পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ প্রঙ্গের জাতীয় ইতিহাস [ ৭ম অধ্যায়। খাকে সংবাদ দেন ষে বাশবাড়িয়ার রাজা গোবিন্দদেবের নিঃসন্তান অবস্থায় মৃত্যু হইয়াছে। বৰ্দ্ধমানের জমিদার একদা একটা ষড়যন্ত্র হইতে আলিবর্দী খাঁর জীবন রক্ষা করিয়াছিলেন। প্রত্যুপকার স্বরূপ আলিবর্দী গোবিন্দদেবের অধিকাংশ সম্পত্তি বৰ্দ্ধমানের জমিদারের সহিত বন্দোবস্ত করিলেন। পাচ মাসের শিশু নৃসিংহদেব শক্রর কৌশলে বিপুল সম্পত্তি হইতে বঞ্চিত হইলেন । এ সম্বন্ধে রাজা নৃসিংহদেব রায় স্বহস্তে লিখিয়া রাখিয়াছেন— “সন ১১৪৭ সালের মাহ আশ্বিনে আমার পিতা গোবিন্দদেব রায়ের কাল হয়--সে কালে আমি গর্ভস্থ ছিলাম বদ্ধমানের জমিদারের পেস্কার মাণিকচন্দ্র নবাব আলিবর্দী খাঁর নিকট আমার পিতার অপুত্ৰক কাল হইয়াছে—খেলাপ জাহির করিয়া আমার পুস্তপুস্তানীর জর খরিদ সনন্দী জমিদারি আপন মনিবের জমিদারি সামিল করিয়া সন ১১৪৮ সালের মাহ বৈশাখে খামাখা দখল করে ও হলদী পরগণা কিস্মতের মালগুজারি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সামিল ছিল তিনিও ঐ সন কীসম মজকুর আপন পুত্র শ্ৰীশম্ভুচন্দ্র রায়ের তালুকের সামিল করিয়া দখল করেন। মৌজে কুলিহান্ত মজকুরি তালুক হুগলী চাকলার সামিল ছিল পীরখ ফৌজদার বদ্ধমাণের জমিদারকে দখল দিলেন ন অতএব তালুক মজকুর আমার দখলে আছে । সুবে বাঙ্গালার কোন জমিদার ও তালুকদারের পর এযত বেইনসাণী ও বেদায়ত কখনও হয় নাহি। রায়জন মুবারক জদি জমিদার ও তালুকদর সরকারের বাকীদাকী কিম্বা হাকামের সহিত সরকশী করে কীশ্ব জমিদারি ও তালুকদারি বিক্রী করে ও ছাড়পত্র দেয় ইহাতে জমিদারি ও তালুক থাকে না এ সকল দফায় কোন প্রকারে আমার জমিদারি জায় নাহি আমার মিরাষ না হক অন্তে দখল করিয়াছে আমি জন্মাবধি মুরবিব হীন হইল কালিষ মন্দ কিন্তু জমিদার মজকুরাণের জবরদস্তী ও কারসাজীতে বরে আজীজ ও আপন হক মিরাষ পাই ন । সন ১১৯৪ সাল।” উক্ত স্মারকলিপি হইতে জান ঘাইতেছে কেবল মাণিকচন্দ্র কেন বাঙ্গালার বিশ্ৰুতকীৰ্ত্তি বিদ্বান ও ধাৰ্ম্মিক রাজা কৃষ্ণচন্দ্র রায় পৰ্য্যন্ত নাবালক নৃসিংহদেবের সম্পত্তি আত্মসাৎ করিবার লোভ সম্বরণ করিতে পারেন নাই। সুদীর্ঘ কাল অপেক্ষা করিয়া নৃসিংহ পরিশেষে বাঙ্গালার তদানীন্তন শাসনকৰ্ত্ত ওয়ারেণ হেষ্টিংসের শরণাপন্ন হইলেন। সহস্ৰ দোষে দোষী হইলেও হেষ্টিংস সাহেবই প্রথমে সুশৃঙ্খলে ইংরাজ শাসন স্থাপন করিয়াছিলেন ; হেষ্টিংস নৃসিংহ দেবের নিকুট হইতে আনুপুৰ্ব্বিক অবস্থা অবগত হইয়া বৰ্দ্ধমানের রাজ কর্তৃক গৃহীত তাহার সম্পত্তিমধ্যে যাহা চব্বিশ পরগণা জেলার অন্তর্গত হইয়াছিল তাহা নৃসিংহ দেবকে প্রতাপর্ণ করিলেন। এবিষয়ে রাজ নৃসিংহদেব স্বহস্তে লিখিয়াছেন – “সন ১৯৮৫ সালে গবর্ণর জনরল শ্ৰীযুক্ত মেস্ত খ্রিষ্টীন সাহেব ও সাহেবান কৌষল হক ইনসাণ মতে তজবিজ তহকিক করিয়া আমার মিরাধ জানিয়া আমার পৈতৃক জমিদারির মধ্যে যে সকল মহল বৰ্দ্ধমান জমিদারের দখল হইতে চব্বিষ পরগণার সামিল হইয়াছিল