পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশুপ গোত্র দত্তবংশ । ] উত্তরপ্লাষ্ট্ৰীক্স কাজস্থ-কাণ্ড >>い● উদয় দত্ত স্বনামখ্যাত পুরুষ ছিলেন। র্তাহার প্রধান কীৰ্ত্তি উত্তররাঢ়ীয় কায়স্থগণের সভা। তিনি উক্ত সভার সভাপতি হইয়াছিলেন। বহু কুলীন কায়স্থকে তিনি স্বীয় অধিকার মধ্যে বাস করাইয়াছিলেন এবং অনেকের সহিত বৈবাহিক সম্বন্ধ সংস্থাপন করিয়াছিলেন। আকবর শাহের নিকট হইতে ইনি ‘রায় মহাশয়’ উপাধি লাভ করিয়াছিলেন। উদয় দত্তের পুত্র জানন্দ দত্ত বঙ্গের তদানীন্তন স্ববাদার কাসেম খা জুয়ানী কর্তৃক কানুনগোই নিযুক্ত হইয়াছিলেন । বাদশাহ শাহজাহান তাহার কার্য্যে সন্তুষ্ট হইয় তাহাকে প্রথমে মজুমদার ও পরে বংশানুক্রমে ‘রাজা মহাশয়’ উপাধি প্রদান করেন এবং ফাৰ্ম্মাণের সহিত খেলাত স্বরূপ স্বর্ণমুষ্টিযুক্ত একখানি দুই মুখী তরবারি প্রদান করেন । উক্ত তরবারিতে পারসী অক্ষরে খোদিত রাজাদেশ লিখিত রহিয়াছে কিন্তু সম্প্রতি তাছ। দুষ্পাঠ্য বা অপাঠ্য হইয়াছে। (১) জয়ানন্দ সৰ্ব্বসমেত ৭২ট পরগণার জমিদারী লাভ করিয়াছিলেন। জয়ানন্দ রায়ের পাচ পুত্র মধ্যে তৃতীয় পুত্র রাঘব রায় বিশেষ বিখ্যাত হইয়াছিলেন এবং তাছা হইতেই পাটুলির রাজবংশের ধারা চলিয়া আসিতেছে। তিনি হিজরি ১০৬৬ সালের রবিউল আউয়ল মাসের ১২ই তারিখে সম্রাট শাহজস্থানের পুত্র শাহমুজার নিকট হইতে পুরুষানুক্রমে ‘রাজা উপাধি লাভ করিয়াছিলেন । এই সময়ে রাঘব রায় মজুমদার চৌধুরী মহাশয় ২২টা পরগণ জমিদারী ক্রয় করিয়াছিলেন । রাঘব সম্পত্তি পরিদর্শনের সুবিধার জন্ত সপ্তগ্রামের নিকটে বাশবাড়িয়া গ্রামে একটী কাছারীবাটী নিৰ্ম্মাণ করিয়াছিলেন । উক্ত বাট পরে বাশবাড়িয়। রাজবাটী নামে খ্যাত হইয়াছিল। রাজা রাঘবেন্দ্র রায়ের দুইটা পুত্র। জ্যেষ্ঠ রামেশ্বর ও কনিষ্ঠ বামুদেৰ । পূর্বেই উক্ত হইয়াছে রামেশ্বর অধিকাংশ সময় বাঁশবাড়িয়ার বাটীতে বাস করিতেন এবং বামুদেৰ পাটুলির বাটতে থাকিতেন। তখনও সমস্ত সম্পত্তি এজমালি ছিল। রামেশ্বরই সমস্ত তত্ত্বাবধান করিতেন। তিনি বাদশাহ অরঙ্গজেবের নিকট হইতে পুরুষানুক্রমে ‘রাজা মহাশয়’ উপাধি লাভ করিয়াছিলেন এবং আরও ১১ট পরগণার সম্পত্তি ক্রয় করিয়াছিলেন । বাস্থদেবের দুই পুত্র প্রথম পক্ষে রাজা মনোহর রায় ও দ্বিতীয় পক্ষে গঙ্গাধর রায়। রামেশ্বর মৃত্যুর পূৰ্ব্বে সন ১০৯৯ সালে যেরূপ অনুমতি করিয়াছিলেন তদনুসারে উহার পুত্ৰগণ ও বামুদেবের পুত্ৰগণ মধ্যে সমস্ত সম্পত্তি বিভাগ হইয়াছিল। সন ১১৯৪ সালের লিখিত একখানি হকিকৎ জমিদারী ও কুরূপীনামার নকল সেওঁড়াফুলীর রাজবাটীতে ও আর একখানি নকল-কাগজ, কালী ও লেখা একই প্রকার-রাজহাঁটের ৮শরদিন্দু রায়ের SDS DD DDDBBB BBB BBBBBB BBD DDBB BBB DBB DDDBS BBBBB ggD DDD DDDD D DD DDDSB BBBS BBBB BBBBB BB DDDDD DDD BBB BB BBB খোদিত, দ্বিতীয়খনি নবাব মুর্শিদকুলি খায় প্রদত্ত পিত্তলনিৰ্মিত ৰাজমুখ মুষ্টিযুক্ত এবং छुडौद्रषiनि नवाद अांत्रिवनि शैiङ्ग &थनख श्रृंiञ्चमी ८९ifङ ।