পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইয়া আসিয়াছে, সেই ভাবেই খাজনা আদায় করিতে থাকিবেন। যে সকল জমি বা জলকর, দেবোত্তর, ব্রহ্মোত্তর, মহত্তর, আয়ম, মদদমাস বা পীরোত্তর, এই সকল নিষ্করের উপর কোনও বন্দোবস্ত বা হজুরের অনুমতি ভিন্ন কোনও প্রকার বন্দোবস্ত করিতে পারিবেন না। সীমা সরহাদ ঠিক রাখিবেন, চোর ডাকাতের হাত হইতে প্রজাগণকে রক্ষা করিবেন। প্রজার কিস্তি কিস্তি যে সকল টাকা দিবে তাহ বর্ষে বর্ষে রাজকোষাগারে চালান দিতে হইবে । সেলামী নজর বা তহরী লইতে পারিবে না। রাজকর বাকী পড়িলে প্রাপ্যকরের পরিমাণ জমি বিক্রয় করিয়া লওয়া হইবে। ১৭৭৮ খৃঃ ১০ই ডিসেম্বর বাঙ্গলার ১১৮৫ সন ২৭শে অগ্রহায়ণ এই সনদ ८ण€ब्रां श्म्न ।" - উপরোক্ত চারি খান সনদ হইতে প্রতিপন্ন হইতেছে, যে বাদশাহ শাহজহানের আমল হইতে ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীয় সময় পৰ্য্যন্ত বঁাশবাড়িয়া ও সেওড়াফুলীর রাজবংশ বিশেষ সম্মানিত ও প্রতিষ্ঠিত ছিলেন । এই খণ্ডে উক্ত ৪ খানি সনদের প্রতিকৃতি ছাড়া আরও ১২ খানি চিত্র প্রকাশিত হইল । এতদ্ব্যতীত রাজা সীতারাম রায়ের কীৰ্ত্তিগুলি চিত্র ও প্রথমে প্রকাশ করিবার ইচ্ছা ছিল, কিন্তু তাহ নানাগ্রন্থে প্রকাশিত হওয়ায় বাহুল্য ভয়ে তাহ আর এই গ্রন্থে দেওয়া হইল না। এই গ্রন্থ সঙ্কলনকালে শ্ৰীযুক্ত সুরেন্দ্রনারায়ণ সিংহ মহাশয় আমাকে বিশেষভাবে সাহায্য করিয়াছেন, এজন্ত আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি । বিশ্বকোৰ-কুটীল শ্ৰীনগেন্দ্রনাথ বন্ধ ৮নং বিশ্বকোষ লেন, বাগবাজার, | মুগ্রহায়ণ-পূর্ণিমা কলিকাতা । ১৩১৬ সাল।