পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুর-রাজবংশ। ] রাজন্ত-কাণ্ড ১২৩ করিয়াছিলেন। র্যাহাকে যে গ্রাম দেওয়া হইয়াছিল, তিনি সেই গ্রামের গ্রামীণ’ ৰ গ্রামপতি হইয়াছিলেন। সেই গ্রামের ধৰ্ম্ম ও সমাজনৈতিক শাসনের ভার, দেওয়ানী ও ফৌজদারী সকল প্রকার বিচারের ভার ও করগ্রহণের অধিকার, শাসনগৃহীত ব্ৰাহ্মণ ও ব্রাহ্মণবংশের উপর গুস্ত হইয়াছিল। সেই গ্রামপতিত্ব হইতেই তাহদের বংশধরগণের গাঞি প্রচলিত হইয়াছে। বলিতে কি, শূররাজবংশ এতদুর ধৰ্ম্মনিষ্ঠ ও ব্রাহ্মণভক্ত ছিলেন যে, রাঢ়দেশের প্রায় অৰ্দ্ধাংশ ব্রাহ্মণগণকে দান করিয়াছিলেন। এই কারণেই রাঢ়দেশে অপ্রতিম ব্ৰাহ্মণপ্রভাব । কেবল যে পূরন্থপতিগণ ਜੋਂ দিয়া নিজ রাজ্যমূধ্যে বৈদিক ব্রাহ্মণ প্রতিষ্ঠা করিতেছিলেন, তাহা নহে । সপ্তশতী-বংশোদ্ভব ব্রাহ্মণ-সামন্তরাজগণও বৈদিক বিপ্রবংশধরগণকে স্ব স্ব অধিকারে প্রতিষ্ঠা ও আত্মীয়তাস্থত্রে আবদ্ধ করিবার উচ্চ আশায় বহুতর শাসন সপ্তশতী ব্রাহ্মণের ' গ্রাম দান করিয়াছিলেন। শ্ৰীনারায়ণের ছন্দোগপরিশিষ্ট-প্রকাশে শাসনদান গ্রন্থকার নিজ পুৰ্ব্বপুরুষের পরিচয়দানকালে স্পষ্টই এ কথা স্বীকার করিয়া গিয়াছেন, আমরা পূৰ্ব্বেই তাহার উল্লেখ করিয়াছি। ক্ষিতিপূরের রাজত্বের শেষাংশে গৌড়াধিপ ধৰ্ম্মপালের পুত্র দেবপাল রাঢ়দেশ দখল করেন। এই সময় কিছুকালের জন্ত পূৰ্ববংশীয় নৃপতিগণ অধীশ্বরগণের আনুগত্য স্বীকার করেন এবং মহাসামন্ত নৃপতি বলিয়া গণ্য হন। 哈 দেবপাল আপন প্রিয়পুত্রের শুরপাল' নাম রাখিয়াছিলেন। পূরবর্তন হস্ত হইতে দেবপাল ৰে রাঢ়ের আধিপত্য গ্রহণ করেন, রাঢ়ীয় কুলাচাৰ্য্য হরিমিশ্রও নিজ-কারিকায় তাহার এইরূপ আভাস দিয়াছেন—‘আদিশূর-বংশধরগণের পর ত্রদেবপাল গৌড়ে ও রাষ্ট্রে বা রাঢ়ে রাজা হইয়াছিলেন, তিনি অতিশয় প্রবল, দৈববলসম্পন্ন, প্রজ্ঞা বাক্য-বিবেক-শীল ও বিনয় দ্বারা শুদ্ধাশয়, ধৰ্ম্মে মতি ও নিজ বংশীয়ের প্রতি নিয়ত অনুরক্ত ছিলেন।" এখানে ‘নিজবংশীয় বলিবার কারণ এই যে, দেবপাল আপনার প্রিয়ভ্রাত জয়পালকেই উত্তররাঢ়ে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। পূর্বেই লিখিয়াছি যে, সেই জয়পালের নিকটই প্রান্ধোপলক্ষে ছন্দোগ-পরিশিষ্টপ্রকাশরচয়িত রাঢ়ীয় ব্রাহ্মণপ্রবর নারায়ণের পিতামহ উমাপতি মহাদান গ্রহণ করিয়াছিলেন। উত্তররাঢ়ে বৌদ্ধ পালনৃপতির শাসন প্রতিষ্ঠিত হইলে শূররাজ ক্ষিতিপূর, তৎপুত্র অবনীশূর এবং তাছাদের দক্ষিণহস্তস্বরূপ সাতশতী সামন্তরাজগণের আধিপত্যন্ত্রাসের সহিত সাগ্নিক (ee) “ঙ্গাপালপ্রতিভূভুর্বঃ পত্তিরভুদ্বগৌড়ে চ রাষ্ট্রে ততঃ রাজাইতুং প্রৰলঃ সদৈব শরণঃ ইয়েবপালন্ততঃ। প্রজ্ঞাবাক্যবিৰেৰণীলৰিনয়ৈ: শুদ্ধাশয়ং ইয়ুতে BB BB BB DD DDDB B BBBBBDD SDBBD S