পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণ্ডপ গোত্র দত্তবংশ । ] উস্তররাষ্ট্রীজ্ঞ কাজস্থ-কাণ্ড ૪૨વ অশ্বঘাটের অধিকারী। রাজ। ভগবান নামধারী ॥ তার পুত্র রূপরাম। সকল গুণের ধাম ॥ তস্ত পুত্র শ্ৰীমন্ত দত্ত। তৎপুত্র হরিশ্চন্দ্রে সমাপ্ত। শ্ৰীমস্তের কন্ত বিভা করি । ঘোষবংশ দণ্ডধারী ॥ ধন্ত রাজ শুকদেব রায় । দেশ বিদেশে মহিমা গায় ॥” উপরোক্ত কারিক হইতে জানা যাইতেছে যে বিষ্ণুদত্ত অশ্বঘাটে উচ্চপদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন। সেওড়াফুলীর দত্তরাজবংশের ইতিহাস হইতে জানিতে পারি যে বিষ্ণুদত্ত অল্প বয়সে নিজের চেষ্টায় অগ্রদ্বীপ অঞ্চলে অনেক ভূসম্পত্তি অর্জন করিয়াছিলেন, পরে তিনি ভ্রাতুষ্পপুত্রকে সমস্ত ছাড়িয়া দিয়া কানুনগো হুইয়া দিনাজপুরে গিয়াছিলেন। এই সময় পদ্মার উত্তর হইতে নেপালের তরাই পৰ্য্যন্ত সমুদয় ভূখণ্ড ও ভূস্বামী তাহার কর্তৃত্বাধীন হইয়াছিল। এদিকে ভাগলপুরের থাকদত্ত বংশের বিবরণী হইতে পাওয়া যায়, এই বংশ ৮২১ সনে ভাগলপুর প্রদেশের কানুনগো পদ লাভ করেন।* তখনও বাঙ্গলা সন প্রচলিত হয় নাই, হিজরী সনই প্রচলিত ছিল । ৮২১ হিজরী ( ১৪১৮ খৃষ্টাব্দে ) রাজা গণেশ দত্তের পুত্র মুসলমান ধৰ্ম্মাবলম্বী জলালউদ্দীনকে গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত দেখি । তারিখ-ই-ফেরিস্তা নামক মুসলমান ইতিহাসে জলালউদ্দীন সম্বন্ধে লিখিত আছে— “পিতার মৃত্যুর পর জিৎমল সমস্ত রাজকৰ্ম্মচারিগণকে ডাকাইলেন এবং বলিলেন, আমার ইসলাম ধৰ্ম্ম গ্রহণ করিবার ইচ্ছা প্রবল হইয়া আমার হৃদয় অধিকার করিয়া বসিয়াছে, তাহাতে আমিও এই ধৰ্ম্ম গ্রহণ করিব সঙ্কল্প করিয়াছি। আবার দেখিতেছি যদি তজ্জন্ত আত্মীয়বর্গ তাহকে সিংহাসনের অধিকারী হইতে না দেন, তাহা হইলে তিনি র্তাহার ভ্রাতাকে রাজ্য ছাড়িয়া দিতে প্রস্তুত আছেন। র্তাহার অমাত্যবর্গ জানাইলেন, তিনি যে ধৰ্ম্মই গ্রহণ করুন, তাহাতে কিছু আসিয়া যায় না । তাহাকে সকলেই তাহদের রাজা বলিয়া গ্রহণ করিতে প্রস্তুত। তদনুসারে জিৎমল মুসলমান হইলেন ও সিংহাসনে আরোহণ করিলেন। তিনি দ্যায়পরতার সহিত রাজত্ব করেন এবং ১৭ বর্ষ রাজ্যভোগের পর তাহার शृङ्का श्ब्र ।” ফেরিস্তার উক্তি হইতে মনে হয় যে যছ ওরফে জিৎমল মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিবার পূৰ্ব্বে আত্মীয় অমাত্যবর্গের পরামর্শ লইয়াছিলেন, তাহার ইচ্ছার বিরুদ্ধাচরণ না করায় তিনি বরং আত্মীয় স্বজনকেই প্রধান প্রধান রাজকীয় পদে নিযুক্ত করিয়াছিলেন। থাফদত্তের বংশ যেমন ভাগলপুরে, বিষ্ণু দত্ত সেইরূপ দিনাজপুরের কানুনগো পদে অধিষ্ঠিত হইয়াছিলেন । থাকদত্ত ও বিষ্ণুদত্ত-বংশ রাজা গণেশ ও জলালউদ্দীনের জ্ঞাতি হইতেছেন। তাহাদের জ্ঞাতিত্ব-নির্দেশক বংশলত নিম্নে প্রদত্ত হইল। জানকী ওরফে থাকদত্ত মজুমদারের দ্যায় अग्नवउँ अषाit ब्र थांकबख्शkर्भग्न विवङ्ग१ जठेवj !