পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কগুপ গোত্র দত্তবংশ। ] উত্তরপ্লাষ্ট্ৰীক্স কাজস্থ-কাণ্ড Y8') লস্কর দত্ত দিল্লীর বাদশাহ আকবর শাহের সময়ে ভাগলপুর অঞ্চলের কানুনগোই ছিলেন। ৮২১ সনের ফৰ্ম্মান অনুসারে পূর্বপুরুষগণ গড় ইটহুরি বা রামচন্দ্রপুর ইটহুরির গৰুগের ও মকদম নিযুক্ত হইলেও তাহার ডুমরাম গ্রামের নিকটে বাস করিয়াছিলেন এবং উক্ত গ্রামের নাম দত্তবাট রাখিয়ছিলেন। দস্তুবাটার নিকটবৰ্ত্তী বনম্বর গ্রামে এতদঞ্চলের রাজকাৰ্য্যালয় ছিল এবং তথায় বাদশাহ বা তৎপ্রতিনিধির বসিবার নির্দিষ্ট স্থান ছিল। থাকদত্ত রাজপ্রতিনিধি স্বরূপ উক্ত স্থানে সিংহাসনে উপবেশন করিয়া রাজকাৰ্য্য পরিচালন করিতেন। এজন্ত এখনও উক্ত স্থানকে তখ ত বন হয় বলিয়া থাকে। এদেশের লোকের ধারণ রহিয়াছে থাকদত্ত এদেশের রাজা ছিলেন । বনহুর গ্রামে এখনও প্রাচীন রাজধানীর ভগ্নাবশেষ ও একটি ভগ্ন শিবমন্দির পরিদৃষ্ট হয় । লস্কর দত্ত বাদশাহের নিকট হইতে “মহাশয়” ও “মজুমদার’ উপাধি লাভ করিয়াছিলেন। দীর্ঘকাল দক্ষতার সহিত কৰ্ম্ম করিবার পর বৃদ্ধ বয়সে বাদশাহ তাহাকে দিল্লীতে তলব করিয়াছিলেন। লস্কর দত্তের বয়স অধিক হইয়াছিল, তথাপি তিনি ক্ষমতাপ্রিয় ও অভিমানী ছিলেন, এজন্য বাদশাহ তাহার স্থলে অন্তলোক নিযুক্ত করিবার মনন করিয়াছিলেন। লস্কর দত্তের জামাত শ্রীরাম ঘোষ তাহার সঙ্গে দরবারে উপস্থিত হইয়াছিলেন। শ্রীরাম ঘোষকে বুদ্ধিমান ও কৰ্ম্মঠ দেখিয়া বাদশাহ লস্কর দত্তের পদে শ্রীরাম ঘোষকে কামুনগোই নিযুক্ত করিলেন ও তৎসহ পুরুষামুক্রমে ব্যবস্থার জন্য “মহাশয়” উপাধি প্রদান করিলেন। খৃষ্টীয় ১৬০৫ অব্দে শ্রীরাম ঘোষকে এই ফৰ্ম্মান প্রদান করা হয় । অভিমানী ও ক্ষমতাপ্রিয় বৃদ্ধ লস্কর দত্ত জামাতায় এইরূপ পদপ্রাপ্তিতে সস্তুষ্ট না হইয় তাহাকে বঞ্চনা করিয়া জামাতা র্তাহীর অধিকার কড়িয়া লইয়াছেন বলিয়া শ্রীরামের সহিত বিবাদ আরম্ভ করিলেন । বলা বাহুল্য পরিশেষে শ্রীরাম ঘোষই আধিপত্য স্থাপন করিলেন, এবং তাহার বংশধরগণ এখনও “মহাশয়” উপাধি ধারণ করিয়া আসিতেছেন। দত্তবাটীর সমীপবৰ্ত্তী ঘোষপুরে ঐরাম ঘোষের বাসভবন ছিল, এজন্ত লস্কর দত্ত্বের মৃত্যুর পর তাহার বংশধরগণ কেহ কশিপুরে, কেহ কসবায়, কেহ রামচন্দ্রপুর ইটহরিতে, কেছ রূপসা এবং কেহ বা বেরাম গ্রামে বাস স্থাপন করেন। তাহার এখনও তত্ত্বংস্থানে বাস করিতেছেন । কানুনগোই পদের সহিত তৎসংস্থঃ সম্পত্তি গুলি শ্রীরাম ঘোষের হস্তগত হইয়া পড়ে। উপরি লিখিত কয়খনি গ্রাম লস্কর দত্তের বংশধরগণের অধিকারে রহিয়া যায় এবং এখনও কিছু কিছু রহিয়াছে। তাহার কেহ কেহ মজুমদার উপাধি ব্যবহার করিলেও কেহই এখন মহাশয় উপাধি ব্যবহার করেন না । 劍 এই বংশে হুলাষচন্দ্র দত্ত কাশপুর হইতে আসিয়া ইটহাঁরতে বাস করেন। কিন্তু এখনও কশিপুরে দুর্গোৎসবাদি উপলক্ষে তাহার বংশধরগণকে তথায় যাইতে হয় । ইংরাজী সন ১৮০০ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখের সনদপাটাৰায় হৃদয়রাম মজুমদার ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির নিকট হইতে রামচন্দ্রপুর ইটহরি জমিদারী বন্দোবস্ত লইয়াছিলেন।