পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাগুপ গোত্র দত্তবংশ। ] উত্তরপ্লাভীক্স কাজস্থ-কাণ্ড ృ\లిa পূর্বেই লিখিত হইয়াছে—শ্ৰীল নরোত্তম ঠাকুর মহাশয় চির ব্রহ্মচৰ্য্য ও সন্ন্যাস ধৰ্ম্ম গ্রহণ করায় তাহার পিতা রাজা কৃষ্ণানন্দ সন্তোষদত্তকে রাজ্যভার দিছিলেন। কিন্তু পুষ্কোছত কুলকারিকায় দেখা যাইতেছে— - “কামুরামে রাজ্যনাশ । ভগবানে সুপ্রকাশ ” কামুরাম নরোত্তমের কনিষ্ঠ ভ্রাত, কনিষ্ঠ পুত্র থাকিতে রাজা কৃষ্ণানন্দ ভাইপে। সন্তোষকে রাজ্যভার দিবার কারণ কি ? সম্ভবতঃ কানুরাম বয়ঃকনিষ্ঠ ছিলেন, বিষয় কৰ্ম্ম পরিচালনে অনুপযুক্ত মনে করিয়াই কৃষ্ণানন্দ তাহাকে রাজ্যভার না দিয়া সন্তোষকে রাজ করিয়া গিয়াছিলেন । এদিকে রাজা সন্তোষদত্ত ঠাকুর মহাশয়ের সেবা কৰ্ম্মে নিযুক্ত ছিলেন। প্রধান প্রধান ভক্ত সহবাসে র্তাহার হৃদয়েও সংসারবৈরাগ্য উদয় হওয়৷ স্বাভাবিক। সম্ভবতঃ তিনিও পরে কামুরামকে রাজ্যভার সমর্পণ করেন। কিন্তু দুরদৃষ্টক্রমে কামুরাম রাজ্য রক্ষা করিতে পারিলেন না । সম্ভবতঃ নুতন মোগল সরকার ভূতপূৰ্ব্ব পাঠান গৌড়পতির মন্ত্রিবংশকে স্বীকার করিতে প্রস্তুত হন নাই। কামুরামের সহিত গোপালপুররাজ্যের অবসান হইল—কিন্তু খেতরী আজও নরোত্তম ঠাকুর মহাশয়ের অধিষ্ঠান হেতু গৌড়ীয় বৈষ্ণব সমাজে একটী প্রধান তীর্থ বলিয়া পরিগণিত। আজও বার্ষিক উৎসব উপলক্ষে খেতরীতে সহঅ সহস্র যাত্রীর সহিত বহু ভক্তের সমাগম হইয়া থাকে । পূর্বেই উক্ত হইয়াছে রাজা বিষ্ণুদত্তের বংশে রাজা ভগবানের ধারায় রাজা হরিশ্চন্দ্র পৰ্য্যন্ত রাজ্য করিবার পর বংশ শেষ হওয়ায়, দৌহিত্র রাজা শুকদেব রায় দিনাজপুররাজ্যের উ ওরাধিকারী হইয়াছিলেন । অপর দিকে রাজা প্রাণনাথের ধারায় রাজা কৃষ্ণানন্দের জ্যেষ্ঠ পুত্র ঠাকুর নরোত্তম বিবাহ করেন নাই এজন্য র্তাহার বংশ নাই। কৃষ্ণানন্দের ভ্রাতু-পুত্র সন্তোষ দত্ত নরোত্তম ঠাকুরের শিষ্য হইয়াছিলেন, তাহারও বংশের উল্লেখ দেখা যায় না । খটককারিকায় লিখিত রহিয়াছে— “নরোত্তমে বংশ নাই । কামুরাম বংশ পাই ॥” ঠাকুর নরোত্তম বৈরাগ্য অবলম্বন করায় রাজা কৃষ্ণানন্দ ভ্রাতু-পুত্র সন্তোষের প্রতি রাজ্যভার অপণ করিয়াছিলেন । শেষে সস্তোষ যখন বৈরাগ্য অবলম্বন করেন তখন কামুরামকে রাজ্যভার অপর্ণ করিয়াছিলেন । কামুরামের বিষয় বুদ্ধি তীক্ষ ছিল না এবং তৎকালে গৌড়ের স্বাধীন পাঠান বংশের রাজ্য ধ্বংস হওয়ায় ও মোগল রাজ্য প্রতিষ্ঠিত হওয়ায় অল্পদিন মধ্যেই কাণ্ডুরামের রাজ্য নষ্ট হইল তাহার বংশধরগণ সম্পত্তিহীন হইলে সমাজ

  • “মহাহৃষ্ট পুরুষোত্তম দত্তেঃ তনয়। ঐসন্তোষ দত্ত নাম গুণের জালয়। . শ্ৰীনরোত্তমের তেঁহ পিতৃব্যকুমার। কৃষ্ণানন্দ দত্ত যারে দিল রাজ্যভাৱ ।

DBB BBBB BBS BBB DBBBS BBD DBB DDD BBD DDD S - { নরোত্তম বিলাস } של