পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীগুপ গোত্র দত্তবংশ। ] উত্তররাষ্ট্রীক্স কাল্পস্থ-কাণ্ড సెసి উক্ত ২১ট পরগণার নাম যথা— আশা (১), হলদা, মামদানিপুর, পাজনেীর, বোরে, জাহানাবাদ, সায়েস্তানগর, সাহানগর, রায়পুর, কেতিয়ালী, পাউনান, খোসালপুর, বকসবন্দর, পাইকান, আমিরাবাদ, জঙ্গলিপুর, মাইহাটী, হাবেলি সহর, মোজাফরপুর, হাতিকান্দি ও সেলামপুর। এই পরগণাগুলির অধিকাংশই সপ্তগ্রাম সরকারের অধীন থাকায় রাজ্যের মুশাসনের নিমিত্ত রাঘব নিম্নবঙ্গের রাজধানী সপ্তগ্রামের উত্তরপূৰ্ব্বে ভাগীরথীতটে একটা প্রাসাদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। সুবিখ্যাত রাজবংশের বাট বলিয়৷ এই স্থানের নাম বংশবাটী রাখা হইল । কেহ কেহ বলিয়া থাকেন বঁাশ বন মধ্যে বাট হওয়ায় এই নাম হয়, কিন্তু তাহ। বিশ্বাসযোগ্য নহে । শুনা যায়, রাজা রাঘবেন্দ্র রায় মজুমদারের সময়ে সৰ্ব্বসমেত পাটুলি রাজ্যের অধীনে একান্নটা পরগণা ছিল। রাঘবেন্দ্ৰ য়ায়ের তিন পুত্র মধ্যে মথরেশ বংশের কোনও সংবাদ জানা যায় না। অপর দুই পুত্র রামেশ্বর ও বাসুদেবের বংশধরগণ সম্পত্তি বিভাগ করিয়া লইয়াছিলেন । বাঁশবাড়িয়া-রাজবং " | রাঘবের জীবনকালে বাশবাড়িয়ার প্রাসাদ কাছারী-বটে রূপে ব্যবহৃত হইত। রামেশ্বর এখানে আসিয়া ইহার উন্নতি সাধন করিলেন। তিনি নানা স্থান হইতে ৩৬০ ঘর ব্রাহ্মণ, কায়স্থ, বৈষ্ম এবং বিবিধ জলচরণীয় হিন্দু ও শতাধিক সমরকুশল পাঠানকে আনাইয়। বংশবাটীতে বাস করাইলেন । এক এক পল্লীতে এক এক জাতির বাসস্থান নির্দিষ্ট ছিল। কাশী হইতে রামশরণ তর্কবাগীশকে আনাইয় রাজা রামেশ্বর আপন সভাপণ্ডিতের পদে নিযুক্ত করিয়াছিলেন। তাহার বংশধরেরা এখনও রাজবাটীর সভাপণ্ডিতের কার্য্য করিয়া আসিতেছেন। গ্রাম মধ্যে ৪১টা টোল স্থাপন করিয়া রাজা রামেশ্বর কাশী ও মিথিলা হইতে অধ্যাপক অনাইয়া ছাত্রদিগের শ্রুতি, স্মৃতি, বেদ, বেদান্ত, দ্যায়, সাহিত্য ও অলঙ্কার শাস্ত্র শিখিবার উপায় কুরিরা দিয়াছিলেন। টােলের যাবতীয় ব্যয় রাজংসার হইতে দেওয়া হইত। (২) তখনও ভাটপাড়ায় পণ্ডিতগণের বাস হয় নাই। ঠাকুরবংশের পূর্বপুরুষ নারায়ণ ঠাকুর নবাব আলিবদি খাঁর সমসাময়িক। রামেশ্বর রায় ১০ই শফর হিজরি ১০৯০ ( ১৬৭৩ খৃঃ) অব্দে বাদশাহ আরঙ্গজেব বা গাজি আলমগীরের নিকট হইতে এক সননা প্রাপ্ত হইয়াছিলেন। তাহাতে র্তাহাকে জ্যেষ্ঠপুত্রব্রুমে রাজা মহাশয় উপাধি দেওয়া হইয়াছিল (৩) এই সননের সঙ্গে বাদশাহ তাহকে "পঞ্জ পর্চ। (পঞ্চ পোষাক) (>\ \ ide plochmann's Notes appended to Sir W. W. Hunter’s Statistical Account of Bengal, Vol I. - 參 («) Vide Sir Roper, Lethbridge's Golden Book:of India (•) Vide Hunter's statistical Account of Bengal, Vol I,