পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆ’ථූ লঙ্গে স্কুল ੱਝ ইতিহাস { ৬ষ্ঠ অধ্যায় রাজ। গণেশের প্রকৃত পরিচয় রিয়াজ-উস্-সলাতিন হইতে জানা যায়, রাজা গণেশ সমস্ত ভাতুরিয়ার জমিদার ছিলেন । আইন-ই-আকৃবরীতে ভাতুরিয়া সরকার বাজুহার অন্তর্গত একটি পরগণা বলিয়া নির্দিষ্ট হfয়াছে। কিন্তু রেনেল সাহেবের প্রাচীন মানচিত্রে ভাতুরিয়া ভূভাগের ষে সংস্থান নির্দিষ্ট হইয়াছে তাহ বৰ্ত্তমান রাজসাহী বিভাগের অধিকাংশ স্থান বলিয়। মনে হয় । উক্ত মানচিত্র অনুসারে গঙ্গাতীরব কী নদীয়া জেলার উত্তরাংশ হইতে মালদহ জেলার প্রান্তভাগ পৰ্য্যন্ত ধরিয়া লইতে হয় দিনাজপুর জেল ইহার বাইরে পড়ে ; এ অবস্থায় ভাতুরিয়ার কোন স্থানে অথবা দিনাজপুরের কোন স্থানে গণেশের অভু্যদয় হইয়াছিল, তাহাই এখন বিবেচ্য। পূৰ্ব্বেই সদানন্দের কারিক হইতে লিখিত হইয়াছে – “রবি হৈল দত্ত-খান । ব্রণে গণে কীৰ্ত্তিমান । সে পাইল গুয়া বাট । তার হুইল তিন বেট। বিভাকর দত্ত-খান । জ্যেষ্ঠ শ্রেষ্ঠ খ্যাতিমান । প্রভাকর অম্বুজ তার । দিবাকর ছোট সভার : প্রভাকর উত্তরে গেলা । বহু ভূমি লাভ কৈল । বাদশাহের দক্ষিণ হস্ত । আসি মসি উভয় তিরস্ত | সোম দত্ত তার মৃত । তেজ ধরে অদভুত | তার বেটা শিব নাম । অশ্বঘাটে কৈলা ধাম ॥ তার পুত্র পুণ্যবান। শ্ৰীগণেশ দস্তু খান ॥ রঘুপতি মল্লিকে কন্ত। বিভা দিয়া হুৈল ধন্য। নিজ তেজে গৌড়ের রাজা , সভে যারে কৈলা পূজা ॥” উদ্ধত কুলকারিকার প্রমাণে জানিতে পারিতেছি, রাজা গণেশের পূর্বপুরুষ রবিদত্ত মুসলমান রাজসরকারে ফৌজদার বা সেনাপতিপদে নিযুক্ত হইয়। ‘খান’ উপাধি লাভ করেন এবং ‘দত্তখান ? বলিয়া পরিচিত হন । রণক্ষেত্রে এবং নিজ সমাজে তিনি কীৰ্ত্তিমান হইয়াছিলেন । তজ্জন্ত গুয়াবাটী’ পাইয়াছিলেন অর্থাৎ সমাজপতিস্বরূপ সন্মানিত হইয়ছিলেন। . তাছার মধ্যম পুত্র প্রভাকর দত্তখান গৌড়ের বাদশাহের দক্ষিণহস্তস্বরূপ ছিলেন। যুদ্ধবিদ্যায় ও লেখনী-পরিচালনে তিনি সিদ্ধহস্ত ছিলেন। যে সময়ে ইলিয়াস শাহ দিল্লীশ্বরকে অমান্ত করিয়া স্বাধীনতা"ঘোষণা করিয়াছিলেন, তৎকালে প্রভাকর দত্ব র্তাহার দক্ষিণহস্তস্বরূপ শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহের জন্ত উত্তরাঞ্চলে আসিয়া প্রতিষ্ঠিত হইয়াছিলেন । সম্ভবতঃ এই সময় হইতেই দিনাজপুর অঞ্চলে তাছার আধিপত্য বিস্তৃত হয় তাহার পুত্র সোমদত্ত ও পৌত্র শিবদ উংরাঞ্চলে বহু স্থানে আধিপত্য বিস্তার করিয়া অশ্বঘাটে বাসস্থাপন করিয়া