পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ0V) বঙ্গেল্প জাতীক্স ইতিহাস ৮ম অপ){য় । ১৯১৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনে এবং ১৯২৬ সালের কৃধি তথ,ানুসন্ধানের কমিশনে রাজা ক্ষিতীন্দ্রদেবের মত গ্রহণ করা হইয়াছিল। এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, কলিকাত হিষ্টরিকাল সোসাইটি, বঙ্গীয় সাহিত্য-পরিষৎ প্রভৃতি অনেক সভা সমিতিতে ইনি সভ্য রহিয়াছেন । র্তাহার বন্ধু Major Weigali R. A, সাহেবের সাহায্যে তিনি সপ্তগ্রামের প্রাচীন কীৰ্ত্তি আবিষ্কারের ব্যবস্থা করিয়াছিলেন । ১৮৯২ সালে বেলভেডিয়ার কনফােরন্সে তিনিই প্রথমে সরস্বতী নদীর পুনঃ সংস্কারের প্রস্তাব করিয়াছিলেন। প্রায় ৩০ বৎসর কাল তিনি বাশবাড়িয়ার অনারারি ম্যাজিষ্ট্রেটের কার্য্য করিতেছেন। রাজা ক্ষিতীন্দ্র দেবের একটা মাত্র পুত্ৰ—কুমার মানবেন্দু দেবরায় । কুমার মুনীন্দ্রদেব রায় একজন সুলেখক। রাজা ক্ষিতীন্দ্র দেব ও তিনি “The Eastern Woice* afG>, q<*ffi èçâfô &fafi &iifä< € “The United Bengal” নামে একখানি ইংরাজী ভাষায় সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদক ছিলেন। তিনি “হুগলী*iso", “Decadence of Rural Bengal”, “IIistory made by Ruins" প্রভৃতি বহু পুস্তক লিখিয়াছেন। এতদ্ব্যতীত নানা সংবাদপত্রে মধ্যে মধ্যে প্রবন্ধ লিখিয়া থাকেন। বাশবাড়িয়া-রাজবাট হইতে পূর্ণিমা নামে যে মাসিক পত্রিক বাহির হইত, রাজ৷ ক্ষিতীন্দ্র দেব ও কুমার মুনীন্দ্রদেব রায় বহু দিন তাহর সম্পাদক ছিলেন । বঙ্গীয় সাহিত্য পরিষৎ, বঙ্গদেশীয় কায়স্থসভা ও কায়স্থসমাজ প্রভৃতি বহু সভা সমিতিতে রাজা ক্ষিতীন্দ্রদেব ও কুমার মুনীন্দ্রদেব যোগ দিয়া থাকেন। কুমার মুনীন্দ্রদেবের পাচটা পুত্র মধ্যে বড়টা বি, এ ও মধ্যমটা এম,এ পরীক্ষার উত্তীর্ণ হইয়াছেন। বিদ্যশিক্ষা, সামাজিক সংস্কার ও সাধারণ হিতকর সকল কাৰ্য্যেই রাজা ক্ষিতীন্দ্রদেব ও কুমার মুনীন্দ্রদেবের উৎসাহ রহিয়াছে। রাজা পূর্ণেন্দু দেবের ভ্রাত কুমার সুরেন্দ্র দেব রায় বাশবাড়িয়া মিউনিসিপালিটির চেয়ারম্যানের কার্য্য করিয়া স্থানীয় অনেক উন্নতি করিয়াছিলেন। তিনি হুগলী ডিষ্ট্রাক্টবোর্ডের মেম্বর ছিলেন। তিনি অতি সদাশয় ও সাধারণের ভক্তিভাজন ছিলেন। সালিশী মীমাংসা দ্বারা অনেকের গৃহ বিচ্ছেদ রক্ষা করিয়াছিলেন । তাহার দান ও মাতৃভক্তি অসাধারণ ছিল। তাহার পুত্র বীরেন্দ্র দেব রায়"পিতার স্থানে কাৰ্য্য করিয়া অল্প বয়সেই পরলোকগমন করেন। কুমার ভূপেন্দ্র দেব রায় লর্ডসিংহের ভ্রাতৃকস্তাকে বিবাহ করিয়াছিলেন। একমাত্র পুত্ৰ কুমারেক্স দেব রায়কে রাখিয়া তিনি অল্প বয়সেই পরলোকগমন করেন। ৰশোরের কুমার জ্যোতিষকণ্ঠ রায়ের সহিত র্তাহার একটী কস্তার বিবাহ হয় । কুমার কুমারেক্স দের রায় মহাশয়ের লোকরঞ্জন শক্তি অতি অদ্ভুত। তিনি শক্রকেও আপনার করিতে পারেন । বাজলার লাট হইতে ম্যাজিষ্ট্রেট পৰ্য্যন্ত উচ্চপদস্থ সকল রাজপুরুষই বাঁশবাড়িয়া-রাজবাট গমন করিয়া রাজবংশধরগণকে সম্মানিত করিয়া থাকেন। (১০৭ পৃষ্ঠায় বংশলতা দ্রষ্টব্য। ]