পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষ ভ্রম-সংশোধন এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে মোগল্য দাসবংশীয় চাদপাড়ার চৌধুরীগণের বিবরণ যাহা লিখিত হইয়াছে, তন্মধ্যে ১৯৪ পৃষ্ঠার তৃতীয় পংক্তিতে লিখিত "পূৰ্ব্বপ্রথা” শব্দ হইতে আরম্ভ করিয়া ঐ ছত্রের শেষ পর্যন্ত উঠাইয়া দিয়া তৎপরিবর্তে নিম্নলিখিত বিষয় পাঠ করিতে হইবে*কাৰ্ত্তিকচন্দ্র চৌধুরীর প্রার্থনা অনুসারে এখন বিজয়া-দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর গ্রামস্থ ব্রাহ্মণগণ চৌধুরী বাড়ীতে আসিয়া জলযোগ করিয়া থাকেন, তজ্জন্ত নূতন করিয়া নিমন্ত্রণের আবগুক হয় না। ব্রাহ্মণেতর অনেকেই ঐক্ষপে আসিয়া জলযোগ করিয়া থাকেন ।” উক্ত দ্বিতীয় খণ্ডের ৯৯ পৃষ্ঠায় সোঁকালীন ঘোষ জজানের উচিত খাঁর বংশে বলরামের ধারার বংশলতায় ২৪ বদনচন্দ্র এবং ২৫ কেনারাম, মহেন্দ্র ও যোগেন্দ্র লেখা হইয়াছে। তথায়, ২৪ বদনচন্দ্র, ২৫ পরেশনাথ এবং ২৬ কেনারাম, মহেন্দ্র ও যোগেন্দ্র হইবে।