পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীক্স ইতিহাস [ છઠું કામાઃ । & بوتا আজিমের কন্ত আসমানতারাকে বিবাহ করিয়া মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করেন। তৎপুত্র অমুপনারায়ণ ভাদুরিয়া জমিদারীতে অভিষিক্ত হইয়াছিলেন । * রাজা গণেশ সম্বন্ধে আরও অনেক কিংবদন্তী প্রচলিত আছে। কিন্তু পূৰ্ব্বোক্ত কাহিনী অনেকে বিশ্বাস করেন বলিয়াই উপরে লিপিবদ্ধ হইল । উক্ত কাহিনীর কোন ঐতিহাসিক মুল্য আছে বলিয়া মনে হয় না। ভাদুড়িয়া হইতে ভাতুরিয়া কিছুতেই হইতে পারে না। যে স্থান লইয়া প্রধানতঃ ভাতুরিয়া ধরা হয়, সেই বারেন্দ্র বা রাজশাহী অঞ্চলে কোথাও ‘দ’ স্থানে 'ত' উচ্চারিত হয় না । - সমসাময়িক ঘটনা লক্ষ্য করিলে এবং বীরেন্দ্রব্রাহ্মণদিগের কুলপঞ্জিক। আলোচনা করিলে সহজেই মনে হইবে,—ভাতুরিয়ার রাজা গণেশ ও তাত্রিপুরের রাজ কংসনারায়ণ দুই জনে ভিন্ন ব্যক্তি। উত্তররাঢ়ীয় কুলগ্রন্থানুসারে রাজ গণেশ দত্তখান রাজা বল্লালসেনের সমসাময়িক মঙ্গেশ্বর দত্ত হইতে অধস্তন ৯ম পুরুষ এবং রাজ কংসনারায়ণ বল্লালসেনের সমসাময়িক মৌনভট্ট হইতে অধস্তন ২১শ পুরুষ হইতেছেন। শিকাই সন্ন্যাল ও স্ববুদ্ধি ভাদুড়ীকে ইলিয়াসশাহের সমসাময়িক এবং সত্যবানকে শিকাই সন্তালের পুত্র ও সত্যবানের প্রপৌত্র অবনীনাথকে রাজ গণেশের পুত্র যদুর শ্বশুর বলা হইয়াছে । বলা বাহুল্য, yদুর্গচন্দ্র সান্তাল মহাশয় ‘বঙ্গের সামাজিক ইতিহাসে মনগড় যে সকল কথা লিখিয়াছেন, তাহা ত;হার কল্পন। প্রস্থত ভিন্ন আর কিছুই নহে। একান্ত দুঃখের বিষয় যে, কোন কোন ঐতিহাসিক মূল কুলগ্রন্থের অনুবী না হইয়া কল্পিত বিবরণের অনুসরণ করিয়াছেন। শিকাই সান্যাল ইলিয়াস শাহের সমসামরিক বটে এবং সত্যবান তাঙ্গর বংশধর হইলেও তাহার পুত্র নয়, তাহার অধস্তন ৫ম পুরুষ হইতেছেন । অর্থাং শিকাই সাঙ্গাল বল্লালসেনের সমসাময়িক লক্ষ্মীপুর সান্তালের ৯ম পুরুষ অধস্তন এবং সত্যধান ১৪শ পুরুষ অধস্তন হইতেছেন। ইরূপে স্ববুদ্ধি ভাদুড়ী শিকাই সান্তালের সমসাময়িক ন হইয়া শিকাই সাম্ভালের সমসাময়িক উদয়নচৰ্য্য ভাদুড়ীর ৯ম পুরুষ অধস্তন হইতেছেন অর্থাৎ বল্লালসেনের সমসাময়িক ক্রতু ভাদুড়ী হতে সুবুদ্ধি খা ভাদুড়ী ১৮শ পুরুষ অধস্তন হইতেছেন। f YYBDDD BBBBB BBB BBB BBB BBBBB BBBBBBBS BBBBB BBBBBS প্রদত্ত হইল—

  • gítsa ntaitā Rtwa nintfs-t észeti–és: Coins and Chronology of the Early Independent Sultans of Bengal, by Nalinikanta Bhattasali, P. 81–86.

S DDBB BBB BBDBS BBB BBB BBBBS 00S DS DD g S gBBD DBBBB DDS