পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ांज-ब्रबियश्नं 1] রাজস্থ্য-কাণ্ড 哆 ዔፃ¢ निनांबनूज़ cजणां★ शबूझ्९ मरौभांननैौषैौ, ७ मरीनtङ्गांश ७दश् यसङ्ग ८जलांबू बशैशूग्न अंॉब এখনও মহীপালের উত্তরবঙ্গ অধিকারের স্থতিরক্ষা করিতেছে। কেবল গৌড় ৰ উত্তরবঙ্গ অধিকার করিয়াই মহীপাল নিশ্চিন্ত ছিলেন না । অল্প দিনমধ্যেই তিনি পশ্চিমে মগধ বারাণসী পর্যাপ্ত এবং উত্তরে মিথিলা পৰ্য্যন্ত উদ্ধার করিয়াছিলেন। নালন্দা হইতে র্তাহার ১১শ রাজ্যাক্তি বালান্ডুিলিপি", বারাণসীর পার্শ্ববর্তী সাবনাথ হইতে তাহার ১৯৮৩ সংবৎ ( ১৯২৬ খৃষ্টাৰে ) উৎকীর্ণ শিলালিপি" এবং মিথিলা হইতে তাহার ৪৮শ রাজ্যান্ধযুক্ত একখালি পিত্তলের মূৰ্ত্তি" আবিষ্কৃত হইয়াছে। তিরুমলয়গিরিলিপিতে রাজেঙ্গচোলের আক্রমণকালে মহীপালদেবের পলায়নকী বিবৃত হইয়াছে, কিন্তু আমরা মনে করি ষে সময়ে রাজেজচোল উত্তররাঢ় আক্রমণ করেন, তৎকালে মহীপাল মুদুর উত্তরপশ্চিমাঞ্চলে যুদ্ধবিগ্রকে ব্যস্ত ছিলেন। র্তাহার প্রতিনিধি বা সামন্তগণ দিগ্বিজয়ী চোলরাজের আক্রমণ রোধ করিতে সমর্থ হন নাই, তাই নারায়ণপালের পলায়নসংবাদ ঘোষিত হইয়াছে। বাস্তবিক মহীপালদেৰ দূরদেশে অবস্থানকালে রাজেন্দ্রচোলের রাঢ়াত্রমণসংবাদ পাইয়া কখনই নিশ্চেষ্ট ছিলেন না। তিনি অবিলম্বে সদলবলে গৌড়ে ফিরিয়া আসিয়াছিলেন এবং তাঙ্গর পরাক্রম ও শক্তির পরিচয় পাইয়া চোলরাজ গঙ্গাপার হইতে আর সাহসী হন নাই, উত্তবরাঢ় হইতেই তাহাকে ফিরিয়া আসিতে হয় । মহীপালদেবের অভু্যদয়কালে মুলতান মামুদ ভারত আক্রমণ করেন। পঞ্চনদ, কাশ্মীর, কালক্কর প্রভৃতি উত্তরাপথের প্রধান প্রধান প্রায় সকল নৃপতিই জিলত হইয়া মুসলমান জাকমণ নিবারণের যথেষ্ট আয়োজন করেন। গোঁড়াধিপ মহীপাল তাহদের সহিত যোগদান করিতে পারেন নাই। মহীপালের এই অমনোযোগ লক্ষ্য করিয়া কোন কোন ঐতিহাসিক লিখিয়াছেন,— "মামুদের আক্রমণ সম্বন্ধে গোঁড়াধিপ মহীপালের ঔদাসীন্তের আলোচনা করিলে মনে হয়, কলিঙ্গজয়ের পর, মৌর্য-অশোকের স্তায় [ কাম্বোজাম্বয়জ গৌড়পতির কবল হইতুে ] বরেজ উদ্ধার করিয়া, মহীপালেরও বৈরাগ্য উপস্থিত হইয়াছিল এবং অশোকের ষ্ঠায় মহীপালও যুদ্ধবিগ্রহ পরিত্যাগ করিয়া, পরহিতকর এবং পরিত্রিক কল্যাণকর কৰ্ম্মাৎঠানে জীবন উৎসর্গ করিতে কৃতসঙ্কল্প হইয়াছিলেন।” “সুলতানমামুদের অভিযাননিচয় সম্বন্ধে গোঁড়াধিপ মহীপালের এই প্রকার ঔদাসীন্ত উত্তরাপথের সর্বনাশের অন্ততম কারণ। যদি মহীপাল গৌড়রাষ্ট্রের সেনাবল লইয়া সাহি-জয়পাল, আনন্দপাল, বা ত্ৰিলোচনপালের সাহাটীৰ্থ অগ্রসর হইতেন, তবে হয়ত ভারতবর্ষের ইতিহাস স্বতন্ত্র আকার ধারণ করিত।” (es) Journal Proc, A. S. B. Vol. IV. (New Series) p. 109-107. (**) Indian Antiquary, Vol, XIV. p. 167 ; Arch, Sur, Reports, 1903-4, p. 222. (১১) বিশ্বকোষ, ১১শ ভাগ, গু১৪ পৃষ্ঠা। (०१) cनौक्लबांजवांना s* ७ s० श्रृं* अहेरा ।