পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম আগ্র্যাঙ্ক ভাগলপুরের থাকদত্ত বংশ কবিদত্তের ময় পুত্র মধ্যে রবিদত্ত খা, দামোদর দত্ত ও বামন দত্তের বংশধরগণ এককালে অতি প্রভাব সম্পন্ন হইয়াছিলেন। রবিদন্তবংশে রাজ গণেশের বিবরণ, দামোদরে পাটুলির কেশদভ-বংশ ও বিষ্ণুদত্ত বংশে ঠাকুর নরোত্তম ও দিনাজপুর-রাজবংশের বিবরণ পূর্কেই বিবৃত করা হইয়াছে । বামনদত্তের চারি পুত্র জ্যেষ্ঠ থাকদত্ত, মধ্যম ভূগুদত্ত অপর নাম ছাগদত্ত, তৃতীয় ভাগনাথ দত্ত ও কনিষ্ঠ বিভাগদত্ত। থাকদত্তের প্রকৃত নাম জানা যায় নাই । সম্ভব ; প্রথমে তিনি থাক সেরেস্তার কৰ্ম্ম করায় থাকদত্ত নামে অভিহিত হইয়াছিলেন । তদবধি এই বংশের প্রধান ব্যক্তি রাজসরকারে থাকদত্ত’ নামে পরিচিত হইতেন । ভাগলপুরের মহাশয় বংশের পুরাতন কাগজে লস্কর দত্তের নামের উরুফ থাকদ ও মজুমদার’ লেখা রহিয়াছে। আবার কোথাও বা জানকী দত্ত উরুফ থাকদত্ত মজুমদার দেখা যায়। জানকী দত্ত্বের নামের সহিত প্রথম মজুমদার’ উপাধি পাওয়া যায় । ইহাতে মনে হয় জানকী থাকদত্তই এই ৰংশে প্রথম কামুনগো হুইয়াছিলেন । লস্কর দত্ত্বের বংশধর ভাগলপুরের উকিল এবং উক্ত জেলার রামচন্দ্রপুর ইটহুরি গ্রামনিবাসী শ্ৰীযুক্ত নদীয়t tাদ দত্ত তাহদের যে বংশ বিবরণ দিয়াছেন, তাহ ে জনা যায় হিজরী সন ৮২১ সালে থাকদত্ত ফৰ্ম্মান পাইয়া ভাগলপুর প্রদেশের কামুনগো হইয়াছিলেন । হিজরী ৮২ সন বা ইংরাজী ১৪১৮ সালে বাঙ্গল বা বেহীর প্রদেশ দিল্লীর বাদশাহগণের অধীন ছিল না ! ইংরাজী ইং ১৪১৪ মতান্তরে । ৪১৮ সালে গোঁড়াধিপতি রাজ গণেশ পরলোকগমন করেন। তৎপরে তাহার পুত্র যদু বা জলালুদ্দীন এই ফৰ্ম্মান দিয়া থাকিবেন। আমরা এই ফৰ্ম্মান বা তাহার নকল পাই নাই । সুতরাং কাহার নামে এষ্ট ফৰ্ম্মান দেওয়া হইয়াছিল বা কে তাই দিয়াছিলেন ঠিক জানা গেল না। যাহা হউক দত্তবংশধর গৌড়ের একচ্ছত্রী অধীশ্বর হইলে তাহার জ্ঞাতিগণ যে তদন্তৰ্গত বিভিন্ন প্রদেশে প্রাধাপ্ত লা স্ত করিয়াছিলেন সে বিষয়ে কোনও সন্দেহ মাই1. থাকদত্তের পুত্র জানকী দত্তের পরে তিনপুরুষের নাম ঘটকের পুথিতে পাইলেও মহাশয়জীর সেয়েস্তায় পাওয়া যায় নাই । ’ে ষে লস্কর দত্ত্বের নাম পাওয়া যাই তেছে । জানকী দত্তের পুত্র রামকৃষ্ণ, তৎপুত্র দেবীচরণ ও তৎপুত্র কৃষ্ণবল্প কৃষ্ণবল্লভের তিন পুত্র, কৃষ্ণপ্রসাদ দত্ত, লস্কর দত্ত ও ভরত দত্ত। এই লস্কর দত্তের নামের স্থলে ঘটকের কাগজে লক্ষণ দত্ত দেখা যায় । সম্ভবতঃ তাহ নকলের ভুল। কৃষ্ণপ্রসাদ ও ভরতের বংশ যশোর শিবনগর ও পাদগাছিতে আছেন। লস্কর দত্তের বংশ ভাগলপুরে রহিয়াছেন ।