পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नरन्तश्ञ ज्ञवप्र'fन्व দিনাজপুরের প্রাচীন রাজবংশ ( রাজা বিষ্ণুদত্তের ধারা) পাটুলির দত্তবংশ প্রসঙ্গে লিখিত হইয়াছে যে কবিদত্ত্বের ২য় পুত্র দামোদর, এই দামোদরের পৌত্র ঈশ্বর, ঈশ্বরের দুই পুত্র কেশ বা কৃষ্ণদত্ত এবং বিগু বা বিষ্ণু দত্ত। কেশদত্ত হইতে পাটুলির রাজবংশ এবং বিষ্ণুদত্ত হইতে দিনাজপুর রাজবংশের উদ্ভব। বিষ্ণুদন্তের বংশপরিচয় সম্বন্ধে সদানন্দের কারিকায় এইরূপ বর্ণিত হইয়াছে— “রবির অনুজ দামোদর। অস্ত্রে শাস্ত্রে মহ ধনুধর ॥ হরিহর তার কোঙর । খ্যাত পুত্র যার ঈশ্বর ॥ কেণ্ড বিশু পুত্র তার । মহামান্ত কুলের সার ॥ অশ্বঘাটে বিষ্ণু,দত্ত। উচ্চপদে যে প্রতিষ্ঠিত। মহামান্ত রাজখ্যাতি । উত্তরে হইল সভাপতি ॥ আত্মীয় কুটুম্ব কতশত। বিষ্ণু দত্তের হইল শরণাগত ॥ কান্দী পাচথপী জাম্বা কুলাই। মহাকুলীন লেখা জোখ নাই। সভে করিতে যায় দত্ত সঙ্গ । মধুচক্রে যেমন কুলভৃঙ্গ ॥ বিষ্ণুর স্থত জগদীশ। মহাদাতা দনুজাধীশ । তস্ত স্থত রামনাথ । করণ কারণে অবদাত ৷ প্রাণনাথ ভগবান। দুই পুত্র গুণবনি ৷ দুহে দুই রাজপাট । উত্তর দক্ষিণে হইল সাট । প্রাণনাথ গৌড়ে গেলা । ভগবান উত্তরে রহিল ॥ প্রাণনাথের উভয় নন । পুরুষোত্তম আর কৃষ্ণানন্দ ॥ 縣 কৃষ্ণানন্দের রাজছত্র । পুরুষোত্তম বিষম তন্ত্র ॥ তাহার পুত্র ধস্থ সত্তোষ । সদাই যার পরিতোষ ॥ কৃষ্ণ পুঞ্জ কামু মরু । ধনে দানে কল্প রু ॥ নরোত্তমে বংশ নাই। কামুরামে বংশ পাই ॥ ধন্য ঠাকুর নরোত্তম । নাহি কেহু তাছার সম ॥ কাছুরামে রাজ্য নাশ । ভগবানে সুপ্রকাশ ॥