পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूत्व-ब्रांबदश्नं । ] রাজস্থ্য-কাণ্ড $e? অনুমান ‘বেদবাণাস্কশাকে তু গৌড়ে বিপ্রাঃ সমাগতাঃ ৯৫৪ শকে বা ১৫৩২ খৃষ্টাৰে গৌড়ে ব্রাহ্মণগণ আগমন করিয়াছিলেন ] এই কিম্বদন্তীবিরোধী নহে।”২৭ কিন্তু ডাক্তার রাজেন্দ্রলাল, কনিংহাম প্রভৃতি অধুনা সকল প্রত্নতাত্ত্বিক ও পুরাবিদ তিন পুরুষে গড়পড়তা একশত বৰ স্থির_করিয়া আসিতেছেন। এরূপস্থলে ৩ পুরুষে মোটামুটি ১১৬ হইতে ১১৭০ বর্ষ ধরিয়া লওয়া যায়। এরূপস্থলেও কুলপঞ্জিকাৰ্ধত ৬৫৪ ( ৭৩২ খৃষ্টাব্দে ) বা ৬৬৮শকে (৭৪৬ খৃষ্টাব্দে ) ম আদিশূরের সভায় ক্ষিতীশাদি পঞ্চ সাগ্নিক বিগ্রের আগমনকাল অনায়াসেই ধরিয়া লইতে রি। পুৰ্ব্ব অধ্যায়ে লিখিয়াছি, কাশ্মীরপতি ললিতাদিতা ৭২৩° হইতে ৭৬৩ খৃষ্টান্ধ পর্যন্ত এবং তৎপৌত্র জয়াপীড় ৭৭২ হইতে ৮০৬ খৃষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ললিতাদিত্যের ষড়যন্ত্রে কাশ্মীরে গোঁড়াধিপ নিহত হইলে সম্ভবতঃ আদিশূর পেও বৰ্দ্ধন অধিকার করিয়া নিজ আধিপত্য-বিস্তারের সুবিধা পাইয়াছিলেন। পূৰ্ব্বে রাঢ়ীয়-কুলমঞ্জরীর প্রমাণে লিথিয়াছি, এক সময় আদিশূর ও জয়ন্ত অভিন্ন ব্যক্তি বলিয়াই পরিচিত ছিলেন। জয়াপীড় ৭৭২ খৃষ্টাধে যখন পৌণ্ডবন্ধনে আগমন করেন, তৎকালে জয়ন্ত গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, সে কথা পূৰ্ব্বেই বলা হইয়াছে। সম্প্রতি কোন কোন পুরাতত্ত্ববিৎ ৭৩২ খৃষ্টাব্দে আদিশূরের আবির্ভাব ও তাঙ্গর দীর্ঘকাল পরে ৭৭২ খৃষ্টাব্দে পৌণ্ডবদ্ধনে জয়ন্তের ਕਰੋ। উভয় নামটা বিভিন্ন ব্যক্তির বলিয়া মনে করিতেছেন। তাহাদের আপত্তি এই, ৭৩২ খৃষ্টাব্দে জয়ন্তকে ধরিলে জয়াপীড়ের গোঁড়াগমনকালে তাহার ৪-বর্ষ রাজ্যকাল হয়। ইঙ্গর উপ্তরে আমাদের বক্তব্য এই যে, আদিশূরের এরূপ দীর্ঘকাল রাজত্ব কিছু অসম্ভব নতে ; আদিশূরের নাম যেরূপ গোঁড়বঙ্গে প্রসিদ্ধিলাভ. করিয়াছে, বৌদ্ধ-বিপ্লাবিত বঙ্গভূমে তিনি যেরূপ ব্রাহ্মণ্য-মর্যাদা-প্রতিষ্ঠায় এবং বৈদিকধৰ্ম্মসংস্থাপনে অগ্রসর হইয়াছিলেন, বিশেষতঃ প্রথমে পঞ্চসাগ্নিক ব্রাহ্মণের যজ্ঞোপলক্ষে আগমনকালে পুত্রাদির অনুল্লেখ, পুনরায় তাহার কিছুকাল পরে তাঙ্গদের স্ত্রী পুত্ৰগণসহ আদিশূরের সভায় পুনরাগমন এবং এই সময়ে গৌড়পতির নিকট তাঙ্গাদের পঞ্চগ্রামলাভ ইত্যাদি সংবাদ হইতে আমরা মোটামুটি ধরিয়া লইতে পারি যে, আদিশূর বহুকাল রাজত্ব করিয়াছিলেন। তিনি যে একজন প্রবল প্রতাপশালী নৃপতি ছিলেন, তাহার রাজ্য যে বিশেষরূপে সুশাসিত ও সমৃদ্ধিসম্পন্ন ছিল, জয়াপীড়ের প্রসঙ্গে রাজতরঙ্গিণীকার মুক্তকণ্ঠে তাহ ঘোষণা করিয়া গিয়াছেন। কাশ্মীরপতি । জয়াপীড় পঞ্চগৌড়ের অধীশ্বরগণকে পরাজয় করিয়া তাহার শ্বশুর জয়ন্তকে উচ্চার অধীশ্বর " করিয়াছিলেন, কহলশের এই উক্তি নিজদেশীয় নৃপতির প্রশংসা বাড়াষ্টধার কথা হইতে পারে। সম্ভবতঃ যশোবর্ষার মৃত্যুর পর গৌড়পতি নিজভুজবলে উত্তর-ভারতের অধিকাংশ স্থান জয় করিয়াছিলেন। অবশেষে জামাতার অধিনায়কত্বে র্তাঙ্কার রাজ্যবৃদ্ধির পথ আদিশূরের আবির্ভাব্লকাল W3 蠍 তদানীন্তন গৌড়ের অবস্থা (२१) cत्रोक्लबांजयाणl, s* श्रृंét ।