ভাদুড়ীরাই সৰ্ব্বেস বা হইরা পড়িয়াছিলেন । সৈফ-উদ্দীনের দুই পুত্ৰ নসরিত ও আজিম। নসরিত বয়ঃজ্যেষ্ঠ হইলেও জ্যেষ্ঠ পত্নীর গর্ভজাত আজিম আপনাকেই প্রকৃত উত্তরাধিকারী বলিয়। ঘোষণা করেন । ভাদুড়ীর আজিমের পক্ষ ও মুসলমানের নসরিতের পক্ষ অবলম্বন করিয়াছিলেন । এই সময়ে ভাদুড়ীবংশে গণেশনারায়ণ ও সান্যালবংশে অবনীনাথ প্রধান ছিলেন। অবনীনাথের কন্যার সহিত গণেশের পুত্ৰ যদুনারায়ণের বিবাহ হয় | নসরিত মুসলমান আমীরগণের সাহায্যে দ্বিতীয় সাম্মদীন উপাধি গ্রহণপূর্বক পিতৃসিংহাসনে অধিষ্ঠিত হইয়াছিলেন। আজিম সিংহাসন হইতে বিতাড়িত হইয়। ভাদুড়ী ও সান্যালগণের সাহায্য প্রার্থনা করেন । গণেশ তাহাকে সাহায্য করিতে সম্মত হন । কিন্তু তিনি অসিয়া সসৈন্তে যোগদান করিবার পূর্বেই নসরিত আসিয়া আজিমকে আক্রমণ করেন । সেই যুদ্ধে আজিম পরাজিত ও অবশেষে নিহত হন। এদিকে গণেশ দ্রুতবেগে গৌড়ে আসিয়া পৌছিলেন। তখন নগর রক্ষা করিবার কেহ ছিল না। গণেশ সহজেই নগর দখল করিলেন । এদিকে বিজেত নসরিতও গণেশের গৌড়াধিকারের সংবাদ পাইয়া ক্রতবেগে গৌড়ে জাসিয়া উপস্থিণ্ড হইলেন । গণেশের সহিত তাহার ঘোরতর যুদ্ধ হইল। সেই যুদ্ধে নসরিত নিহত হইলেন। আজিমের আসমানতারা নামে এক কন্যা ছিলেন। তিনি স্ত্রীলোক বলিয়া জাহাকে উপযুক্ত উত্তরাধি কারী বলিয়া স্বীকার করা হইল না । গণেশই বঙ্গের সিংহাসনে অভিষিক্ত হইবুেন ও ৭ বৎসরকাল রাজত্ব করিলেন। তাহার মৃত্যু হইলে যত্ন বাঙ্গলার রাজা হইলেন । তিনি >>