পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ বঙ্গের জাতীয় ইতিহাস ৮ম অধ্যায় । তিনি নির্ভীক ছিলেন। পাটুলির নিকটে একটা সাহেবের নীলকুঠী ছিল ; রাজা পূর্ণচন্দ্রর গোবৎসাদি সাহেবের সীমানায় গিয়া অনিষ্ট করিত, এজন্ত একদল সাহেব গরু ধরিয়া রাখিয়াছিলেন, পূর্ণচন্দ্র ইহাতে অপমানিত বোধ করিয়া বহু লাঠিয়ালসহ সাহেবের কুঠতে উপস্থিত হইয়া কুঠার লোকজনকে এবং সাহেবকে বিশেষ লাঞ্ছিত করিয়া গরু লইয়। আসিয়াছিলেন । এই উপলক্ষে একটী ফৌজদারী মোকদম হয়। তাহাতে উভয়পক্ষের বহুলক্ষ টাকা ব্যয় হয়। সাহেব কুঠী বিক্রয় করিয়া বিলাত চলিয়া যান। পূর্ণচন্দ্রের পূর্ব সঞ্চিত অর্থ তাহার বিলাসিতায় এবং কৰ্ম্মচারী ও আত্মীয়গণের বিশ্বাসঘাতকতায় নষ্ট হইয়াছিল, এক্ষণে ফৌজদারী মোকদ্দমায় যে ঋণ হইল উভয় ভ্রাতায় তাহার জন্ত দায়ী হইলেন । ক্রমশঃ গৃহবিচ্ছেদ উপস্থিত হইল ও ঋণ ক্রমশঃই বৃদ্ধি পাইতে লাগিল ; পরে উভয় ভ্রাতায় পৃথক হঃ লেন, সন ১২৬৫ সালের ২৯শে ফান্তুন তারিখে রাজা যোগেন্দ্রচন্দ্র পরলোক গমন করেন । র্তাহার মত রাণী রাজধন ১২৪৮ সালে স্বর্গারোহণ করেন । রাণী হরমুন্দরী যোগেন্দ্রচন্দ্রকে পুত্রাধিক স্নেহ করিতেন ; তিনি পাটুলির বাটতে অবস্থানকালে যোগেন্দ্রচন্দ্রের মৃত্যু সংবাদ পাইয়া শোকাতুরা হইয়া শয্যা গ্রহণ করিলেন এবং সন ১২৬৬ সালের ৯ই বৈশাখ তারিখে দেহত্যাগ করিলেন । যোগেন্দ্রচন্দ্র সুগায়ক ছিলেন ; তাহার রচিত কীৰ্ত্তনের পদাবলী গায়কগণ গান করিতেন ; তাহার চেষ্টায় সেওড়াফুলীতে একটী উচ্চ ইংরাজী বিদ্যালয় স্থাপিত হইয়াছিল ; বহু দিন পরে উক্ত স্কুলটা উঠিয়া গেলে বৈদ্যবাটীতে স্কুল স্থাপিত হইয়াছে । রাজা মনোহর রায় রাজা কৃষ্ণচন্দ্রকে রাজস্বদায় হইতে মুক্ত করিবার পর হইতে কৃষ্ণনগরের রাজবংশের সহিত সেওড়াফুলীর রাজবংশের বিশেষ ঘনিষ্টতা জন্মে এবং উভয় রাজবংশের পরস্পরের বাটীতে যাতায়াত ছিল ; একদা কৃষ্ণনগরের রাজা শ্ৰীশচন্দ্র কলিকাতা হইতে জলপথে নবদ্বীপ যাইতেছিলেন, বৈদ্যবাটীর ঘাটে একটী রূপবনী কস্তা BBBB BBB BBB BBBB BBBBB S BB Biu B BBB BB BB BBB BB BBBBBB BB BBBS BBBBB B BB BBBBBBS BBS BBBBBB জানাইলেন ; যোগেন্দ্রচন্দ্র অতি সমাদরে তাহাকে স্বীয় ভবনে লইয়া গেলেন ; শ্ৰীশচন্দ্র র্তাহার নিকট স্বীয় মনোভাব প্রকাশ করিলেন । যুবক শ্ৰীশচন্দ্রের প্রতি স্নেহ পরবশ হুইয়। যোগেন্দ্রচন্দ্র উক্ত বালিকার অনুসন্ধানে গুপ্তচর নিয়োগ করিলেন ও অবিলম্বেই সংবাদ জানিলেন উক্ত কন্যাটি বৈদ্যবাটার জনৈক ব্রাহ্মণের। যোগেৰুচ ভোজনকালে BBB S BB BB BBB BBB BBB BBBBS BD BBBB BBB রাজান্তঃপুরে আনয়ন করাইয় অর্থ দ্বারা তঁহাকে বশীভূত করিয়া বিবাহের প্রস্তাব করিলেন। ব্রাহ্মণী বাড়ী গিয়া স্বামীকে আনুপূৰ্ব্বিক সমস্ত বলিলেন। ব্রাহ্মণ নৈকষ্য কুলীন ছিলেন। তিনি অর্থলৈাভে স্বীয় মেলের বাহিরে কন্যা সম্প্রদান করিতে সম্মত হইলেন না। রাজা যোগেন্দ্রচন্দ্র কৌশলে ব্রাহ্মণকস্তা ও ব্রাহ্মণপত্নীকে রাজবাটীর নিকটস্থ একটা বাড়ীতে লইয়া গিয়া জনৈক আত্মীয় দ্বারা কল্প সম্প্রদান করাইলেন। ব্রাহ্মণ কিছুই জানিতে পারিলেন না। পরে ব্রাহ্মণ