পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बै६8 বঙ্গের জাতীয় ইতিহাস [ दé चषrांइ ॥ ৰায়েন্ত্রভূমে বাকিগ্রামে আগিয়া বাস বাস করেন। এ সময় বরেন্দ্রভূমে গোঁড়াধিপ রামপালের বন্ধে মহাস্থান প্রধান তীর্থ বলিয়া পরিচিত হইয়াছিল। এখানে আসিয়া নরদাসঠাকুর কিছু দিন অবস্থান করেন। মহাস্থানগড়ে শাহ মুলতানের দরগার চৌকাটের উপরিভাগে দুই ছত্রে তাহার নাম এইরূপ খোদিত আছে – “শ্ৰীনরসিংহদাসম্ভ ।” সাধারণে খোদিত-লিপির নরসিংহকে রাজা নরসিংহ বলিয়াই জানেন ২১১ সম্ভবতঃ নরদাসঠাকুর রাজপুত্র ছিলেন বলিয়াট এরূপ প্রবাদ প্রচলিত হইয়া থাকিবে। বৃদ্ধ নরদাস পালরাজপক্ষ ছিলেন বলিয়া তিনি বল্লালের অধীনতা স্বীকার করেন নাই। র্তাহার পুত্র বটুদাস বল্লালের পক্ষাবলম্বন করেন, সেজন্য নরদাসঠাকুর বটুকে পরিত্যাগ করিয়াছিলেন। কিন্তু বল্লালসেন তাহাকে পূর্ববঙ্গে মহাসামন্থ পদ দিয়া সম্মানিত করেন। তাহার কনিষ্ঠ পুত্র ঐধরদাস ‘স্বক্তিকর্ণামৃত” নামক সংস্কৃত কবিতাসংগ্ৰহ সঙ্কলন কবিয়া যশস্বী হইয়াছেন। পূর্বেই লিখিয়াছি,—৩য় বিগ্রহপালের সময় দাস ও দেববংশে মিলন হইয়াছিল। এখন দেখা যাউক, কুলগ্রন্থে দেববংশের কিরূপ কুলপরিচয় পাওয়া যায়। ৰায়েন্ত্র-দেববংশ কাশীদাস এইরূপ লিথিয়াছেন— “দেৱ হুশ মহাবংশ কাণসোণায় অবতংস g খ্যাতি ভাতি সৰ্ব্বলোকে কয় । কতই রাজা মন্ত্রী পাত্র কতবা কুল সুপবিত্র সপ্তগোত্র গৌড়ে প্রচরয় ॥ মেীদগল্য শাণ্ডিল্যরাজ পরাশর ভরদ্বাজ বাচ্ছ ঘুঙকৌশিক আলমান । কি কব কুলের কীত্তি যাবচ্চন্দ্র বসুমতী করণে শ্ৰীকরণ অভিধান ॥ রাঢ়ী মধ্যে সবে গণ্য एकांकञांन दोcद्भरस्य शकुछ রাজসভায় বহুত সন্মান । রাজার দক্ষিণ হস্ত জ্ঞানে গুণে সুপ্রশস্ত দাতা ভোক্ত গৌড়ে গরীয়া ॥ শিখিধ্বজ অগ্রগণ্য সৰ্ব্বত্র অশেষ মান্ত ঐকেশব তান বংশধর । অঙ্গে বঙ্গে তার সূত্র ধরেছিল কুলছত্র কিবা কব মহিমা অপার ॥ (२**) बैअच्नध्य cगवब व७फ़ांब ऐलिइtन ९इ १७. १० शृंé।