পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ বঙ্গেল্প জাতীক্স ইতিহাস t ৯ম অধ্যায় স্বাটের বিজিত অংশ জ দানন্দ ঘোষের পুত্র দৈবকীনন্দন ঘোষ শাসন করিতেছিলেন। এই সময় রাজ রূপরাম দত্ত স্বর্গারোহণ করেন এবং তৎপুত্র শ্ৰীমন্ত দত্ত পিতৃ-সিংহাসনে অভিষিক্ত হন । তিনি মোগল বাদশাহ আকবর কর্তৃক সমস্ত উত্তরবঙ্গের কামুনগোপদে অধিষ্ঠিত হন এবং ‘রাজা বাহাদুর সনদ লাভ করেন । কামুনগোপদ প্রাপ্তির সঙ্গে তিনি রাজা ভগবান মগুলকে শাসন করিবার জন্ত বদ্ধপরিকর হইয়াছিলেন। এই সময় ভগবান মণ্ডল প্রজাবৃন্দকে সন্তুষ্ট রাখিবার জন্ত বহু ধনরত্ব বিতরণ ও সৎকীৰ্ত্তির অমুষ্ঠান করিয়াছিলেন। এই সময় বৰ্দ্ধনকোটের তৎকালীন রাজধানী রামপুরে ১৫৩৩ শকে ( ১৬১১ খৃষ্টাব্দে ) যে বৃহৎ দেবমন্দির নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, তাহাই বোধ হয় তাহার জীবনের শেষ কীৰ্ত্তি । রাজা মানসিংহ উত্তরবঙ্গে বন্দোবস্ত ও শাসনৰ্শ্বস্থল স্থাপনের জন্ত আগমন করেন । তিনি ভগবান মণ্ডলের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ রাজা শ্ৰীমন্তদত্তের নিকট শুনিলেন। রাজা মানসিংহ ভগবান মণ্ডলকে রাজ্যাপহারী বলিয়া সিদ্ধান্ত করিলেন । বৰ্দ্ধনকুট রাজ্যের যে অংশ দৈবকীনন্দন ওরফে নরসিংহের শাসনাধীন ছিল, সেই অংশ তাহার সহিত এবং যে অংশ ভগবান মণ্ডলের অধিকারে ছিল, সেই অংশ বৰ্দ্ধনকুটীরাজের প্রকৃত উত্তরাধিকারী কুমুদাননের সহিত বন্দোবস্ত হইল। এইরূপে রাজা মানসিংহের বিচারে দৈবকীনন্দন বৰ্দ্ধনকুটীরাজের J০ এবং কুমুদানন্দ ॥y০ আনা অংশ পাইয়াছিলেন। স্বাগ শ্ৰীমন্তদত্ত বিদ্বান, বুদ্ধিমান ও স্ববিবেচক রাজা ছিলেন। র্তাহার যত্নে দিনাজপুর রাজ্যের আয়তন বৃদ্ধি হইয়াছিল। তিনি কুলীন প্রবর দৈবকীননান ঘোষের জ্যেষ্ঠ পুত্র হরিরাম ঘোষের সহিত আপনার একমাত্র কম্ভার বিবাহ দিয়াছিলেন । এই বিবাহে সমস্ত উত্তররাঢ়ীয় কায়স্থ-সমাজ আহত হইয়াছিলেন। বলিতে কি তৎকালে গৌড়বঙ্গের অধিকাংশ স্থান দত্তবংশীয় কানুনগো জমিদারগণের শাসনাধীন ছিল । পদ্মার উত্তরতীর হইতে নেপালের ভরাই প্রাস্ত পৰ্য্যন্ত রাজা শ্ৰীমন্তদত্তের, পশ্চিমে ভাগলপুর প্রদেশ থাকদত্ত-বংশেল্প এবং পদ্মানদীর দক্ষিণ হইতে গঙ্গাসাগর পর্য্যন্ত ভূভাগ কেশদত্তের বংশধরগণের শাসনে ছিল । সমাজপ্রতিষ্ঠাকালে এই দত্তবংশ উত্তররাঢ়ীয় কুলীন ও কুলজ্ঞগণের নিকট উপযুক্ত মৰ্য্যাদা লাভ না করিলেও এবং পদমৰ্য্যাদায় হীন বলিয়া অনেক স্থলে হেয় হইলেও দত্তবংশের অসাধারণ প্রভাব ও প্রতিপত্তি বিস্তারের সহিত সৰ্ব্বত্রই এই দত্তবংশ সন্ত্রম ও প্রশংসার পাত্র হইয়াছিলেন। শ্ৰীমন্তদত্তের কন্যার বিবাহসভায় দত্ত ধনকুবেরগণ এবং সকল সমাজের প্রধান প্রধান কুলীনগণ সম্মিলিত হইলে কুলাচাৰ্য্যগণ বৈ গাথা বা প্রশস্তি পাঠ করিয়াছিলেন, তাহাতে দত্তবংশের সকল প্রধানগণের এবং সমাগত কুলীনগণের নাম গ্রথিত ছিল ।

  • দিনাজপুরের স্বৰ্গীর মগরাজ গিরিজানাথ রায় বাছাছুরের নিকট শুনিয়ছি—এই কাগজ দিনাজপুর রাজवा?ई बक्रिड हिन। ७tबडेमक नाप्रव निब५ष्वत्र इंडिशन निनिवाब बछ बाबदाई इश्ड दए या5ीन कांगॅब जश्ब्रां बॉन, tनई नtत्र छंस नखtथश्वरिड७ लइंद्रां झिएणन, जांब tकब्रड एणेन माइं ।

t ऎडब्रझांझेब कांब्रइक७-२१७, **-४१ भू* जडेषा ।