পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণ্ডপ গোত্র দত্তবংশ ] উত্তরপ্লাষ্ট্রীক্স কাশ্লস্থ-কাণ্ড పిపి) স্থত। দানে মুকুন্দ রায়ের তেজ দেখি ঘরে। গোবিন্দ কুলী আমইপাড়ায় দীপ্তকরণ করে। কেশে উদয় কুলে রামকৃষ্ণে দান চারি দেখি। কৃষ্ণ কৃষ্ণ কান্ত গোবিন্দ পুত্র নেত্র লিখি । দান স্কুলাই শ্ৰীকৃষ্ণ স্বত কৃষ্ণদেব ঘোষে। পরে সেই কুলাই আনন্দী স্থত প্রসাদেতে শেষে। মাধে ঈশ্বরাংশে চন্দ্রস্বত সদাশিবে পাই। পরে জগদীশ তনয় কিশোর বংশ গোবিন্দই । কৃষ্ণরায়ে গ্রহণ আগে মহীপতিপুর দাসে। মাধে জোলকুল রসিক স্থত মিত্রগত শেষে । আদি পক্ষ দান মোক্ষ দেখি তাজা ঘোষে। কুলাই মীনে দুখু স্থত কাশীপুর বাসে। কৃষ্ণকান্তে বিভা তিন যুগল সিংহ খোলে। গোবিন্দে পাৰ্ব্বতী মাধ ভিকু জোলকুলে। আগে দুই সিংহে বিভা সমাধিকরণ । কেনে পক্ষশেষে বর ও মানকর গমন । আদি পক্ষ শুষ্ঠ তায় বংশদ্বয়ে পরে। মধ্যমেতে হরিপ্রসাদ পূর্ণ উদয় করে। দান গোবিন্দে বিশ্বাস কুলে বল্লভী তনয়। তারা তনে গণে সরস ভাব স্বদেশ মালয় ॥” भtनांश्द्रछेक । “পিতৃভূদান অন্তে পুত্র স্বরস জাহ্নবী। সুপুত্রশ পুনজ্ঞে চাষ্টক মনোহর শ্রুতং। পিতৃরাজ্যে রাজত্ব যাবৎ ক্ষিতিমণ্ডলে । দ্বিজে ভূমি সদাব্যয় অহন্তহনি বৎসরে । অৰ্দ্ধান্ন ন দান গ্রাম নাহি রাজ্যমণ্ডলে । দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥১ ভূদানশ্রুত কর্ণাহত চক্ষুপ্রীতি ক্ষোভিত । তদানি দানি দোহে শুনি পাপ পুণ্যে অর্জিত । তত্ত্বজ্ঞানী হৃষ্ট মানি সাধু সাধু সে বোলে। দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥২ অন্তকালে বিজ্ঞাপনে জনে জনে মেলানি । চিরদিন তীর্থসেবা সদ। কৃষ্ণকাহিনী । ভীষ্ম পরীক্ষিৎ যেন সভা করিয়া চলে। দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥৩ পুত্র পৌত্র দৌহিত্র জামাত কন্যকাগণে । জ্ঞাতি পুরোহিত আদি কুটুম্ব সৰ্ব্ব বেষ্টনে। অন্তকালে গঙ্গাজলে হরি হরি সে বলে । দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥৪ স্ববশেতে সৰ্ব্বেক্রিয় চির আৰ্ত্তি ভুগিয়া। রাজ্য অংশ নিজ বংশ স্বাভাবিক থুইয়া। যজ্ঞ দান মহেশ্বরে আর্ত সীমা যে করে । দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥৫ জাহ্নবী পশ্চিমকুলে অন্তর্জলে থাকিয় । কৃষ্ণসেবা কুলদেব অগ্রভাগে রাখিয়। তুলসী অঞ্জলি ইষ্টে প্রাণত্যাগ যে করে। দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥৬ শুভদৃষ্টি অন্তকালে পরলোকে স্বগতি। ইয়ং গঙ্গা অহং মিয়ে শুদ্ধজ্ঞানে মুকতি। মনোবাঞ্ছা সৰ্ব্ব পুণ্য ভাগ্যবলে সে চলে। দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥৭ পুত্র রাজচন্দ্র যন্ত বংশকুলীপক। স্থানে স্থানে দেবাচ্চনা সদা ইষ্টপূজকঃ। tు স্বভাবিক বর্ণন ইহ শুকদেব যে বলে। দত্ত মনোহর তুল্য দৃষ্ট নাহি ভূতলে ॥৮৯ “কেশে উদয় রাঘব ঘর, পাক সরসি মনোহর। গৃহে নিধি দুৰ্ল্লভ দানি, ভুবনে পূরিল হরিধবন। শুন চন্দ্রে আমইপাড়, তস্ত দান সানন্দে খড়। বদনে সন্তোষ জন্ম, রাজার গণে সিদ্ধ মৰ্ম্ম। ধারা রাধা প্রতাপসিংহে, বংশহীনে হৰ্ষভঙ্গে। আনন্দে গোপাল বংশী নাড়ি, গ্রীব দীর্ঘ 蠶 尊 বড়ি । 德 মনোহর মানসরে জলে, চক্ৰবাক হংসে ছলে ।”