পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So বঙ্গের জাতীক্স ইতিহাস { ৬ষ্ঠ অধ্যায় । نیb হইয়াছিল। ৭৬০ হিজরীতে বা ১৩৫৮ খৃষ্টাব্দে তাহার মৃত্যু হয়। র্তাহার জ্যেষ্ঠ পুত্র সেকমার শাহ উপাধি গ্রহণপূর্বক পাওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হইলেন। এই সময়ে দিল্লীশ্বর ফিরোজশাহ আবার বাঙ্গল আক্রমণ করেন। সেকন্দরশাহ কডাল দুর্গে আশ্রয় লইতে বাধ্য হন। অবশেষে কয়েকট হস্তী ও কিছু উপঢৌকন দিয়া দিল্লীশ্বরকে সস্তুষ্ট করিয়া ফিরাইয়া দেন। সেকেন্দরের দুইটী বেগম ছিল । একের গর্ভে গিয়ামুদ্দীন ও অপরের গর্ভে ১৬টি সন্তান জন্মে। গিয়ামুদ্দীন বিমাতার চক্রান্তে প্রাণ হুরাইবার আশঙ্কা করিয়া মুবর্ণগ্রামে পলাইয়া যান। তথায় তিনি দলবল সংগ্ৰহ করিয়া রাজবিদ্রোহী হইলেন। এখানে হিন্দু জমিদারগণের সাহায্যে তিনি স্বাধীনভাবে জিত্ব করিতে থাকেন। সেকন্দর শাহ র্তাহাকে শাসন করিবার জন্ত সসৈন্তে অগ্রসর হন । পিতাপুত্রে ঘোরতর যুদ্ধ হয়। এই যুদ্ধে সেকন্দর গুরু স্তররূপে অহিত হন, তাঙ্গীতেই তাঁহার शूडू झञ्च । ओिब्रांश्नौ५ ज्ञछ} झझेब्रl আপনার রাজপদ নিরাপদ করিবার জন্য বৈমাত্রেয় ভ্রাতৃগণক্ষে অন্ধ করেন । পূৰ্ব্বোদ্ধত সংক্ষিপ্ত ইতিহাস হইতে প্রতিপন্ন হইতেছে, দিল্লীশ্বরের সহিত বিরোধ, BBBBB DDD BBBBBBB B BBBBBS BBBB BBBB ggD BBBB BB BBBB জিঘাংসা গৌড়ের সুলতানদিগকে অস্থির করিয়। ফেলিয়াছিল। পূৰ্ব্বে যে হিন্দু জমিদারদিগকে মুসলমান নৃপতিগণ সন্দেহের চক্ষে দেখিতেন, ঘটনাচক্রে মুসলমান গৌড়াধিপ তাহীদেরই নিকট সাহায্য আশা করিয়াছিলেন গৌড়েশ্বরের অনুকূলদৃষ্টি পতিত হুইবার কারণ, হিন্দু জমিদারগণ স্ব স্ব শক্তি ও সম্পদ বৃদ্ধির সহিত অৰ্দ্ধস্বাধীন নৃপতিরূপে পরিগণিত হইয়াছিলেন । এই সুযোগে দ খানেরা যেরূপ পদমর্য্যাদা ও শক্তি সঞ্চয় করিয়াছিলেন, পূৰ্ব্বেই তাছার আভাস দিয়াছি। শিবদ ওখানের পুত্র চটতেছেন প্রবল প্রতাপান্বিত রাজা গণেশ দ খান । শিবদ ও অশ্বঘাট বা দিনাজপুরে রাজধানী করিয়াছিলেন। এই দিনাজপুর অঞ্চলেই রাজা গণেশের বাল্যকাল অতিবাহিত হুইয়াছিল । তিনি বাল্যকাল হইতেই মুসলমান সুলতানদিগের গৃহবিবাদ ও শাসনবৈলক্ষণ্যহেতু পদে পদে বলক্ষয় দর্শন করিয়া আসিতেছিলেন । পিতৃপুরুষগণের অনুব দ্বী হইয়। রণনীতির সহিত উপযুক্ত শাসননীতি শিক্ষা করিয়াছিলেন । উপযুক্ত মৌলবীগণের নিকট মুসলমানী প্রধান প্রধান গ্রন্থসমূহ অধ্যয়ন করিয়াছিলেন, শাস্ত্ৰবিং পণ্ডিতগণের নিকট হইতেও সংস্কৃত ভাষায় অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন । তাছার পিত। পিতামহ প্রভৃতি সকলেই দরবারী ছিলেন, তাঙ্গাদের নিকট গণেশ দরবারের আদবকায়দা শিক্ষা করিয়াছিলেন। তিনি মুসলমানী শিক্ষায় ও আদবকায়দায় এরূপ অভ্যস্ত হইয়াছিলেন যে, মুসলমান রাজপুরুষগণ তাহাকে আপনাদের লোক বলিয়। গ্রহণ করিতে কুষ্ঠিত হুইতেন না । হিন্দু মুসলমান সকলেরই তিনি প্রিয়পাত্র হইয়াছিলেন। সময়োপযোগী বাহাড়ম্বরে সকলকে মুগ্ধ করিলেও অস্তরে অন্তরে তিনি একজন নিষ্ঠাবান হরিভক্ত ছিলেন। মুসলমানের হিন্দু সমাজের প্রতি কিরূপ অত্যাচার করিয়া আসিড়েছে, মুসলমানপ্রধান স্থানে হিন্দুগণ কিরূপ সশঙ্কিতভাবে কালযাপন করিতেছে, পদমৰ্য্যাদার খাতিরে বা স্বকাৰ্য্যসিদ্ধির