পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

აÕo বঙ্গের জাতীক্স ইতিহাসন [ ৭ম অধ্যায়। খেলাত দিয়াছিলেন ও রাজপদবী সম্মানের সহিত রক্ষা করিবার জন্ত ২২ জলুস অর্থাৎ ১৬৮০ খ, অব্দে অপর এক সনদ দ্বারা তাহাকে বাশবাড়িয়া গ্রামে ৪০১) বিঘা নিষ্কর ভূমি জায়গীর ও ১২ট পরগণা জমিদারী দিয়াছিলেন। বংশামুক্রমিক “রাজা মহাশয়” উপাধির সনদ খানি দেখিয়া ভূতপূৰ্ব্ব ঐতিহাসিক জজ মিঃ এইচ, বিভারিজ সাহেব যেরূপ ইংরাজীতে অনুবাদ করিয়াছেন, তাছার বঙ্গানুবাদ নিম্নে প্রদত্ত হইল :– “রাজ রামেশ্বর রায় মহাশয় । বরাবরেষু পরগণা আশা-সরকার সাতগাও যেহেতু তুমি পরগণাগুলি অধিকারে আনিয়া ও জরিপ জমাবন্দী করিয়া রাজ্যশাসনের সাহায্য করিয়াছ এবং যেহেতু তোমাকে যখন যে কার্য্যের ভরে দেওয়া হইয়াছে তাহ তুমি সযত্নে সম্পন্ন করিয়াছ, এজন্ত তুমি পুরস্কার পাইতে পার । তোমার গুণের পুরস্কার স্বরূপ তোমাকে পঞ্জ পর্চা খেলাত ও “রাজা মহাশয়” উপাধি দেওয়া হইল। পুরুষানুক্রমে তোমার বংশের জ্যেষ্ঠপুত্ৰগণ এই উপাধি ধারণ করবেন, ইহাতে কেহ কোনও আপত্তি করিতে পরিবে না । ১০ শফর ১০৯০ হিজরি ? দিল্লীর দরবার হইতে রামেশ্বর যে ১২ট পরগণ পাইয়াছিলেন তাহাদিগের নাম যথা— কলিকাতা, ধরস, আমীরপুর, বালাও, খালোর, মনিপুর, সুলতানপুর, হাতিয়াগড়, মেদনমল, মাগুর, কুবাজপুর ও কাউনিয় । রাজা রামেশ্বর ৪০১) বিঘা ভূমি মধ্যে রাজপ্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া উক্ত ৪০১ বিঘার চতুঃপার্শ্বে পরিখা খনন পূর্বক তাহাকে মুরক্ষিত করিয়া লইয়াছিলেন। গড়ের পাড় ৫০ হাত উচ্চ করিয়৷ তদুপরি কণ্টকময় বৃক্ষ রোপণ করিয়াছিলেন। ভিতরে একটা দুর্গ নিৰ্ম্মাণ করা হইয়াছিল। দুর্গশিখরে ও পাহাড়ে কয়েকটা কণমান রক্ষিত হইয়াছিল। আপদ বিপদের জন্ত গড়ের ভিতরে নিয়ত কাল শস্ত সঞ্চি থাকত। গড়ের ভিতরের ভূমি এরূপ ভাবে শস্তোৎপাদনের উপযোগী করিয়া রাখা হইত যে বহুকাল ধরিয়া শত্র কর্তৃক অবরুদ্ধ রহিলেও দুর্গমধ্যস্থ লোকদিগের অন্নকষ্ট হইবে না । গড়ের ভিতরে প্রবেশের সেতু ছিল না। দিবসে গড়ের বাহিরে কাছারী হইত, নৌকাযোগে যাতায়াত চলিত । রাজা রামেশ্বরের গড় হইতে এই রাজবাটীকে এখনও ‘গড়বাড়ী’ বলে। পরিখার পরিধি প্রায় এক মাইল । অস্থাপি গভীর জলপূর্ণ রহিয়াছে। রাজ রামেশ্বর পাটুলির বাট ত্যাগ করিয়া বাঁশবাড়িয়ার বাটতে দুর্গোৎসব প্রভৃতি পূজার ব্যবস্থা করিয়াছিলেন। তিনি ১৬০ ৷ শকাব্দে (১৬৭৯ খৃঃ ) বামুদেবমন্দির প্রতিষ্ঠা করেন । মন্দিরগাত্রসংলগ্ন ইষ্টকে নানা দেবদেবীর মূৰ্ত্তি রহিয়াছে। একখানি প্রস্তরফলকে নিম্ন লিখিত শ্লোকটা উৎকীর্ণ রহিয়াছে—