পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশুপ গোত্র দত্তবংশ। ] উত্তরপ্লাষ্ট্ৰীক্স কাজস্থ-কাণ্ড Է.oՇ: জ্যেষ্ঠ পুত্র রাজ পূর্ণেন্দুদেবের বয়ঃক্রম আট বৎসর মাত্র, অপর দুইটা পুত্র কুমার স্বরেন্দ্ৰদেৰ ও কুমার ভূপেন্দ্রদেব নিতান্ত শিশু ছিলেন। রাণী করুণাময়ীর পুত্রদ্বয় রাজ প্রতাপচন্দ্র সিংহ ও রাজা ঈশ্বরচন্দ্র সিংহ নাবালকদিগের সম্পত্তির তত্ত্বাবধান করিতেন । রাজা পূর্ণেন্দু দেব অল্প বয়স হইত্তেই বিষয় কৰ্ম্ম পরিদর্শন ও সাধারণ হিতকর কাৰ্য্যের অম্বষ্ঠানে হস্তক্ষেপ করেন। ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় তিনি কোম্পানী বাহাদুরকে বিশেষ সাহায্য করিয়াছিলেন ও তজ্জন্য ধন্যবাদ লাভ করেন। তাহার সাহায্যে কয়েকটা পাক৷ ও কাচা রাস্ত প্রস্তুত হইয়াছিল । উচ্চ ইংরাজী বিদ্যালয় স্থাপন ও টোল সংরক্ষণ করিয়া তিনি স্থানীয় বালকদিগের বিদ্যাশিক্ষার উপায় করিয়া দিয়াছিলেন। তিনি বহু সভ সমিতির সভ্য ও কোন কোনটীর সভাপতি ছিলেন। বঙ্গের ছোটলাট মেকেঞ্জি সাহেব তাহীকে বঙ্গীর ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু সন ১৩০৩ সালের ১১ই শ্রাবণ তারিখে তিনি পরলোক গমন করায় উক্ত প্রস্তাব কাৰ্য্যে পরিণত হয় নাই। রাজা পূর্ণেন্দু দেব যন ১৩০২ সালে তাহার মাতা রাণী কাশীশ্বরী দ্বার তুলাপুরুষ দান করাইয়া ছিলেন । রাজা পূর্ণেন্দু দেব রায় চারিট পুত্র রাখিয়া পরলোক গমন করেন –১ম রাজা সতীন্দ্র দেব রায় মহাশয়, ২য় কুমার ক্ষিতীন্দ্র দেব রায় মহাশয়, ৩য় কুমার মুনীন্দ্রদেব রায় মহাশয়, ও ৪র্থ কুমার রমেন্দ্রদেব রায় মহাশয় । রাজা সতীন্দ্রদেব রায় অপুত্রক অবস্থায় পরলোক গমন করিবার পর ক্ষিতীন্দ্রদেব “রাজা মহাশয়” হইলেন । হুগলী জেলার দরবারীদিগের নামের ও আসনের সর্বপ্রথমে ইহার নাম রঃি য়াছে এবং ইনি সকল দরবারেই নিমন্ত্রিত হইয়া আসিতেছেন। সম্রাট পঞ্চম জর্জের নিকট পরিচয় (Presentation) করিয়া দিবার সময় তদানীন্তন লাটসাহেব সার উইলিয়ম ডিউক সাহেব রাজা ক্ষিতীন্দ্র দেব রায়কে ‘বাঙ্গলার সৰ্ব্ব প্রধান রাজবংশধরগণের মধ্যে ইনি একজন বলিয়া পরিচয় করিয়া দিয়াছিলেন । সম্রাটের শোভাযাত্রার নিমিত্ত যে তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল, বাশবাড়িয়া-রাজবংশের ‘কোট অব আরম্স্ অর্থাং রাজচিহ্নের অনুকরণে একটা প্যারিস প্লাষ্টার নিৰ্ম্মিত ছাঁচ প্রস্তুত করিয়া উক্ত তোরণোপরি সন্নিবেশিত করা হইছিল ও তাহার ছায়া-চিত্র সম্রাটের সহিত দেওয়া হইয়াছিল । বাদশাহ আরঙ্গজেবের প্রদত্ত সনদ খানি লইয়া গবর্ণমেণ্ট ভিকৃটোরিয়া মেমোরিয়াল ঘরের Document's Gallery *ti trfaizitff রাখিবার কক্ষে উচ্চ স্থানে রাখিয়াছেন ৪ তজ্জন্ত তাহাকে বড়লাটের পক্ষ হইতে ধন্যবাদজ্ঞাপক একখানি সনদপত্র দিয়াছেন। ঐ পত্রপ্রেরক ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর রায় বাহাদুর রি, এ গুপ্তে ইংরাজী ভাষায় একখানি বাশবাড়িয়া-রাজবংশের ইতিহাস fiftfoto, stol Historical Records Commisionio of অধিবেশনে পাঠ করা হইয়াছিল। 爵 ১৯১৫ সালে বঙ্গীয় প্রজাস্বত্ববিষয়ক আইনের সংস্কার সম্বন্ধে গবর্ণমেণ্ট কর্তৃক,

  • 8