পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৬ বঙ্গের জাতীয় ইতিহাস [ थ* अशांचे পালবংশের আধিপত্যকালে বারেঙ্গ-কায়স্থ সমাজ-প্রতিষ্ঠাতৃগণের পূর্বপুরুষগণ কিরূপ সন্মানিত ও উচ্চপদস্থ ছিলেন, তাহার পরিচয় দিয়াছি। এই সকল বায়েন্ত্র-কায়স্থ ব্যতীত অনেক রাঢ়ীয় কায়স্থও যে পালাধিকারে যথেষ্ট প্রতিপত্তি ও আধিপত্য বিস্তারে সমর্থ হইয়াছিলেন, তাহারও সন্ধান পাওয়া গিয়াছে। পুৰ্ব্বেইও লিথিয়াছি যে, খৃষ্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে বারকমণ্ডলে (অধুনা ফরিদপুর জেলায় ) নােশে ঘোৰ্যবংশ উচ্চ রাজকীয় অধিষ্ঠিত ছিলেন। খৃষ্টীয় ৯ম শতাব্দীর শেষভাগে সোঁকালীন গোত্রজ ঘোৰ্যবংশ আদিত্যশুর নৃপতির উৎসাহে রাঢ়দেশে মহাসামন্তৰুপতি বলিয়া পরিচিত হইয়াছিলেন ২৫° উত্তররাঢ়ে পালবংশের আধিপত্য বিস্তৃত হইলে সম্ভবতঃ এই ঘোৰ্যবংশের কোন কোন মহাত্মা গৌড়রাজ্যের মুদুর উত্তরপূর্বপ্রাস্তে আসিয়া আধিপত্য বিস্তার করিতে উদ্যোগ হইয়াছিলেন । অল্পদিন হইল, এই ঘোষবংশোদ্ভব মহামাগুলিক ঈশ্বরঘোষের একখানি তাম্রশাসন প্রকাশিত হইয়াছে। এই তাঞ্জ শাসনখানি দিনাজপুর জেলায় বৰ্ত্তমান মালদোয়ারষ্ট্রেটের দপ্তরখানায় বহুদিন হইতে রক্ষিত আছে । মহামাণ্ডলিক ঈশ্বরঘোষ এই তাম্রশাসন দ্বারা ভার্গবগোত্রজ নিবেবাকশৰ্ম্মাকে একখানি গ্রাম দান করেন। মালদোয়ারে জনশ্রুতি আছে, ‘নিবেবাকশৰ্ম্ম ঈশ্বরঘোষের গুরুদেব ছিলেন। তিনি দুন গ্রহণ করিয়া তাম্রশাসনসহ গ্রামখনি তাহার গুরুদেবের চরণে উৎসর্গ করিয়াছিলেন । এই গুরুবংশই মালদোয়ারের রাজবংশ। এই জনশ্রুতি মালদোয়াররাজবংশেপুরুষানুক্রমে প্রচলিত আছে।২৪১ উক্ত তাম্রলেখ হইতে এইরূপ পরিচয় পাইতেছি যে, "রাঢ়াধিপ হইতে যিনি জন্মলাত করিয়াছেন, তিনি স্বৰ্য্যের ছায় প্রচও প্রতাপশালী ছিলেন বলিয়া নৃপবংশকেতু হইয়াছিলেন। সেই ধূৰ্বঘোষের স্বশাণিত অসিধাপায় শক্রকুলের গৰ্ব্বলেশ নিৰ্ব্বাপিত হইয়াছিল। তাছা হইতে রণনীতিকুশলতায় দক্ষ,বিষ্ণুদ্ধিত তরবারিরূপ বজ্রাঘাতে বৈরিবর্গনিধনকারী,প্রবালবোৰ ঘোৰকুলকমলে জন্মগ্রহণ করিয়া মাৰ্ত্তওমণ্ডলস্বরূপ প্রথিত হইয়াছিলেন। তাহার ধবলঘোষ নামে এক পুত্র জন্মে, তাহার শাসনদও প্রচণ্ড ছিল বলিয়া জগতে র্তাহার মহাপ্রতাপ গীত হইয়াছিল। ইহলোকে যোদ্ধৃবর্গরূপ-রণতিমির বিনাশে স্বৰ্য্যতুল্য এবং বৈরিকুলাচলের পক্ষে বজ্ৰতুল্য যাহার কর্ঘ্য ঘোষিত হইত, তাহার ভবানীর অভিন্ন মুক্তি, সীতার স্থায় পতিব্ৰতা এবং বিষ্ণুর লক্ষ্মীর ভায় সম্ভাবনামী এক ভাৰ্য্যা ছিলেন। তাহার পুত্র ঈশ্বরঘোষ সপ্তাংশুর আলর অর্থাৎ অস্থির স্থায় জয়শীল ছিলেন। ঈশ্বরের ছদ্ধর্ষ সাহস, অধিক কি, কান্তিপ্রভার ইন্দ্ৰন্থতিও উহার নিকট পরাজিত ছিল। যাহার শৌর্য্যপ্রভাবে অতি পরাক্রান্ত রিপুগণ পরাজিত হইয়াছিল اtoية في وهاده مهد (ه هة) (২৪১) গাহিত্য, ১৫২• বৃলি,৬৭ পৃষ্ঠাঃখ ।